নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

এখানে প্রতি সন্ধ্যায় সন্ধ্যা নামে

০৭ ই মার্চ, ২০২১ রাত ৯:০০

প্রতি সন্ধ্যায় এখানে সন্ধ্যা নামে,
প্রতি রাতে রাত
কিন্তু সকাল অনিশ্চিত, তার খোঁজে
উড়ে গেছে সব পাখি
একলা অন্তরালে; ভাঙছে সবুজ
বিনিদ্র স্বপ্নের মাঝে আমি ঘুমিয়ে গিয়েছি

আর একটিবার যদি পিছু ফেরে সময়ের তীর
সমবেত গানে দেখা হবে বন্ধু'র পথে
সেখানে তোমার চোখ আশালীন ঘোর
কুয়াশার পাড়ে আমি বুনছি আঁচল
আগুন জ্বেলে অপেক্ষার রাতে
আমি ঘুমিয়ে পড়েছি

এখানে, প্রতি সন্ধ্যায় সন্ধ্যা নামে...
প্রতিরাতে রাত।

মন্তব্য ৩২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২১ রাত ৯:০৮

নান্দনিক নন্দিনী বলেছেন: কবি'র তো দেখছি খুব ঘুম!
সুন্দর কবিতা...

১৫ ই মার্চ, ২০২১ সকাল ১১:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ! দেরীতে প্রতিমন্তব্যে দুঃখ প্রকাশ করছি সবার কাছে।
আমি একটা লম্বা ক্লান্তিকর ভ্রমণে সন্ধায় ঘুম ঘুম চোখে লাইনগুলো লিখেছি, - সেটা আপনি ধরতে পেরেছেন!

শুভকামনা রইলো!

২| ০৭ ই মার্চ, ২০২১ রাত ৯:১৩

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: সুন্দর, ভালো লেগেছে।

১৫ ই মার্চ, ২০২১ সকাল ১১:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ! পাঠে কৃতজ্ঞতা।

শুভেচ্ছা জানবেন।

৩| ০৭ ই মার্চ, ২০২১ রাত ১০:৪০

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ ভাবে রচিত ।

১৫ ই মার্চ, ২০২১ সকাল ১১:৩৮

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ!

শুভেচ্ছা নিরন্তর...

৪| ০৮ ই মার্চ, ২০২১ রাত ১২:১৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১৫ ই মার্চ, ২০২১ সকাল ১১:৩৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

৫| ০৮ ই মার্চ, ২০২১ সকাল ৭:২৪

কবিতা ক্থ্য বলেছেন: ভাবের গভীরতা এবং তার প্রকাশ অসাধারন হয়েছে।
সুন্দর সৃষটির জন্য অভিনন্দন কবি কে।

১৫ ই মার্চ, ২০২১ সকাল ১১:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ কবিতা ক্থ্য!

ভালোবাসা নিরন্তর ...

৬| ০৮ ই মার্চ, ২০২১ সকাল ৯:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর জ্যামিতিক কবি।

১৫ ই মার্চ, ২০২১ সকাল ১১:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ প্রিয় সেলিম আনোয়ার ভাই।

ভালবাসা জানবেন সবসময়।

৭| ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১:২৯

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: রাতের আঁধারের প্রতীকে চিত্রিত খারাপ সময়ে বিক্ষুব্ধ ও বিক্ষিপ্ত কবির মন, কাঙ্ক্ষিত সকাল বা সুসময়ের অথবা স্বস্তির দেখা তিনি পাচ্ছেন না। সেই সকালের স্বপ্ন দেখতে দেখতে ক্লান্ত কবি ঘুমিয়ে পড়েছেন। বরাবরের মতো এই কবিতাতেও আপনার অতীতচারীতা এবং অতীতে আশ্রয় খোঁজার প্রয়াস লক্ষণীয়। যদিও কবি ঘুমিয়ে পড়েছেন,তবুও তিনি আশা ছাড়েন নি। আর তাই অতীতে ফিরে যাবার আকাঙ্ক্ষা তার মধ্যে প্রবল। অতীতে আশ্রয়ে তার মধ্যে দেখা যায় আশাবাদ। আর তাই তিনি অপেক্ষা করেন। শ্রান্ত -ক্লান্ত কবি ঘুমিয়ে পড়লেও অপেক্ষার পালা শেষে তিনি আবার জেগে উঠবেন। তখন প্রতি রাতে রাত নামলেও প্রতি সকালে সকাল হবে।

১৫ ই মার্চ, ২০২১ সকাল ১১:৪৫

ৎঁৎঁৎঁ বলেছেন: প্রিয় তমাল ভাই, আমি আপনার মন্তব্যের সামনে নতজানু হবার মত থমকে যাই! কবিতায় কবির চিন্তার সাথে আপনি এমনভাবে সঙ্গত করার ক্ষমতা রাখেন যে, সেটা হয়ে ওঠে এক সুমধুর যুগলবন্দী। লেখা পড়ে আপনার ভাবনা জানার জন্য হলেও মাঝে মাঝে লিখতে লিখতে ইচ্ছে করে।

ভালোবাসা জানবেন।

৮| ০৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০২

মেহেদি_হাসান. বলেছেন: চমৎকার

১৫ ই মার্চ, ২০২১ সকাল ১১:৪৭

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা রইল!

