নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

ইমাজিন, তোর জন্য

২২ শে জুন, ২০২১ দুপুর ১২:২৯

ইমাজিন, তোর জন্য আমরা
লড়াই করে যাব সীমান্তের শেষ কাঁটাতার পর্যন্ত।
তোকে দেব আমাদের মিষ্টি রোদ
অবাক ফুল আর পৃথিবীর হাসি।
তুই আমাদের অচিন পাখি
আদিম মানুষের সূর্যভোর
ঢেউয়ে ঢেউয়ে জোৎস্ন্যা- সমুদ্রের পাড় ঘেঁসে
তোকে আমরা খুঁজে পাই বিপুল বিস্ময়ে।
তোর জন্য কাচের বয়ামে
আচার করে রাখি ভাটফুল ভালোবাসা।
তুই-ই আমাদের ফিনিক্স,
তোর জন্য আমরা
সকাল থেকে সন্ধ্যা অপেক্ষার প্রহর গুনেছি
তোর হাত ধরে আমরা হেঁটে যাব আবার
শৈশবের ধবল কুয়াশায়,
যেখানে মেঘবাড়িতে বিকালবেলারা ঘুমাতে যায়।
ইমাজিন, তুই আমাদের নিয়ে যাবি সেই স্বপ্নে
যা আমরা আমাদের গভীরতম স্বপ্নেও দেখিনি,
ইমাজিন, তুই আমাদেরকে নিয়ে যাবি কল্পনার সেই চূড়ায়,
যা আমাদের দুঃসাহসী কোনো কল্পনাতেও আসেনি।
আমাদের শেখাবি ভুলে যাওয়া সহজিয়া সূত্রের পাঠ
শেখাবি মানুষের মুক্তির রং আর মৃত্যুর রং একই
জানাবি মানুষ তার জন্ম-অধিকারেই স্বাধীন,
সেই স্বাধীনতার জন্য তুই হবি আমাদের বাতিঘর
আমাদের আনন্দ, আমাদের পবিত্র গান।


পৃথিবীর প্রত্যেকটা ইমাজিন এর জন্য বাজিয়ে জয়ঢাক
জীবনের কপালে পড়িয়ে দিস রাজটিকা।
IMAGINE, মনে রাখিস,
There is no heaven, except you....

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০২১ দুপুর ২:০১

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা
আশাই তার একমাত্র ভেলা।

ইমাজিন হচ্ছে এক ধরণের আশাবাদ। মানুষ যখন কোনোকিছু ধরে নেয় তার পেছনে কাজ করে তার আশাবাদ। আশাবাদ মানব সভ্যতার ফিনিক্স পাখি। শুভচিন্তা ও আশাবাদ মানুষকে শেষ পর্যন্ত লড়াই করার শক্তি দেয়। আশার প্রতি প্রচণ্ড ভালোবাসা নিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করে মানুষ শুভদিনের। সোনালি অতীত মানুষকে বাঁচার আশা দেয়। সকল অন্যস্য অবিচার বৈষম্য দূর করার সংগ্রামে আশাবাদই মূল প্রেরণা। আশাবাদই নরককে স্বর্গে রূপান্তরিত করে। আশাবাদই স্বর্গ।

সুন্দর কবিতার জন্য ধন্যবাদ। ব্যস্ততার কারনে ব্লগে আসা হয় নি বেশি,তাই এই কবিতাটি চোখে পড়ে নি। এই কয়দিনে মাত্র তিনজন ব্লগার কবিতাটি দেখেছেন এবং একটাও মন্তব্য নেই দেখে বেশ অবাক হয়েছি। গাছজন্ম দুই কবিতাটি মুছে দিয়েছেন কেন?

২২ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ইমাজিন হচ্ছে আমাদের পরিবারের নতুন সদস্য, ওর কথা ভেবে লেখা কয়েকটি লাইন। আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে।

ভালোবাসা জানবেন।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৩

খায়রুল আহসান বলেছেন: 'ইমাজিন' কে নিয়ে চমৎকার লিখেছেন! তাকে নিয়ে স্বপ্ন বোনা সফল হোক, সার্থক হোক!

০৭ ই মার্চ, ২০২২ দুপুর ১:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ, ভালোবাসা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.