নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

পাখি জীবনের গান

২০ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৩৭


সেলিমের চায়ের দোকানে ড্রাম পিটিয়ে
গান গাইতো ছয়জন কাঠুরে
ওখানে তখন জঙ্গল ছিল ঘন
ওরা গাইতো ঘুম-তাড়ানিয়া গান
দুপুর আর সন্ধ্যায়
কখনো কখনো রাতেও
আবার কখনো গাইতোও না,
দীর্ঘ দীর্ঘ সময় চুপচুপ
আবার ডানা ঝাপটিয়ে কথার ফুলঝুরি।
ওদের ঘাস ছিল, কিন্তু নদী ছিল না
তাই ওরা যেত সোমেশ্বরীর পার
কোনো পাহাড়ও ছিল না তাই ভাবতো
ওরা যাবে মিনি'র সাথে আসাম...
(এখন আর ওসব কিছু নেই, কারোরই থাকে না, কুঠারে মেরুন জং,
ডাকটিকিটের মত জমানো শরতের মেঘ,
মধুর ক্যান্টিন, আগামসী লেন, বিকাল বিস্তৃত অপেক্ষায় -
ঠিক এক ঘন্টা পয়তাল্লিশ মিনিট পার হলে,
ডাকসুর সিড়ি বেয়ে উঠতে উঠতে দেখি-)
রুপালি চায়ের কাপ, স্মৃতির পালক বিছিয়ে
ড্রাম পিটিয়ে এখনো গাইছে ওরা
আ হা হা , পাখি-জীবনের গান....

ছবি-কৃতজ্ঞতাঃ Nostalgia-2-Kite Festival Painting by Mohammad Hossain
(ছবিটি ইন্টারনেট থেকে নেয়া হয়েছে)

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৯

পদ্মপুকুর বলেছেন: আপনিও দেখি আমার মতই স্মৃতকিাতরতায় ভুগছেন... যশোরের সবাই কি এমনই?
বাই এনি চান্স মধুর ক্যান্টিন আর সেন্ট্রাল মসজিদের মাঝখানের যায়গায় থাকা সেলিমের চায়ের দোকানটার কথা বলছেন কি?

২০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: কঠিনভাবে নস্টালজিয়াক্রান্ত স্বভাবের আমি। যশোরের কেউ কেউ এরকম বটে!
স্থান বিষয়ে আপনার অনুমান সঠিক।

শুভেচ্ছা জানবেন!

২| ২০ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৫২

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ভাবনাময়

২০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ।

৩| ২০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।

২০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ।

৪| ২০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:০০

নেওয়াজ আলি বলেছেন: অতুলীয় লেখনী ।

২০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ।

৫| ২০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:১২

জাফরুল মবীন বলেছেন: আপনি বরাবরই ভালো লিখেন তাই অনুসরণ করি।নিজের অনিয়মিত উপস্থিতিতে অনেকদিন পর সুন্দর একটা কবিতা পাঠ করলাম।কেন জানি কবিতাটি পাঠ করতে করতে মান্না দে'র 'কফি হাউসের...' গানটি মনে হচ্ছিল।

অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

২০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: একদম ঠিক ধরেছেন- এটাও এক কফি হাউজেরই গান, এটা আমাদের পাখি জীবনের গান!
আপনার মন্তব্য আমার দুপুর ভাবালো ভালোলাগায়।

আপনার জন্য রইলো ভালোবাসা।

৬| ২০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:১০

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: নস্টালজিয়ার কবিতা।পড়ে ভালো লাগলো। পাখির গান কখনো ফুরিয়ে যায় না।এক পাখি চলে গেলে সে জায়গায় নতুন পাখি এসে গান গায়।তৈরি হয় নতুন পাখিজীবনের গল্প। "ডাকটিকিটের মতো জমানো শরতের মেঘ"।উপমাটা ভালো লেগেছে।

২০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: লেখাটা আসলে কবিতার থেকে বেশি স্মৃতিকথন। এর মধ্যে কবিতার উপাদান আছে জেনে ভালো লাগলো। আপ্পনার পাঠ প্রতিক্রিয়া আমার কাছে গুরুত্বপূর্ণ।

ভালোবাসা জানবেন।

৭| ২০ শে অক্টোবর, ২০২০ রাত ৮:০৪

মনিরা সুলতানা বলেছেন: ইশ পাখির জীবন ফড়িঙ জীবন !!

২১ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন: সেই জীবনের সাথে আর হবে নাকো দেখা!

শুভেচ্ছা!

৮| ২০ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৪৪

শোভন শামস বলেছেন: সুন্দর হয়েছে।

২১ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ!

৯| ২১ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:১৭

সাহাদাত উদরাজী বলেছেন: সুন্দর লেখা।

২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ!

১০| ২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৫

মা.হাসান বলেছেন: এখন আর ওসব কিছু নেই, কারোরই থাকে না, কুঠারে মেরুন জং

কুঠারই কোথায় হারিয়ে গেলো।

অসম্ভব সুন্দর কিছু লাইন।

২২ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ!

শুভেচ্ছা জানবেন।

১১| ২৬ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৭

খায়রুল আহসান বলেছেন: 'পাখি জীবনের গান' - শিরোনামটা খুব সুন্দর! কিছু উপমাও।
'ওদের ঘাস ছিল, কিন্তু নদী ছিল না' - এ লাইনটিও অত্যন্ত হৃদয়গ্রাহী।
কবিতায় ষষ্ঠ ভাল লাগা + +।

২৭ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: পাঠে কৃতজ্ঞতা!

ভালবাসা জানবেন।

১২| ২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পাখি জীবনের গান শিরোনাম ও কবিতায় ভালোলাগা।+++

১৫ ই মার্চ, ২০২১ দুপুর ১২:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় মোঃ মাইদুল সরকার ভাই!
লেখা ভালোলাগায় অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।

১৩| ১৫ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৪৭

বৃতি বলেছেন: রুপালি চায়ের কাপ, স্মৃতির পালক বিছিয়ে
ড্রাম পিটিয়ে এখনো গাইছে ওরা
আ হা হা, পাখি-জীবনের গান...

সুন্দর। নস্টালজিক

১৬ ই মার্চ, ২০২১ সকাল ১১:০৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বৃতি! লেখায় আপনার ভালোলাগা অবশ্যই বিশেষ কিছু।

শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.