| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্যাক স্মিথ
লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।
গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে পানির ট্যাংকির ভিতর থেকে এক জঙ্গি নেতাকে আটক করা হয়েছে, উদ্ধার করা হয়েছে বোমা তৈরীর সরমঞ্জাদি এবং বিদেশী পিস্তল, দীর্ঘদিন ধরেই তারা গাজীপুর ও আশেপাশের এলাকায় জঙ্গি কার্যক্রম চালিয়ে আসছিলো অবশেষে মামা আজ ধরা পড়েছে- কঠিন থেরাপী হবে।
বিস্তারিত ভিডুতে।
০৬ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০২
জ্যাক স্মিথ বলেছেন: এটা আবার কোন নাটক নাতো? এখন পর্যন্ত আমাদের দেশে যত জঙ্গি কার্যক্রমের ঘটনা ঘটেছে সবই নাকি নাটক।
২|
০৬ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৮
জেনারেশন একাত্তর বলেছেন:
ব্লগার মেঠোপথ ও নবিব সাহেবদের বিপ্লবী ও ভবিষ্যত এমপি।
০৬ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৪৫
জ্যাক স্মিথ বলেছেন: উনাকে এমপি হিসেবে নমিনেশন দেওয়া হলে চ্যালচ্যালায়া সংসদে চলে যেতেন, এই ধরণের ব্যক্তি'ই তো আমাদের এমপি হওয়া দরকার।
কারো নাম ধরে কিছু না বলি। লেখালেখি ভালো কাজ, যার যা খুশি লিখতে দেন শুধু মানুষ হত্যা না করলেই হলো।
৩|
০৬ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪২
নতুন বলেছেন: এতো সাহসী জঙ্গী পানির ট্যাংকের ভেতরে লুকিয়েছে?
০৬ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৫৫
জ্যাক স্মিথ বলেছেন: বেচারা ট্যাংকি থেকে বের হবার সময় বলে- আমার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, আমি একজন মৃত্যু পথযাত্রী, দয়া করে আমাকে মারবেন না।
ওহ্ বাই দ্যা ওয়ে- আপনি না ভালো ভালো এসেট খুঁজতেছেন বাই করার জন্য। আপনার জন্য আমি শরিয়া মোতাবেক হালাল ক্রিপ্টোকয়েনের ব্যবস্থা করেছি। অল্প সময়ে মিলিয়নার হতে চাইলে এক্ষুনি এই ইসলামিক হালাল কয়েনে বিনিয়োগ করুন।
৪|
০৬ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:৫৭
কামাল১৮ বলেছেন: আওয়ামী লীগ ক্ষমতায় আসলে পানির নিচে পালিয়েও রক্ষা পাবে না জঙ্গী।
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:০০
জ্যাক স্মিথ বলেছেন: রাজনৈতিক কারণেই আওয়ামীলীগ কিন্তু জঙ্গী নির্মূল করেনি বরং পুষেছে যার ফল তারা হাতেনাতে পেয়েছে।
আওয়ামী যুগ এখন শেষ হয়ে গেছে, এখন চলছে জামায়েতের যুগ, আগামী ৫০ বছরে আওয়ামীলীগের নাম আর মুখে উচ্চারণ করবেন না, ওরা ধ্বংস হয়ে গিয়েছে।
৫|
০৭ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৪৮
রাজীব নুর বলেছেন: আহাহা---
অদ্ভুত!!!
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৪৭
জ্যাক স্মিথ বলেছেন: আহা- অদ্ভুত, অদ্ভুত!!
৬|
০৭ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:২০
নতুন বলেছেন: ওহ্ বাই দ্যা ওয়ে- আপনি না ভালো ভালো এসেট খুঁজতেছেন বাই করার জন্য। আপনার জন্য আমি শরিয়া মোতাবেক হালাল ক্রিপ্টোকয়েনের ব্যবস্থা করেছি। অল্প সময়ে মিলিয়নার হতে চাইলে এক্ষুনি এই ইসলামিক হালাল কয়েনে বিনিয়োগ করুন।
ক্রিপ্টোতে আমি বিনিয়োগ করার কথা ভাবছিনা।
সোনার দাম যদি ৩৮০০$ এ নামে তবে সোনার সেয়ার কিনবো।
আরো কয়েকটা সেয়ারের উপরে নজর রাখছি। দাম কমলেই কিনবো।
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৫৫
জ্যাক স্মিথ বলেছেন: সোনা তো সবসময়ই দামি জিনিস, তাছাড়া এতে রিস্কও অনেক কম, তবে আজকাল সোনাতে জয় বাংলা প্যাটার্ণ লক্ষ্য করা যাচ্ছে সুতরাং এর দাম ৩৮ এর অনেক নিচে নেমে যেতে পারে, কাজেই খেয়াল কইরা।

৭|
০৮ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৫০
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
১১ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:২১
জ্যাক স্মিথ বলেছেন: আবার আসার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৭
সৈয়দ কুতুব বলেছেন: এই লোক গতবছর ৫ তারিখ এর পর দেশে আসে। ২০০১ সালের পালিয়েছিলো । বিএনপি না দলের সাবেক কি জেনো। এমপি নমিশনে নিজে নিজে দাড়ানোর কথা ছিলো।