| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লক্ষ্মীছাড়া
রুদ্ধদারে চেতনা বন্দি, স্বপ্নে শকুনীর ডানার গাঢ় অন্ধকারের সর্বগ্রাসী বেগবাণ স্রোতে দিশেহার দীপ্ত জোনাকির আলোর মিছিল! কুটীল দেবতার বর্বর চাল। অশুভশক্তির ক্রমশ হবে উত্থান। আমি অভিমন্ব, জন্ম থেকে জেনে আসা ভবিষ্যৎ এর নির্মম দ্রষ্টা, আমি সিসিফাস, দেবতার বিরুদ্ধে আমৃত্যু চলে আমার চেষ্টা আমি ঈশ্বরের একমাত্র প্রতিদ্বন্দ্বি স্বর্গের প্রত্যাশা ছেড়ে তার মুখোমুখি আমি এমন জাতিয়তাবাদী, সতীত্ব রাখতে ভগবানের রক্ত দিয়ে খেলি হোলি আমি এমন বাঙ্গালী, আব্দুল হাকিমের মতো বলি তোদের জন্ম আমি না জানি।
হৃদয়টা পুরে খাক হয়েছে আগেই
আর তার চরের কোমল সবুজ গুল্মলতাবৃক্ষ রুপান্তর হয়েছে পরিশুদ্ধ ছাঁইয়ে
তুমি এখান থেকে কিছু ছাঁই তুলে নিতে পারো
দাঁত মাজার জন্য
তোমার দন্ত ইদানিং বেশ মলিন দেখাচ্ছে
চোখের জল শুকিয়েছে তারও আগে
তুমি অন্য কোনো মানবের অশ্রু দিয়ে সেরে নিতে পারো তোমার পরিষ্কার পরিচ্ছন্নাতার কাজ!
তোমার দুপাটির দন্ত গুলোকে আরো ধারালো করা দরকার
যেনো আক্রান্ত ব্যক্তি দ্রুত পেতে পারে নিস্তার...
©somewhere in net ltd.