নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ambivert, Swimmer Against The Stream, But I\'m Not Anti-Social, I\'m Anti-Idiots.

জ্যাক স্মিথ

লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।

জ্যাক স্মিথ › বিস্তারিত পোস্টঃ

নতুন নবীর আবির্ভাব!

৩০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৪০



গত ২৫ ডিসেম্বর প্রবল বন্যায় পৃথিবী ধ্বংস হবার কথা ভবিষ্যৎ বাণী করেছিলেন ঘনার এক স্বঘোষীত নবী। বন্যার হাত থেকে ভক্তদের বাঁচাতে নূহ নবীর মত নৌকা বানাতে ভক্তদের কাছ থেকে তুলেছিলেন চাঁদা, ২৫ তারিখে পৃথিবী ধ্বংস না হাবার কারণে সেই টাকা দিয়ে কিনলেন নিজের জন্য বিলাস বহুল এক মার্সিডিজ গাড়ী। =p~



গডের কাছে প্রার্থনা করে তিনি আপাতত পৃথিবীবাসিকে দূর্যোগের হাত থেকে রক্ষা করেছেন- এমন ভুজং ভাজং কথা বলে তিনি ভক্তদের বুঝ দান করিয়াছেন। :D

বিস্তারিত দেখুন এখানে।

এমন নিউজ দেখে হাসি থামিয়ে রাখা সত্যিই দূরুহ =p~ মনে মনে ভাবি- আগের যুগের মানুষ হয়তো বোকা, গবেট শ্রেণীর ছিলো তাই তারা এসব ভুজং ভাজং বিশ্বাস করতো, কিন্তু তাই বলে এই ২০২৫ সালে এসেও এমন নিউজ আমাদের দেখতে হবে?????? :-B B:-)

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: এখন তো ইউটিউবে নবীর হাট বসেছে । এক একজন ইউটিউবার এক একজন নবী । :)

False Prophet সব সময় ছিলো । একটা টিভি সিরিজ হয় যেটাতে নাকি predict করা হয় যে ইউনুস সাহেব বাংলাদেশের সিংহাসনে বসবেন । :)

৩০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫১

জ্যাক স্মিথ বলেছেন: ওরা তো রাজনৈতিক নবী, তবে এই ব্যক্তি হচ্ছে আসল নবী।

২| ৩০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১:১৯

শ্রাবণধারা বলেছেন: নবী সাহেবের পোশাকের এই দুরবস্থা কেন? নাকি এটাই স্টাইল? :)

৩০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫২

জ্যাক স্মিথ বলেছেন: এটাই হচ্ছে নবীদের স্টাইল আর এটাই সাইন্স।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১:২০

আলামিন১০৪ বলেছেন: আগের যুগ বলতে কী বুঝাতে চাচ্ছেন?
আপনি কি অবিশ্বাসী?

৩০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫২

জ্যাক স্মিথ বলেছেন: আপনি কি এই নবীর কথা বিশ্বাস করেন? বা কেউ এসে এমন আজগুবী দাবী করলে তা বিশ্বাস করবেন?

৪| ৩০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দুনিয়ার সকল নবী ই খাঁটি।

৩০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৩

জ্যাক স্মিথ বলেছেন: ঠিক এই লোকটির মত খাঁটি।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: হা হা হা--
চমৎকার নিউজ।
মিথ্যা বলবো না, আমার নিজেরও নবী হতে ইচ্ছা করে।

৩০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৪

জ্যাক স্মিথ বলেছেন: এমন কিছু চট পরে আপনিও হক মাউলা শুরু করে দেন, ভক্তের অভাব হবে না এই দেশে, আর এটা একটা ভালো বিজনেসও বটে।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখনও বোকা লোক পৃথিবীতে আছে...

৩০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৬

জ্যাক স্মিথ বলেছেন: বর্তমান যুগে এমন বোকা মানুষও পৃথিবীতে থাকতে পারে, আমি সত্যিই অবাক!