৯| ০৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪১

Imran Khan 017 বলেছেন: ভালো লাগলো।

১৫ ই মার্চ, ২০২১ সকাল ১১:৪৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ! ভালো লেগেছে জেনে আনন্দ হল!

১০| ০৮ ই মার্চ, ২০২১ রাত ৮:২৫

মনিরা সুলতানা বলেছেন: দারুণ !

১৫ ই মার্চ, ২০২১ সকাল ১১:৪৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ প্রিয় মনিরা আপা। কবিতা ভালো লেগেছে জেনে আনন্দ হচ্ছে।

ভালোবাসা জানবেন নিরন্তর...

১১| ০৮ ই মার্চ, ২০২১ রাত ১০:৪৯

খায়রুল আহসান বলেছেন: "কিন্তু সকাল অনিশ্চিত, তার খোঁজে উড়ে গেছে সব পাখি একলা অন্তরালে" - চমৎকার এ ভাবনাটা মনে রেশ রেখে গেল।
মোঃমোস্তাফিজুর রহমান তমাল এর বিশ্লেষণটা খুব ভাল লেগেছে। এভাবে ভাবার এবং সে ভাবনাটা এখানে শেয়ার করার জন্য তাকে ধন্যবাদ।
সুন্দর কবিতায় পঞ্চম ভাল লাগা +।

১৫ ই মার্চ, ২০২১ সকাল ১১:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় খায়রুল আহসান ভাই। ভালো লাগার প্রকাশে আনন্দ!
তমাল ভাইয়ের পাঠ-বিশ্লেষণ বরাবরের মত বিস্তৃত এবং অনুপ্রেরণাদায়ক।

ভালোবাসা জানবেন।

১২| ০৯ ই মার্চ, ২০২১ রাত ১:৩৯

সোহানী বলেছেন: চমৎকার

১৫ ই মার্চ, ২০২১ সকাল ১১:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সোহানী আপা। কবিতা ভালো লেগেছে জেনে আনন্দিত।

শুভেচ্ছা রইল।

১৩| ১৫ ই মার্চ, ২০২১ দুপুর ২:০০

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: কবির কবিতা যখন পাঠককে স্পর্শ করে তখন পাঠক তার সাথে একাত্মতা অনুভব করে। শেষের লাইনে যেটা বলেছেন সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। এই শংসার যোগ্য আমি মোটেও নই। আপনি নিয়মিত লিখতে থাকুন। এত বিরতি দেবেন না। আপনার জন্য শুভকামনা রইলো ।

১৬ ই মার্চ, ২০২১ সকাল ১১:০১

ৎঁৎঁৎঁ বলেছেন: ভালোবাসা জানবেন, লিখতে লিখতে দিন চলে যেত যদি...
বিরতি কম দেবার চেষ্টা করব!


১৪| ২০ শে মার্চ, ২০২১ রাত ১২:১৮

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link

২১ শে মার্চ, ২০২১ দুপুর ২:২১

ৎঁৎঁৎঁ বলেছেন: শুভকামনা রইলো! রুবাই আমার পছন্দের একটা ফর্ম, আমি চেষ্টা করব সংগ্রহ করার।

১৫| ২০ শে মার্চ, ২০২১ দুপুর ২:৩৯

মার্শাল ইফতেখার আহমেদ বলেছেন: অত্যন্ত সুন্দর কবিতা! "কিন্তু সকাল অনিশ্চিত, তার খোঁজে উড়ে গেছে সব পাখি" অপূর্ব! মনে রাখার মতো পঙক্তি! কবিকে অশেষ শুভেচ্ছা।


২১ শে মার্চ, ২০২১ দুপুর ২:৪১

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ মার্শাল ইফতেখার আহমেদ! লেখা ভালো লাগলে আনন্দ হয়।

ভালোবাসা রইলো।

১৬| ০৫ ই মে, ২০২১ রাত ২:২৫

সিগনেচার নসিব বলেছেন: সাবলিল কবিতা।

১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ।

শুভকামনা নিরন্তর....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.