| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম ইরফান। বিজ্ঞান আমার খুব প্রিয় বিষয় ও প্রাকৃতিক ছবিতোলা আমার শখ।
আমাদের অনেকের হয়ত প্রশ্ন জাগতে পারে যে ভূর্গভস্থ-বাষ্প কেমনে উৎপন্ন হয়?
আমরা কম বেশি সবাই জানি বাষ্প কী :বাষ্প হলো, কোন পদার্থে তার স্ফুটনাংকরে চয়েে বেশি তাপ প্রয়োগকৃত হলে সেই পদার্থ গ্যাস বা ধোঁয়াআকারে উড়েযেতেে দখা যাই আর সগেুলোই ঐ পর্দাথরে বাষ্প (পানরি ক্ষত্রেে তার মান ১০০'c+)
এই বিষয় সর্ম্পকে জানার আগে আরও একটি বিষয় জানা দরকার তা হল,>মাত্রাতিরিক্ত তাপমাত্রায় সকল তরল বাষ্পীভূত হতে আরম্ভকরে।
মূল কথা::আমরা জানি, মাটির নিচে বিভিন্ন ধরনের মূল্যবান পদার্থ পাওয়া যায় তার মধ্যে ভূগর্ভস্থ -বাষ্প অন্যতম। আর এটি তৈরি হয় একটি বিশেষ প্রক্রিয়ায়।মাটির নিচে প্রচুর পরিমাপণ পানি থাকে আর এই পানি কোন ভাবেযদি আগ্নেয়গিরি বা ভূ-গর্ভের জলন্ত স্থানটিতে পৌছাতে পারে সেই সব পানি বাষ্প হতে শুরু করে, সেই সব বাষ্প মাটির তলার বিভিন্ন স্থরে আটকা পড়েযায়, ধিরে ধিরে এর পরিমাণ ও চাপ বাড়তে থাকে। মাটির নিচে এসব বাষ্প উচ্চচাপে সংরক্ষিত থাকে।এখন যদি তা বেরহওয়ার পথ পাই তাহলে খুব দ্রুতগতিতে বেরিয়ে আসে।
উপকারঃ এই দ্রুতগতির বাষ্পকে কাজে লাগিয়ে টারবাইন বা জেনারেটর ঘুরিয়ে প্রচুর পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করা যায়।
★অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে,, বাষ্প শীতল হয়ে পানিতে পরিণত হবেনা কেন?
১:আগ্নেয়গিরির তাপমাত্রা অধিক হওয়ায় বিশাল এলাকা পর্যন্ত তাপ বিকিরণ করবে,তাই বাষ্প শীতল হওয়ার কোন উপায় থাকেনা।
২:আগ্নেয়গিরি সব সময় দেখা যায়না বলে, এই বাষ্প ও সব সময় উৎপন্ন হয়না।
বি:দ্র>আমি যা জানি তা যুক্তিসংগত কিনা।মূল্যায়ন করার দায়িত্ব আপনাদের। আপনাদের সাহায্য কামনা করছি।
©somewhere in net ltd.