| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লক্ষ্মীছাড়া
রুদ্ধদারে চেতনা বন্দি, স্বপ্নে শকুনীর ডানার গাঢ় অন্ধকারের সর্বগ্রাসী বেগবাণ স্রোতে দিশেহার দীপ্ত জোনাকির আলোর মিছিল! কুটীল দেবতার বর্বর চাল। অশুভশক্তির ক্রমশ হবে উত্থান। আমি অভিমন্ব, জন্ম থেকে জেনে আসা ভবিষ্যৎ এর নির্মম দ্রষ্টা, আমি সিসিফাস, দেবতার বিরুদ্ধে আমৃত্যু চলে আমার চেষ্টা আমি ঈশ্বরের একমাত্র প্রতিদ্বন্দ্বি স্বর্গের প্রত্যাশা ছেড়ে তার মুখোমুখি আমি এমন জাতিয়তাবাদী, সতীত্ব রাখতে ভগবানের রক্ত দিয়ে খেলি হোলি আমি এমন বাঙ্গালী, আব্দুল হাকিমের মতো বলি তোদের জন্ম আমি না জানি।
সবুজ মাঠের 'পরে জোছনার আহ্লাদ জড়ানো ঘাসে
দু'পা ছড়িয়ে তুমি আর বসো না দক্ষিন বাতাসে।
সুখ জড়ানো স্বপ্ন কি তবে গেছে উপচে পড়া শ্যাওলাধরা জলের স্রোতে ?
আধার নাকি এসেছিলো আলোর রুপে চোখ ধাঁধাঁতে ? এসেছিলো চোখ ধাঁধাঁতে ?
ল্যাম্পপোস্টের বাতিও নিভেছিলো ঘুটঘুটে অন্ধকারে , নিভেছিলো নাকি ঘোর অমাবস্যাতে ?
হাতে মুঠোয় পেয়েছিলে খড়খুটো, উঠেছিলে উদ্বাস্তু শিবিরে ?গিয়েছিলে প্লাবনজলে ভেলাতে ভেসে ?
নিয়েছো কি গাঁন্দারীর দুক্ষ এক নিমিষে তুলে বুকে ?
স্বপ্ন ভাঙ্গার সুখ কেমন বলো তবে ?
২|
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৩
লক্ষ্মীছাড়া বলেছেন: ধন্যবাদ দাদ। ভালো থাকার শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: