| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেলী বেলী
দূষণমুক্ত জীবনে বেঁচে থাকাটা খুব সুখের মনে হয়। এতটা সুখ বালিকা ভেবে রাখেনি কোনদিন।
শেষ বিকেলের ঘুম,
এখন থেকে তোকেও দিলাম ছুটি ।
এবার না হয় অন্য কোথাও
মন খারাপের হিসেব করিস ।
অন্য কোথাও শূন্য চোখে
শেষ বিকেলের মরণ দেখিস ।
অন্য কাউকে হতে বলিস হাহাকারের গুটি ।
শেষ বিকেলের ঘুম, তোরও হল ছুটি ।
১১ ই মে, ২০১৪ সকাল ১০:২৮
শেলী বেলী বলেছেন: অনেক ধন্যবাদ ।
২|
০৩ রা মে, ২০১৪ রাত ১২:৫১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ছন্দ ভাল লাগছে
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৪ রাত ১২:৩৯
নীলকথা বলেছেন: ভাল বেশ ভাল