| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লক্ষ্মীছাড়া
রুদ্ধদারে চেতনা বন্দি, স্বপ্নে শকুনীর ডানার গাঢ় অন্ধকারের সর্বগ্রাসী বেগবাণ স্রোতে দিশেহার দীপ্ত জোনাকির আলোর মিছিল! কুটীল দেবতার বর্বর চাল। অশুভশক্তির ক্রমশ হবে উত্থান। আমি অভিমন্ব, জন্ম থেকে জেনে আসা ভবিষ্যৎ এর নির্মম দ্রষ্টা, আমি সিসিফাস, দেবতার বিরুদ্ধে আমৃত্যু চলে আমার চেষ্টা আমি ঈশ্বরের একমাত্র প্রতিদ্বন্দ্বি স্বর্গের প্রত্যাশা ছেড়ে তার মুখোমুখি আমি এমন জাতিয়তাবাদী, সতীত্ব রাখতে ভগবানের রক্ত দিয়ে খেলি হোলি আমি এমন বাঙ্গালী, আব্দুল হাকিমের মতো বলি তোদের জন্ম আমি না জানি।
ভাই শুনেন বেশি দামের জুতা আমারে দেখাইয়েন না; হঠাৎ পছন্দ হয়ে যাবে বিপদে পড়ে যাব,কিনতে পারবনা শুধু শুধু কষ্ট পাব!
কষ্ট করে হয় তো কিনেও ফেলতে পারি কিন্তু সেটা পড়ে ঠিক আরাম পাবনা!!
আরাম পাবেন না মানে? কি যে বলেন ভাই! জুতা পায়ে দিয়ে মনে হবে আপনি শ্যূনের মধ্যে হাটছেন!এতো হালকা! খুব ফিটিং হবে ভাই!
আরে ভাই আমি সেই আরামের কথা বলছিনা ,মানসিক আরামের কথা।যেমন ধরেন ,এখন বৃষ্টি বাদলের দিন,বৃষ্টি হলে আমার আবার মাথা থাকে না ঠিক,বৃষ্টি ভেজা আমার আবশ্যক কর্তব্য হয়ে পড়ে!আপনার জুতা পড়ে তো আমি ভিজতে পারবোনা ,বৃষ্টিতে ভিজতে হয়তো পারবো কিন্তু আগের মতো শান্তি পাবনা সারাক্ষন মনে হবে দামি জুতা পানি টানি লাগলে নষ্ট হয়ে যাবে!
যখন তখন দৌড়াতেও পারবনা, মনে হবে দৌড়ালে বোধহয় জুতাটা ছিড়ে যাবে তাড়াতাড়ি!
দামি জুতা!
জুতার উপরে বসতেও পারবনা আরাম করে!
বস্তুত এই দামি জুতার জন্য আমার স্বভাবিক জিবন যাপন বিপর্যস্ত হয়ে পড়বে বেশ ভালো ভাবেই।
সামান্য এক জুতার জন্য জীবন হেল হয়ে যাবে এবং সেটা মেনে নেওয়া আমার জন্য খুবই কষ্টসাধ্য ব্যপার!! মেনে নিতে পারিওনা!!
২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
লক্ষ্মীছাড়া বলেছেন: আল টাইম জুতার চিন্তা মাথায় ঘুরে ! মধ্য বিত্ত পরিবারে দামি জিনিস , অভিশাপের মত...
২|
২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৫
গোবর গণেশ বলেছেন: ভালোই বলেছেন। ঘটনা চরম বাস্তব। জুতা পছন্দ হলেই দাম কমপক্ষে চার হাজার বা আরো উপরে। ওইযে গ্যালারী এপেক্স আছে না? ওইখানে তো চামারের মতো গলাকাটা দাম লেইখ্যা রাখে। যাদের কাছে টাকা কোন ব্যাপার না তারা কিনুক। তারপরে ইনফিনিটি, হাশ-পাপিশ আরো কতো কি। গরুর দামে জুতা কিনতে হয়।
২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
লক্ষ্মীছাড়া বলেছেন: ভাই চিন্তা নিয়েছি সব জায়গায় খালি পায়েই চলা ফেরা করিবো
কোনো বাড়তি চিন্তা মাথায় থাকিবে না... আরাম করে যেকোনো জায়গায় নামিয়া যাওয়া যাইবে ।
৩|
২২ শে মে, ২০১৩ বিকাল ৪:১৫
বোকাসোকাবেস্ট বলেছেন: গরুর দামে জুতা কিনতে হয়....। হা হা হা..
২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
লক্ষ্মীছাড়া বলেছেন: ভাই কথা কিন্তু একেবারে মিছা না , গরু পাওয়া না গেলেও ছাগল পাওয়া যায়।
৪|
২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
কালোপরী বলেছেন: আহারে
২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
লক্ষ্মীছাড়া বলেছেন: মন খারাপ করিয়া আর কি হইবে , ইহা মানিয়া নিতে হইবেক !![]()
৫|
২২ শে মে, ২০১৩ রাত ১০:৫৯
কালোপরী বলেছেন: হুম আমি কিচ্ছু নিয়ে আফসোস করি না, আমি অল্পতেই খুশি থাকার চেষ্টা করি
২৩ শে মে, ২০১৩ রাত ৩:০৫
লক্ষ্মীছাড়া বলেছেন: এইটা ভালো, শান্তি আছে, তবে বিশেষ কিছু প্রাপ্তি নাই!
৬|
২৩ শে মে, ২০১৩ রাত ১২:১৮
পাকাচুল বলেছেন: আমার একজোড়া দামী জুতা আছে, গিন্নী গিফট করেছিলো হাসপাপিস থেকে, দাম ৫ অংকের কাছাকাছি।
সেই জুতা গত দেড় বছরে সর্বসাকুল্য ২০বার পড়েছি বলে মনে হয় না।
ধুলাবালি, পানিকে ভয় লাগে। ভিড়ে কেউ মাড়িয়ে দিলো কিনা, সেটা নিয়েও ভয় লাগে।
২৩ শে মে, ২০১৩ রাত ৩:০৭
লক্ষ্মীছাড়া বলেছেন: বুঝেন দাদা, কি অবস্থা, দামী জুতার খুব কম দামী টেনশন তৈরি করে লাইফ হেল করে দেয়।
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৩ বিকাল ৩:০৭
ম্রিয়মাণ বলেছেন: শুধু তাই নয়, এই জুতার কারণে মসজিদে একাগ্রচিত্তে নামাজও পড়া যায় না।