নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বর্ণমালাগুলোও আজ হচ্ছে কেমন লক্ষ্মীছাড়া!

রুদ্ধদারে চেতনা বন্দি, স্বপ্নে শকুনীর ডানার গাঢ় অন্ধকারের সর্বগ্রাসী বেগবাণ স্রোতে দিশেহার দীপ্ত জোনাকির আলোর মিছিল! কুটীল দেবতার বর্বর চাল। অশুভশক্তির ক্রমশ হবে উত্থান। আমি অভিমন্ব, জন্ম থেকে জেনে আসা ভবিষ্যৎ এর নির্মম দ্রষ্টা, আমি সিসিফাস, দেবতার বিরুদ্

লক্ষ্মীছাড়া

রুদ্ধদারে চেতনা বন্দি, স্বপ্নে শকুনীর ডানার গাঢ় অন্ধকারের সর্বগ্রাসী বেগবাণ স্রোতে দিশেহার দীপ্ত জোনাকির আলোর মিছিল! কুটীল দেবতার বর্বর চাল। অশুভশক্তির ক্রমশ হবে উত্থান। আমি অভিমন্ব, জন্ম থেকে জেনে আসা ভবিষ্যৎ এর নির্মম দ্রষ্টা, আমি সিসিফাস, দেবতার বিরুদ্ধে আমৃত্যু চলে আমার চেষ্টা আমি ঈশ্বরের একমাত্র প্রতিদ্বন্দ্বি স্বর্গের প্রত্যাশা ছেড়ে তার মুখোমুখি আমি এমন জাতিয়তাবাদী, সতীত্ব রাখতে ভগবানের রক্ত দিয়ে খেলি হোলি আমি এমন বাঙ্গালী, আব্দুল হাকিমের মতো বলি তোদের জন্ম আমি না জানি।

লক্ষ্মীছাড়া › বিস্তারিত পোস্টঃ

এটা আশ্চর্য আর হৃদয় ভেঙ্গে যাওয়া কর্কশ কাব্যিক ঘটনা

০২ রা জুন, ২০১৩ রাত ৩:১২

এটা আশ্চর্য আর হৃদয় ভেঙ্গে যাওয়া কর্কশ কাব্যিক ঘটনা

তোমারে দেখি না আজ বছর দুই।

এর মধ্যে আমি চব্বিশটা ভরা পূর্ণিমা আর দুইটা মাতাল বসন্তের অপূর্ব সৌন্দর্য দেখেছি

দেখেছি গোলাপের বন্যায় ভেসে যাওয়া প্রেমিক প্রেমিকার আনন্দিত মুখোমন্ডলের উন্মাদ মনোরম দৃশ্য।

কিন্তু তোমার সৌন্দর্য !

এই অপার্থিব অনন্য অনুপম স্নিগ্ধ মুখ আমি দেখি না আজ বছর দুই।

তোমার ডান গালের কালো সূর্যটা আমি আর দেখি না...।

এই শীতল কৃষ্ণ সূর্যস্পর্শে আমি মুর্ছা যাই না আজ বছর দুই...।

তোমার আর কোনো খবরও পাই না!

এই শহরের শেষ কোন বৃক্ষ করাত কলে গেছে সে খবর আসে

তবুও তোমার কোনো খবর আসেনা !

আমির আলীর টবে লাগানো গোলাপ গাছে গোলাপ ধরে না আজ বছর দুই...

তবুও সে নিয়ম করে পরিচর্যা করে আর অপেক্ষা করে ...।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৩ রাত ২:১৬

রাইসুল নয়ন বলেছেন: ++++

০৯ ই জুন, ২০১৩ রাত ১:৫৬

লক্ষ্মীছাড়া বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.