নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বর্ণমালাগুলোও আজ হচ্ছে কেমন লক্ষ্মীছাড়া!

রুদ্ধদারে চেতনা বন্দি, স্বপ্নে শকুনীর ডানার গাঢ় অন্ধকারের সর্বগ্রাসী বেগবাণ স্রোতে দিশেহার দীপ্ত জোনাকির আলোর মিছিল! কুটীল দেবতার বর্বর চাল। অশুভশক্তির ক্রমশ হবে উত্থান। আমি অভিমন্ব, জন্ম থেকে জেনে আসা ভবিষ্যৎ এর নির্মম দ্রষ্টা, আমি সিসিফাস, দেবতার বিরুদ্

লক্ষ্মীছাড়া

রুদ্ধদারে চেতনা বন্দি, স্বপ্নে শকুনীর ডানার গাঢ় অন্ধকারের সর্বগ্রাসী বেগবাণ স্রোতে দিশেহার দীপ্ত জোনাকির আলোর মিছিল! কুটীল দেবতার বর্বর চাল। অশুভশক্তির ক্রমশ হবে উত্থান। আমি অভিমন্ব, জন্ম থেকে জেনে আসা ভবিষ্যৎ এর নির্মম দ্রষ্টা, আমি সিসিফাস, দেবতার বিরুদ্ধে আমৃত্যু চলে আমার চেষ্টা আমি ঈশ্বরের একমাত্র প্রতিদ্বন্দ্বি স্বর্গের প্রত্যাশা ছেড়ে তার মুখোমুখি আমি এমন জাতিয়তাবাদী, সতীত্ব রাখতে ভগবানের রক্ত দিয়ে খেলি হোলি আমি এমন বাঙ্গালী, আব্দুল হাকিমের মতো বলি তোদের জন্ম আমি না জানি।

লক্ষ্মীছাড়া › বিস্তারিত পোস্টঃ

অতীত বিষয়ক

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০২





এবং শঙ্খচিলেরা যে শুভ্র পালক ফেলে গেছে তোমার স্মৃতির উদ্দেশ্যে

তা আমি কুড়াইনি অতিন্দ্রীয়ভাবে

এবং যে সমুদ্রপাড়ে তারা আবাস গড়ে তার সবটুকু জুড়ে চিতাজ্বালি

যার জ্বালানি তোমার অফুরন্ত বাষ্পীয় বারুদ স্মৃতি !

এবং শঙ্খচিলেরা যে শুভ্র পালক ফেলে গেছে তোমার স্মৃতির উদ্দেশ্যে

তা আমি কুড়াইনি...।







একটা বক পাখি উড়ে গেলো, গেলো?

না না একটা বেগুণি গাঙ্গচিল, বেগুণি?

নাহ, ধূয়াটে নীল, ধূয়াটে নীল?

না, গোধূলি রঙএর সামিল, সামিল?

কেমন?

নিরব এবং ধ্যানী,

সড়কের পরে যে শনপাটের স্বপ্ন ছাউনী তার মতন ।

বকপাখি তবে গেলই?

না , গাঙচিল, যার পদ চিহ্ন আঁকে সমুদ্র ঢেউ ফেনীল।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মুগ্ধপাঠ! প্রথমটা অনেক ভালো লেগেছে।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:১৩

লক্ষ্মীছাড়া বলেছেন: উত্তর দিতে বেশ দেরী হয়ে গেলো বলে দুঃখিত,

মতামতের জন্য ধন্যবাদ নিবেন, দাদা,
সাথে থাকার আমন্ত্রন

২| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ২:১২

অবিনাশী অন্ধকার বলেছেন: দারুন । আমি মুগ্ধ । :) :)

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:১৫

লক্ষ্মীছাড়া বলেছেন:
মুগ্ধতা প্রকাশের জন্য ধন্যবাদ দাদা, সাথে থাকার আমন্ত্রন,

উত্তর দিতে দেরী হয়ে গেলো বলে দুঃখিত,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.