নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বর্ণমালাগুলোও আজ হচ্ছে কেমন লক্ষ্মীছাড়া!

রুদ্ধদারে চেতনা বন্দি, স্বপ্নে শকুনীর ডানার গাঢ় অন্ধকারের সর্বগ্রাসী বেগবাণ স্রোতে দিশেহার দীপ্ত জোনাকির আলোর মিছিল! কুটীল দেবতার বর্বর চাল। অশুভশক্তির ক্রমশ হবে উত্থান। আমি অভিমন্ব, জন্ম থেকে জেনে আসা ভবিষ্যৎ এর নির্মম দ্রষ্টা, আমি সিসিফাস, দেবতার বিরুদ্

লক্ষ্মীছাড়া

রুদ্ধদারে চেতনা বন্দি, স্বপ্নে শকুনীর ডানার গাঢ় অন্ধকারের সর্বগ্রাসী বেগবাণ স্রোতে দিশেহার দীপ্ত জোনাকির আলোর মিছিল! কুটীল দেবতার বর্বর চাল। অশুভশক্তির ক্রমশ হবে উত্থান। আমি অভিমন্ব, জন্ম থেকে জেনে আসা ভবিষ্যৎ এর নির্মম দ্রষ্টা, আমি সিসিফাস, দেবতার বিরুদ্ধে আমৃত্যু চলে আমার চেষ্টা আমি ঈশ্বরের একমাত্র প্রতিদ্বন্দ্বি স্বর্গের প্রত্যাশা ছেড়ে তার মুখোমুখি আমি এমন জাতিয়তাবাদী, সতীত্ব রাখতে ভগবানের রক্ত দিয়ে খেলি হোলি আমি এমন বাঙ্গালী, আব্দুল হাকিমের মতো বলি তোদের জন্ম আমি না জানি।

লক্ষ্মীছাড়া › বিস্তারিত পোস্টঃ

একাই হবো নীলকন্ঠ মানব

২১ শে মে, ২০১৩ রাত ১১:৫৮

আমি ভুলে যাবো আমি ভুলেই যাবো

অতীতের সমস্ত দুঃসময়

ত্যাদর স্মৃতি গুলোকে ঘসে ঘসে মুছে দিবো ইরেজার দিয়ে

পতিত পাতাল থেকে ফিরে আসব মুহুর্তে

নিমিষেই পুনর্জন্ম হবে এক নতুন নীলকন্ঠ মানবের

জন্মেই যৌবন প্রাপ্তি ঘটবে আমাদের ক্ষয়িষ্ণু অতীত স্বপ্নগুলোর!

টুনটুনি আর চড়ুই কলোরবে আবার মুখর হবে আমাদের স্বপ্ন অঙ্গন,

ইচ্ছে করেই আমরা ভুলে যাবো, শাশ্বত নয় আমাদের এই থাকা পাশাপাশি!

আমাদের বাইরে আরেকটা ঘিন-ঘিনে অসভ্য সমাজ ব্যবস্থা বিদ্যমান,



আমরা এই ভাবে পরম পুলোকিত হবো,

হাতের উপর রেখে হাত ঠোটে রেখে ঠোট

কেটে যাবে আমাদের রাত আর তেজস্বী দূপুর!

...........................।

জানি আমাদের কিছুই হবে না

তুমিও আবার আসবেনা,

ঠোট থেকে ঠোটে করে আকন্ঠ উষ্ণতা নিতে ভরে!

কেবল আমিই পরিণত হবো এক ও অদ্বিতীয় নীলকন্ঠ মানবে!!

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৩ রাত ১২:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ ! অসাধারণ লাগলো !
ত্যাদর বানান টা কি ঠিক আছে ?

২২ শে মে, ২০১৩ রাত ১২:০৬

লক্ষ্মীছাড়া বলেছেন: ধন্য বাদ দিলাম। :P
ত্যাঁদর হবে ।

২| ২২ শে মে, ২০১৩ রাত ১২:২৩

মায়াবী ছায়া বলেছেন: ভাল লাগলো পড়ে ।

২২ শে মে, ২০১৩ রাত ১২:৩০

লক্ষ্মীছাড়া বলেছেন: ্জানানোর জন্য ধন্যবাদ দিলাম নিয়ে যান.।। :P

৩| ২২ শে মে, ২০১৩ রাত ১২:৩৩

রহস্যময়ী কন্যা বলেছেন: ++++++++++++
কবিতা ভাল লাগলো

২২ শে মে, ২০১৩ রাত ১২:৪৫

লক্ষ্মীছাড়া বলেছেন: ধন্য বাদ দিয়ে দিলাম। :P :P :P :P

৪| ২২ শে মে, ২০১৩ রাত ১২:৫০

মুহম্মদ ইফতেখার হোসেন বলেছেন: ভাল কবিতা এ সময়ের। একজন নয় অসংখ্য ণীলকন্ঠ দরকার আজ আমাদের এ দুঃসময়ের হাত থেকে দেশকে, মানুষকে বাঁচাবার জন্য। ধন্যবাদ কবিকে।

২২ শে মে, ২০১৩ রাত ১২:৫৮

লক্ষ্মীছাড়া বলেছেন: তবে আজ থেকে জন্ম নিক অসংখ্য নীলকন্ঠ মানব।

৫| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৫:১২

কান্ডারি অথর্ব বলেছেন:
অসাধারন ++++++

০২ রা জুন, ২০১৩ রাত ৩:১৯

লক্ষ্মীছাড়া বলেছেন: কান্ডারী অথর্বঃ দাদা জানানোর জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.