নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিমেল বিকন

হিমেল বিকন › বিস্তারিত পোস্টঃ

ইউটিউব থেকে ফ্রী ভিডিও নিয়ে কিভাবে নিজের ভিডিও বানাবেন কোনো রকম সমস্যা ছাড়াই

২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৮

আজ আপনাদের দেখাবো কিভাবে ইউটিউব থেকে ফ্রী ভিডিও নিয়ে কাজ করবেন।এতে আপনাকে কোনো রকম কোনো সমস্যাতে পড়তে হবে না।তো চলুন কাজের কথায় যাই।কিন্তু তার আগে আপনি ঠিক করুন আপনি কি ভিডিও নিয়ে কাজ করবেন।আপনি যে ভিডিও নিয়ে কাজ করতে চান তার জনপ্রিয়তা যাচাই করে দেখা প্রয়োজন।ইনশাল্লাহ এটা নিয়ে পরবর্তীতে একটা টিউন লিখব।

প্রথমে ইউটিউবে প্রবেশ করুন।তারপর আপনি যেই ভিডিও লিখে কাজ করতে চান তা লিখে সার্চ দিন।



যেমন আমি এখানে funny লিখে সার্চ দিয়েছি।


এরপর চিত্রের মার্ক করা স্থানের মত ফিল্টারে ক্লিক করুন।


এরপর চিত্রের মত creative commons এ ক্লিক করুন।এরপর এখানে যত ভিডিও আসবে সব আপনার জন্য উন্মুক্ত।আপনি এখানের যে কোনো ভিডিও এর ইনট্রো আর লোগো পরিবর্তন করে আপনার চ্যানেলে আপলোড দিতে পারেন।কোনো কপি রাইট নেই,কোনো স্টাইক ও ধরবে না।এখন আসুন আমার কথার প্রমাণ দেই।আপনি যেকোনো একটি ভিডিও ওপেন করুন,তারপর ডেসক্রিবশন বক্সে যান।


চিত্রের চিহ্নিত স্থানের মত Creative Commons Attribution licence (reuse allowed) এই লেখাটি থাকবে।আর এই লেখাটির বাংলা অনুবাদ আপনি বুঝেই গেছেন।না বুঝলেও গুগুল ট্রান্সলেট এ যেয়ে দেখুন।তাহলে আর কোনো সন্দেহ রইল না।এখন আপনি কাজ শুরু করতে পারেন।যে কোনো ধরণের ভিডিও সার্চ দিয়ে আপনি তার মধ্য দিয়ে ফ্রী ভিডিও খুজে পাবেন এভাবে।আর টিউনটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন।ইনশাল্লাহ সামনে আরও ভাল কিছু নিজে হাজির হব।আমাদের সাথেই থাকুন।


http://forcetunes.blogspot.com/search/label/ইউটিউব

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৪

একজন সত্যিকার হিমু বলেছেন: উপকৃত হলাম ।ধন্যবাদ ।

২| ২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৭

জামান শেখ বলেছেন: কিন্তু কিভাবে ডাউনলোড করবো তা ক্লিয়ার করলেন না। আরো বিস্তারিত চাচ্ছি।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৯

জাহাজী বলেছেন: @একজন সত্যিকার হিমু বলেছেন: উপকৃত হলাম।

উপকৃত হয়ে লাভ নাই। এই সিস্টেমে ভিডিও মেক করা চালু থাকলেও বেশিদিন ভিডিও টিকবে না। ইটুব রোবট ডিলিট করে দেবে।

৪| ২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৯

শামীম সরদার নিশু বলেছেন: কিছু শিখলাম। ধন্যবাদ আপনাকে।

যাই হোক আমার ব্লগবাড়ীতে দাওয়াত রইল।
আমি ব্লগে নতুন। আমার ব্লগবাড়ী থেকে এক গ্লাস ঠান্ডা শরবত খেয়ে আসবেন।

৫| ২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাল হলো শিখতে পেরে। তবে আরও আগে শিখা থাকলে ভাল হতো। আমার ইউটিউব একাউন্টটি হ্যাক হয়ে গেছে এক সপ্তাহ হল। বুঝতেছি না সেটা ফিরে পাবো কিনা।

৬| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৯

মোজাহিদুর রহমান ব বলেছেন: Creative Commons ব্যাবহার করার কিছু নিয়ম আছে না হলে নিজের ভিভিও সহ channel suspended ।
আপনি নতুন এ লাইনে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.