নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

আমরা দগ্ধ-সংঘ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৮

আমরা বিকালের কাছে নতজানু দাঁড়াই প্রতিদিন
আকাশের কাছে আমাদের জলজ প্রার্থনা আছে
বুক পকেটে সাজিয়ে রাখা পদ্মলিপি
কাঁঠালিচাঁপা জমিয়ে রাখে কমলা ঘুমের ঘ্রাণ
(দেয়াশলাই বাক্সে ফেরি হবে ওরা রাতের শহরে)
গা ঘেঁষে দাঁড়ালে যখন আর বাজে না মন্দিরা
আমরা গাই গান গোধূলির আবির স্পেকট্রামে।
পাখিরা উড়ে উড়ে কেড়ে নেয় চোখ--
আমরা ওদের ভালোবাসি,
যেমন ভালোবাসি আশ্চর্য মেঘদল
আমাদের চারপাশে ঘাস আর ঘাসের বিস্তার,
মহীনের ঘোড়াগুলি গভীর রাতে হেঁটে যায়
এরকম বৃত্তাকার অধিবেশনে অনেক ঝলকানি ওঠে
গিটারের তারে চুর হয় গোল্লাছুটের মাঠ
চোখের তারা ডুবে যায় গাঢ় রক্তিমে
আমরা দম দেই জীবনের ঠোঁটে,
আর তুলে নেই বিষের পেয়ালা হাসিমুখে
আমরা দগ্ধ-সংঘ,
খুন হই ভালোবেসে
না ভালোবেসেও....

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: কাঁঠালিচাঁপা জমিয়ে রাখে কমলা ঘুমের ঘ্রাণ
এই সব শব্দ কি করে সাজান!!!

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০০

ৎঁৎঁৎঁ বলেছেন: পাঠে কৃতজ্ঞতা!
শুভেচ্ছা রইলো!

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৪

সাজিদ উল হক আবির বলেছেন: মহিনের ঘোড়ার পীঠে জেনারেশনের পর জেনারেশন হজরত। কি যাদু এই ঘোড়াতে!

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০১

ৎঁৎঁৎঁ বলেছেন: এবং আরও অনেক প্রজন্ম মহীনের ঘোড়াগুলির সাথে বয়ে যাক...

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:




আমি কবিতা ভালোবাসি; আসলে, ব্লগারদের মাঝে যারা কবিতা বেশী পড়েন, আমি তাদের একজন; কিন্তু আপনার কবিতার মাঝে আমি বাংলার সাধারণ মানুষের প্রতিদিনের ভাবনা খুঁজে পাচ্ছি না।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৫

ৎঁৎঁৎঁ বলেছেন: খুব ভাল পর্যবেক্ষন। প্রতিদিনের ভাষায় এড়ানোর একটা সচেতন প্রয়াস থাকে লেখার সময়। এটার কারণ বলা যায় নিজের মত করে একটা ভাষা খোঁজার প্রচেষ্টা। তবে মানুষের ভাবনার সাথে সংযোগের আগের ধাপে নিজের সাথে সংযোগ এর চেষ্টা বেশি থাকে। প্রথমটা না হলে পরেরটাও হয় না।
মন্তব্যে ভালোলাগা। শুভেচ্ছা রইলো।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৯

রাজীব নুর বলেছেন: কবিতা ভালো লেগেছে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.