নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বর্ণমালাগুলোও আজ হচ্ছে কেমন লক্ষ্মীছাড়া!

রুদ্ধদারে চেতনা বন্দি, স্বপ্নে শকুনীর ডানার গাঢ় অন্ধকারের সর্বগ্রাসী বেগবাণ স্রোতে দিশেহার দীপ্ত জোনাকির আলোর মিছিল! কুটীল দেবতার বর্বর চাল। অশুভশক্তির ক্রমশ হবে উত্থান। আমি অভিমন্ব, জন্ম থেকে জেনে আসা ভবিষ্যৎ এর নির্মম দ্রষ্টা, আমি সিসিফাস, দেবতার বিরুদ্

লক্ষ্মীছাড়া

রুদ্ধদারে চেতনা বন্দি, স্বপ্নে শকুনীর ডানার গাঢ় অন্ধকারের সর্বগ্রাসী বেগবাণ স্রোতে দিশেহার দীপ্ত জোনাকির আলোর মিছিল! কুটীল দেবতার বর্বর চাল। অশুভশক্তির ক্রমশ হবে উত্থান। আমি অভিমন্ব, জন্ম থেকে জেনে আসা ভবিষ্যৎ এর নির্মম দ্রষ্টা, আমি সিসিফাস, দেবতার বিরুদ্ধে আমৃত্যু চলে আমার চেষ্টা আমি ঈশ্বরের একমাত্র প্রতিদ্বন্দ্বি স্বর্গের প্রত্যাশা ছেড়ে তার মুখোমুখি আমি এমন জাতিয়তাবাদী, সতীত্ব রাখতে ভগবানের রক্ত দিয়ে খেলি হোলি আমি এমন বাঙ্গালী, আব্দুল হাকিমের মতো বলি তোদের জন্ম আমি না জানি।

লক্ষ্মীছাড়া › বিস্তারিত পোস্টঃ

অন্ধ তীরন্দাজের পদাবলী- ০১

০৯ ই জুন, ২০১৩ রাত ২:০১

প্রিয়তমা এবার দৃষ্টি ফেরাও

যে ফুলের দিকেই তুমি দৃষ্টি দাও সে ফুল আমার কষ্টজাত

যে নদীর জলস্রোতেই তুমি ভেজাবে পা

সে জলে আমার অশ্রু আছে প্রবাহিত।

প্রিয়তমা এবার দৃষ্টি ফেরাও

পৃথিবীর যে কবিতাই তুমি আজ পড় তাতে বিধৃত হয়েছে আমার একান্ত কষ্ট।

আজ পৃথিবী যে প্রেমিকের চোখেই তুমি তাকাও

তাঁর মনিতে গেঁথে আছে আমার টলমল দুরুহতম অসহ্য কষ্ট!

প্রিয়তমা এবার দৃষ্টি ফেরাও...।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:

+++

০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:৩০

লক্ষ্মীছাড়া বলেছেন: ত্রিপ্লাসের জন্য ধন্যবাদ দাদা।

২| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:১০

নির্ণায়ক বলেছেন: অসাধারন.......

০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:৩২

লক্ষ্মীছাড়া বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.