নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বর্ণমালাগুলোও আজ হচ্ছে কেমন লক্ষ্মীছাড়া!

রুদ্ধদারে চেতনা বন্দি, স্বপ্নে শকুনীর ডানার গাঢ় অন্ধকারের সর্বগ্রাসী বেগবাণ স্রোতে দিশেহার দীপ্ত জোনাকির আলোর মিছিল! কুটীল দেবতার বর্বর চাল। অশুভশক্তির ক্রমশ হবে উত্থান। আমি অভিমন্ব, জন্ম থেকে জেনে আসা ভবিষ্যৎ এর নির্মম দ্রষ্টা, আমি সিসিফাস, দেবতার বিরুদ্

লক্ষ্মীছাড়া

রুদ্ধদারে চেতনা বন্দি, স্বপ্নে শকুনীর ডানার গাঢ় অন্ধকারের সর্বগ্রাসী বেগবাণ স্রোতে দিশেহার দীপ্ত জোনাকির আলোর মিছিল! কুটীল দেবতার বর্বর চাল। অশুভশক্তির ক্রমশ হবে উত্থান। আমি অভিমন্ব, জন্ম থেকে জেনে আসা ভবিষ্যৎ এর নির্মম দ্রষ্টা, আমি সিসিফাস, দেবতার বিরুদ্ধে আমৃত্যু চলে আমার চেষ্টা আমি ঈশ্বরের একমাত্র প্রতিদ্বন্দ্বি স্বর্গের প্রত্যাশা ছেড়ে তার মুখোমুখি আমি এমন জাতিয়তাবাদী, সতীত্ব রাখতে ভগবানের রক্ত দিয়ে খেলি হোলি আমি এমন বাঙ্গালী, আব্দুল হাকিমের মতো বলি তোদের জন্ম আমি না জানি।

লক্ষ্মীছাড়া › বিস্তারিত পোস্টঃ

সবুজ সঙ্গম

১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৪

দিগন্তে সবুজ সন্ত্রাস

আর আকাশ জুড়ে মেঘ-রুদ্দুরের লুকোচুরি কোমল অপ্সরীর অবিশ্রান্ত আনাগুনা

সবুজের দুর্বীনিত আহ্বান;

এমন দুর্লভ স্পর্ধার ধারক হবে

আজ কোন আকাশাপ্সরী ?

মিলিত হবে না দিগন্তে সবুজের সাথে অনিন্দ্য সঙ্গমে ?

চির কুমারী আজ স্বেচ্ছায় খুলে দিবে

শাড়ীর সমস্ত ভাঁজ তার গীরি উপত্যকায় বয়ে যাবে

শাশ্বত সুখের শিশির প্রপাত।

সিক্ত হবে সবুজ আর কর্ষিত হবে জন্ম অকর্ষিত উর্বর ভুমি!

এখানে কোন বর্বর খুঁজে পাবে পাপাচার?

যদি খুঁজে পায় তবে ;

ঈশ্বরের সাথে সঙ্গম হয়েছিলো কার ?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

মাহতাব সমুদ্র বলেছেন: বাহ! আমি একজন কবিতা পাঠক। ভাওলো হয়েছে। কন্টিনিউ করবেন। ধন্যবাদ।

১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

লক্ষ্মীছাড়া বলেছেন: আপনি কবিতার পাঠক জেনে আনন্দিত!
আমার ধারণা ছিলো মানুষ এখন আর কবিতা পড়ে না । বিশেষ করে অর্বাচীন কবিদের কবিতা।

২| ১২ ই জুন, ২০১৩ রাত ১:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:


+++

২৮ শে জুন, ২০১৩ রাত ২:১৮

লক্ষ্মীছাড়া বলেছেন: ধন্যবাদ কান্ডারী দাদা,






আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.