| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোর কি সেই দিনের কথা মনে
আছে??
যেই দিনে দুই জন লুকিয়ে লুকিয়ে দেখা
করতাম স্কুলের কোণায়।স্কুল
ছাড়লাম,কলেজও তোর কাছাকাছি
আমি।~~
কিন্তু তখন কিভাবে যে তুই অত সুন্দর হয়ে
উঠলি!!
তোর আশেপাশে কত~শত চাঁদ,আর আমি
যেন আঁধারের কোণে মিটমিট করে
জ্বলা এক নহ্মত্র।
এভাবে আরও কিছু দিন,অতঃপর নিজেই
বুঝে গেলাম তুই আর আমাকে দেখার জন্য
বিভিন্ন বাহানায় বাড়ি ছাড়তে
পারবিনা।কিভাবে দেখ আমি নিজেকে
সরিয়ে নিয়ে এলাম,এটা কি একবারও
তোর চোখে পড়েনি।
তোর চোখে যে আজ রঙ্গিণ চশমা।সে
চশমায় আমি আজ বিবর্ণ।আমি কিন্তু
আজও তোকে আড়াল থেকে দেখি।তুই
যখন রাতের বেলায় জানালার ধারে
মোমের আলোয় পড়িস তখন রাস্তায় এসে
পড়া তোর ছায়াতে হাত বুলিয়ে দিই।
আমি আজ এতেই সন্তুষ্ট কারণ তোর
চোখের চশমাটা যখন তুই খুলবি তখন ঔ
মায়াবী চোখ ঠিকই আমাকে চিনতে
পারবে,আমি কি ছিলাম তোর!!
# _____কৌশিক
©somewhere in net ltd.