নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিমেল বিকন

হিমেল বিকন › বিস্তারিত পোস্টঃ

একদিন কুকুরের সাথে আমার ঝগড়া

১৭ ই মে, ২০২২ রাত ১০:৫৮

গতকাল যখন আমি রুমের দরজার সামনে দাঁড়িয়ে তালা লাগাচ্ছিলাম, তখন মেইন কেচি গেটের সামনে দুটো কুকুর দাঁড়িয়ে ছিল। হঠাৎ একটা কুকুর এত জোরে ঘেউ করে উঠলে যে পুরো নীচতলা কেপে উঠল। আমিও কেপে উঠলাম। প্রচুর রাগ হল। আমিও কুকুরটাকে হেইত বলে জোরে এক ঝাড়ি দিয়ে কাছে যেতেই কুকুর দুটো দৌড়ে পালাল। মনের ভেতর শান্তি লাগতে লাগল আর আমি রুমের দিকে হেটে আসতে লাগলাম। কোনো কার্য সম্পাদন করতে পারলে কতই না ভাল লাগে। আরও রাগ দেখায় করতে পারলে তো উলটো শয়তানেই মনে মনে পাম দেয়। সাব্বাস বেটা। কিন্তু হঠাৎ মাথায় এল, কুকুরটাও চেচিয়ে উঠল আমিও চেচিয়ে উঠলাম -_- কামডা হইল কি! পার্থক্য থাকল কই? যদি ব্যাপারটা এমন হয় যে পাশের কুকুরটার সাথে ওই কুকুরটা বাজি ধরছিল যে, "দেখবি ওরেও আমার মত ঘেউ করাব? ওরা যেমন আমাদের ইট মেরে রাগিয়ে দেয় তেমনি এই ব্যাটাকেও রাগিয়ে দেব। সৃষ্টির সেরা জীব"। আমি মনে মনে ভাবতে থাকলাম, আসলেই কামডা মোডেই বুদ্ধিমানের কাম হয় নাই -_- দুই বছর আগে স্টিভেন কোভির বিখ্যাত বইয়ের কিছু অংশ পরে আমার ধারনা হয়েছিল যে, রাগি মানুষদেরকে হাতের পুতুলের মত নিয়ন্ত্রন করা যায়। সুতার সাহায্যে তাদেরকে যেমন ইচ্ছা তেমন নাচানো যায়। ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক আমাকেও সে আজ নাচিয়ে দিল -_- বইটি পুরো পড়ার খুব ইচ্ছা ছিল। আজ পর্যন্ত কিনতে পারি নি। দেখি যেদিন অনেক বড় লোক হব সেদিন ওই বইটি কিনে পড়ব। আমরা ততক্ষন বুদ্ধিমান যতক্ষন আমরা নতুন কিছু শিখতে থাকি।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০২২ রাত ১১:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কুকুরের কাজ কুকুর করিবে
কামড় মারিবে পায়,
তাই বলে কি কুকুর কামড়ানো
মানুষের শোভা পায়!

২| ১৮ ই মে, ২০২২ রাত ১২:০১

গরল বলেছেন: আপনার উপলব্ধি সুবিবেচনা প্রসুত, এটা সবার মধ্যে জাগ্রত হউক সেই কামনা করি। আমি অনেক যায়গায় দেখেছি যে মানুষ সাথে করে কিছু ট্রিট রাখে যাতে রাস্তার কোন কুকুর, বিড়াল, কাঠবেড়ালী যেটাই দেখুক কিছু খেতে দেয়। এমনকি নেপাল, যেখানের মানুষ বাংলাদেশীদের চেয়ে ধনী নয়, সেখানেও দেখেছি রাস্তার কুকুরের জন্য অনেকেই খাবারের প্যাকেট কিনে দিয়ে গেছে, উচ্ছিষ্ট না, নতুন কেনা খাবার। ওরা হয়ত আপনার কাছে কিছু আবদার করেছিল।

২২ শে মে, ২০২২ রাত ৮:২৭

হিমেল বিকন বলেছেন: ভাই ওরা আরেক দিকে তাকিয়ে ঘেউ করেছিল। মূলত অন্য কুকুর ওদের এলাকায় ঢুকে প​ড়ায় খেপেছিল। অমার দাব​ড় খেয়ে তাদের দিকেই গিযেছিল পরে।

৩| ১৮ ই মে, ২০২২ রাত ১২:০৫

সোনাগাজী বলেছেন:


আপনার কি বই কেনার দরকার আছে? আপনি বই লেখার সময় হয়ে গেছে।

৪| ১৮ ই মে, ২০২২ রাত ১:১১

শায়মা বলেছেন: হা হা কুকুরের সাথে ঝগড়া।

আসলেই ঝগড়া শুধু কুকুরের সাথেই হয়।

হা হা কুকুরের সাথে ঝগড়া এই শিরোনাম পড়ে হাসতে হাসতে মরলাম।

৫| ১৮ ই মে, ২০২২ রাত ২:০৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: কুকুরেরা ব্লগ পড়ে না; পড়লে আপনাকে নাচিয়ে ছাড়তো! ;)

২২ শে মে, ২০২২ রাত ৮:৩০

হিমেল বিকন বলেছেন: ভাই ভাল বলেছেন, ব​ড় বাচা বেচে গেলাম। সত্যি এটা মাথায় ছিল না।

৬| ১৮ ই মে, ২০২২ সকাল ৮:৩৬

শেরজা তপন বলেছেন: হুম চমৎকার উপলব্ধি!
সোনাগাজী সাহেবকে বলুন তিনি হয়তো বইটা আপনাকে গিফট করতে পারেন

২২ শে মে, ২০২২ রাত ৮:৩১

হিমেল বিকন বলেছেন: সে আবার কে ভাই?

৭| ১৮ ই মে, ২০২২ দুপুর ১:৫২

রাজীব নুর বলেছেন: ঝগড়া ভালো নয়। হোক সে কুকুর। হোক সে মানুষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.