৭| ৩০ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৬

বাজ ৩ বলেছেন: একটি শের,
গারচে তাফসিরে জুবা রওশন গরাস্ত,
লেকে ইশকে বেজুবা রওশন তরাস্ত,

অধিকাংশ মানুষ নবী কি তা জানেই না,আপনিও কি তাদের একজন নাকি।
এক আরিফ বলেন দলিল প্রমানের পাও লাকরির তৈরি হয়ে থাকে।উক্ত আরিফ তিবরিজি রহ.নৈকট্যপ্রাপ্ত খলিফা ছিলেন।অনেক গোপন রহস্যের ভান্ডারসমৃদ্ধ মসনবী রচনা করেছেন।সেটা পড়লে নবীদের হাকিকত বুজতে পারবেন।ধন্যাবাদ বাজ৩ এর পক্ষ থেকে

৩০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:০৭

জ্যাক স্মিথ বলেছেন: আপনার মন্তব্যের অনেকাংশ আমার মাথার উপ্রে দিয়ে গেছে! |-)

আচ্ছা- মসনবী শরীফে কি এই মার্সিডিজ নবীর কথা উল্লেখ আছে নাকি?

৮| ৩০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩৭

বাজ ৩ বলেছেন: লেখক বলেছেন: আপনার মন্তব্যের অনেকাংশ আমার মাথার উপ্রে দিয়ে গেছে! |-)

আচ্ছা- মসনবী শরীফে কি এই মার্সিডিজ নবীর কথা উল্লেখ আছে নাকি?

না ভাই,মসনভী শরীফে এই মার্সিডিজ নবীর কথা নেই।কিন্তু মারসিডিজ নবী বা ভন্ড নবী এবং সঠিক নবী চেনার উপায় লেখা আছে।
ভাই।আরেকটি কথা,আপনি বলেছেন আগের যুগের মানুষ বোকা এবং গবেট শ্রেনীর ছিলো।জ্যাক সামিথ ভাই, আমি আপনাকে একজন জ্ঞানী মনে করি,এবং আমার মনে করা সত্যই।অর্থাৎ সত্যিই আপনি একজন জ্ঞানী মানুষ,কিন্তু কথা হলো বোকা এবং গবেট আবু জাহেল শ্রেনীর মানুষ সব যুগেই আছে ভাই,এই যুগেও আছে এবং সেই যুগেও ছিলো,এবং জ্ঞানী মানুষ যেমন এই যুগেও আছে অবশ্যই সেই যুগেও ছিলো।ধর্ম সম্পর্কে জ্ঞানী মানুষ এবং জাদুকর শ্রেনীর মানুষ এবং রহস্যবিদ সেই যুগে এই যুগের থেকে আরো বেশি ছিলো।এইযুগে যে নাই তা নয়,এই যুগেও এরকম মানুষ আছে।অন্তরদৃষ্টি ছাড়া জ্ঞানী মানুষ চেনা যায়না।আর ভন্ডদেরকে জ্ঞানী মানুষ ছাড়া অন্য কেউ ধরতে পারেনা।ধন্যবাদ ভাই।

৩১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৩০

জ্যাক স্মিথ বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধ্যবাদ। আমাকে আপনার হয়তো জ্ঞানী মনে হয়ছে আসলে আমি মোটেও জ্ঞানী কেউ নই, তাছাড়া একজন মানুষের পক্ষে সব বিষয়ে জ্ঞান রাখা প্রায় অসম্ভব। ধর্ম বিষয়ে আমার জ্ঞানের পরিমাণ খুবই সীমিত, ধর্মকে আমি আমার বেসিক নলেজ দিয়ে অবজার্ভ করার চেষ্টা করি, সে দৃষ্টিকোণ থেকে আগের যুগের মানুষকে আমার সত্যিই অনেক বোকা মনে হয় তা না হলে মধ্যযুগে পৃথিবীতে এত এত নবীর অবির্ভাব হতো না। আমাদের যুগে বা বার্তমান যুগে নতুন কোন নবীর আবির্ভাব হয় না, যদি হতো তাহলে তাদের কঠিন পরিক্ষার মধ্য দিয়ে যেতে হতো বলে আমার বিশ্বাস।

অন্তরদৃষ্টি ছাড়া জ্ঞানী মানুষ চেনা যায়না। - আমি মনে প্রাণে বিশ্বাস করি অন্তরদৃষ্টি একজন মানুষের জন্য খুবই গুরুত্বপুর্ণ তবে ব্যক্তি বিশেষে এই অন্তরদৃষ্টি ভিন্নভাবে প্রতিফলিত হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.