| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন আমি হারিয়ে যাব
চলে যাব অচিন দেশে
তখন তুমি খুঁজবে আমায়
উদাসী এক পাগল বেশে।
থাকেবে আমার স্মৃতিগুলো
থাকবো না শুধু আমি
আমার জায়গা করবে পূরণ
বড় লোক কোনো স্বামী।
থাকবে তোমার টাকা পয়সা
গলায় হীরের হার ।
থাকবে তুমি মহা সুখে
এ মোর অহংকার।
সুখের মাঝে ও যখন
লাগবে বড় একা
আমার লিখা কাব্য খানিতে
পাবে আমায় দেখা।
ভাববে বুঝি আমি এসে
বসছি তোমার পাশে
তোমায় নিয়ে লিখছি কত
তোমার পাশে বসে।
ধরতে যখন যাবে আমায়
যাব আমি চলে
ভাসবে তোমার বুকের পাঁজর
তোমার চোখের জলে । 
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৬ রাত ৮:৫৯
বিজন রয় বলেছেন: একদিন সবাইকে চলে যেতে হবে।
সুন্দর।