| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফাল্গুণ নিয়ে তোর এত মাতামাতি!
কিভাবে বরণ করবি,কোন শাড়ি পড়বি__!!
কত শত চিন্তায়~
নানা পন্থায়~
সাজিয়ে নিজেকে,
তুই নাকি বসন্ত বরণ করলি__!!
কিন্তু চাইলেই তুই প্রতিটা দিনেই হয়তো বসন্তের সুঘ্রাণ পেতি,কারণ তোর জন্যেই আমার কিছু~কিছু দিন বসন্তের মত শুরু হয়।
আবার তোর কারণেই সেই একই বেলা আমার অবেলায় ঝড়ে যায়__!!
কি পেলি হে "মায়াবিনী ছায়া মানবী",আজ শাড়ি পড়ে??
কিছু ফুলের পাগল করা ঘ্রাণ,আর...আর কিছু ললুপ দৃষ্টি__!!
এ ছাড়াও আর কি কিছু পেয়েছিস??
কিন্তু আমার কাছে নিজেকে যদি আবদ্ধ করে~
কপট দিতি তুই পৃথিবীর তরে,
তাহলে হয়তো আমার জীবনে আজও বসন্তের আগমন ঘটতো।
এখানে তুই কৃত্রিম ঘ্রাণ যুক্ত টকটকে লাল গোলাপ না পেলেও,সীমাহীন ভালবাসার একটা গোটা বসন্তের নগরী~ই পেতি__!!
#__যে__নগরীর__একমাত্র__রাণী__তুই__তুই__এবং__তুই।
কিন্তু আমার নগরীটা যে নিতান্তই ছোট__!!
কিন্তু,সেখানে তোর জন্যই প্রতিনয়ত বসন্ত আসে__!!
তুই তো পৃথিবীর ছায়ামানবী,তাই কিভাবে তোকে এটকে রাখবো আমার ছোট্ট নগরীতে।
তুই~ই বল তা কি সম্ভব??
ভাল থাক পৃথিবীর ছায়ামানবী_!!
পরিশেষে,ভালবাসি তোকেই আমার বসন্ত রাজ্যের রাণী।
ইতি তোর "কৌরব"
©somewhere in net ltd.