| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি প্রকৃতি কিংবা অরণ্যে চরণ করে মনের প্রশান্তি খুঁজে পাইনা।
বরং তোমার সাথে কাটানো কিছুটা মুহুর্তই আমাকে আনন্দের সপ্তম চূড়ায় নিয়ে যায়।
তুমি হয়তো হেলেন কিংবা কোন গৃক দেবীর অনিচ্ছায় তাদের মত ছিটেফোঁটা রুপ ও পাওনি।
কিন্তু বিশ্বাস কর,তোমার একটু স্নিগ্ধ হাসির কাছে মোনালিসার হাসিও শ্রী~হারা মনে হয়।
ব্যাকুলতার সংঙ্গা জানতে চাতক পাখির উদাহরেণ কি দরকার!
তোমার সাথে ছোট্ট বিচ্ছেদ শেষে আমার চোখের দিকে একবার তাকিও।ব্যাকুলতার শ্রেষ্ঠ উদাহরণ তুমি এখানেই খুঁজে পাবে।
এই সামান্য ভালবাসাই হয়তো তোমাকে সুখে রাখার জন্য যথেষ্ঠ।
বলিহারি ভালবাসাটাকে কেবল একটু আঁকড়ে ধরে রেখ,এতেই চলবে।
২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৯
কৌরব কৌশিক (আহমেদ কৌশিক) বলেছেন: ধন্যবাদ।।
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব সুন্দর হয়েছে । ভাল লাগল। ধন্যবাদ।।