| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লক্ষ্মীছাড়া
রুদ্ধদারে চেতনা বন্দি, স্বপ্নে শকুনীর ডানার গাঢ় অন্ধকারের সর্বগ্রাসী বেগবাণ স্রোতে দিশেহার দীপ্ত জোনাকির আলোর মিছিল! কুটীল দেবতার বর্বর চাল। অশুভশক্তির ক্রমশ হবে উত্থান। আমি অভিমন্ব, জন্ম থেকে জেনে আসা ভবিষ্যৎ এর নির্মম দ্রষ্টা, আমি সিসিফাস, দেবতার বিরুদ্ধে আমৃত্যু চলে আমার চেষ্টা আমি ঈশ্বরের একমাত্র প্রতিদ্বন্দ্বি স্বর্গের প্রত্যাশা ছেড়ে তার মুখোমুখি আমি এমন জাতিয়তাবাদী, সতীত্ব রাখতে ভগবানের রক্ত দিয়ে খেলি হোলি আমি এমন বাঙ্গালী, আব্দুল হাকিমের মতো বলি তোদের জন্ম আমি না জানি।
স্বর্গ থেকে নেমে এসো হে , সৌন্দর্যের দেবী
প্রবাহিত হও আমাদের গাঢ় গভির ব্যপক অসুন্দরের মাঝে
মর্ত্যে?
মর্ত্যে তবুও থাকে সবুজ সৌন্দর্য!
নেমে এসো আমাদের অতলান্তিক অন্ধকার হৃদয় পাতালে
এখানে খড়া কবলিত তোমার সৌন্দর্যের ধারক!
প্রবাহীত হও , অন্ধকার থেকে অন্ধকারে
তুমি নেমে যাও পাতাল ধরে ...
অশুভ দেবতারে আর কর নাকো ভয়
নেমে এসো, জয় করে তারে
সৌন্দর্যের শুভ্র প্রতিক গেঁথে দিয়ে মানব-মানবীর অন্তরে
তুমি চলে যেতে পারো, তোমার চিরায়ত আসনে
অথবা
থেকে যেতে পারো কোনো মানবেরে ভালবেসে!
স্বর্গ থেকে নেমে এসো হে , সৌন্দর্যের দেবী
প্রবাহিত হও আমাদের গাঢ় গভির ব্যপক অসুন্দরের মাঝে।
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:১৮
লক্ষ্মীছাড়া বলেছেন: দাদা, ধন্যবাদ,
আপনার জন্য শুভকামনা ,
-----------------------------------
ভালোবাসি যা আমি করি লালন
ভালোবাসি যার আমি হয়েছি কারণ।
২|
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৫৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব সুন্দর! আপনার কবিতাগুলো পড়েছি। চমৎকার লিখেন আপনি।!!!
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:২৪
লক্ষ্মীছাড়া বলেছেন: ধন্যবাদ , জেনে আনন্দিত,
কেউ কবিতা পড়ে দেখলেই কেমন জানি ভালো লাগে। সাথে থাকবেন।
৩|
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার ++
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:২৬
লক্ষ্মীছাড়া বলেছেন: ধন্যবাদ দাদা, ভালো থাকার শুভকামনা ।
৪|
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০০
একজন আরমান বলেছেন:
দুর্দান্ত।
১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৮
লক্ষ্মীছাড়া বলেছেন: ধন্যবাদ দাদা, সাথে থাকবেন।
ভালো থাকার শুভ কামনা ।
৫|
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০২
আমিনুর রহমান বলেছেন:
অসাধারণ ও অনন্য +++
কেমন আছেন ব্রাদার?
১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৯
লক্ষ্মীছাড়া বলেছেন:
ধন্যবাদ দাদা,
যেহেতু ভালো থাকার কথা জিজ্ঞেস করেছেন তাই, ভালো আছি,
আপনার কুশল জানাবেন .।
৬|
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৭
সুমন কর বলেছেন: সুন্দর!!!
১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০০
লক্ষ্মীছাড়া বলেছেন: ধন্যবাদ, দাদা, ভালো থাকার পাশে থাকার শুভ কামনা .।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:১১
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার ! মুগ্ধপাঠ !