| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লক্ষ্মীছাড়া
রুদ্ধদারে চেতনা বন্দি, স্বপ্নে শকুনীর ডানার গাঢ় অন্ধকারের সর্বগ্রাসী বেগবাণ স্রোতে দিশেহার দীপ্ত জোনাকির আলোর মিছিল! কুটীল দেবতার বর্বর চাল। অশুভশক্তির ক্রমশ হবে উত্থান। আমি অভিমন্ব, জন্ম থেকে জেনে আসা ভবিষ্যৎ এর নির্মম দ্রষ্টা, আমি সিসিফাস, দেবতার বিরুদ্ধে আমৃত্যু চলে আমার চেষ্টা আমি ঈশ্বরের একমাত্র প্রতিদ্বন্দ্বি স্বর্গের প্রত্যাশা ছেড়ে তার মুখোমুখি আমি এমন জাতিয়তাবাদী, সতীত্ব রাখতে ভগবানের রক্ত দিয়ে খেলি হোলি আমি এমন বাঙ্গালী, আব্দুল হাকিমের মতো বলি তোদের জন্ম আমি না জানি।
রাস্তার দু'পাশে চন্দ্রমল্লিকার মতো সারি সারি
অবাধ্য উচ্ছ্বল সীতার সমাবেশ,
কৃষ্ণচূড়ার লাল তাঁদের ঠোটে
চালতাফুলের শুভ্রতা শরীরজুড়ে
তাঁদের কমনা সিক্ত দৃষ্টি কবি তোমার দিকে
তুমি পাশ ফিরে তাকালে না
ছুঁয়ে দেখলে না তাদের বুকে কেমন রুদ্র ঝরে ।
তোমার উস্কখোস্ক চুল বারবার বাতাসে গেছে উরে তাদের দিকে
মন্ত্রমুগ্ধ আবেশে ; তুমি ফিরেও তাকালে না ।
চন্দ্রমল্লিকারা ঢলে পড়ে বিবর্ণ মলিন হয় কৃষ্ণচূড়া
আর তোমার চোখে ঝরে পড়া শিউলীতলার সৌন্দর্য গেঁথে থাকে
পাহাড়ি প্রজাপতির বাহারি ডানার স্বপ্নের মতো,
০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:৪২
লক্ষ্মীছাড়া বলেছেন: ধন্যবাদ দাদা,
।
ভালো থাকার শুভিকামনা।
২|
০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
+++
০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৪
লক্ষ্মীছাড়া বলেছেন: থ্রী প্লাস এর জন্য ধন্যবাদ কান্ডারী।
ভালো থাকার শুভকামনা ।
৩|
০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতায় প্রথম ভাল লাগা।
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:১১
লক্ষ্মীছাড়া বলেছেন: ধন্যবাদ দাদা ভালো লাগা প্রকাশের জন্য,
ভালো থাকার শুভকামনা
পাশে থাকার শুভকামনা ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৫:০৩
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর!