নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বর্ণমালাগুলোও আজ হচ্ছে কেমন লক্ষ্মীছাড়া!

রুদ্ধদারে চেতনা বন্দি, স্বপ্নে শকুনীর ডানার গাঢ় অন্ধকারের সর্বগ্রাসী বেগবাণ স্রোতে দিশেহার দীপ্ত জোনাকির আলোর মিছিল! কুটীল দেবতার বর্বর চাল। অশুভশক্তির ক্রমশ হবে উত্থান। আমি অভিমন্ব, জন্ম থেকে জেনে আসা ভবিষ্যৎ এর নির্মম দ্রষ্টা, আমি সিসিফাস, দেবতার বিরুদ্

লক্ষ্মীছাড়া

রুদ্ধদারে চেতনা বন্দি, স্বপ্নে শকুনীর ডানার গাঢ় অন্ধকারের সর্বগ্রাসী বেগবাণ স্রোতে দিশেহার দীপ্ত জোনাকির আলোর মিছিল! কুটীল দেবতার বর্বর চাল। অশুভশক্তির ক্রমশ হবে উত্থান। আমি অভিমন্ব, জন্ম থেকে জেনে আসা ভবিষ্যৎ এর নির্মম দ্রষ্টা, আমি সিসিফাস, দেবতার বিরুদ্ধে আমৃত্যু চলে আমার চেষ্টা আমি ঈশ্বরের একমাত্র প্রতিদ্বন্দ্বি স্বর্গের প্রত্যাশা ছেড়ে তার মুখোমুখি আমি এমন জাতিয়তাবাদী, সতীত্ব রাখতে ভগবানের রক্ত দিয়ে খেলি হোলি আমি এমন বাঙ্গালী, আব্দুল হাকিমের মতো বলি তোদের জন্ম আমি না জানি।

লক্ষ্মীছাড়া › বিস্তারিত পোস্টঃ

একটি আত্মহত্যার খবর ও একজন খুনী

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:২৩





এই পাড়ায় শেষ কবে কে আত্মহত্যা করেছে, তার খবর আমি জানি না

প্রথম কে আত্মহত্যা করেছে তার খরব যে জানি তাও না

প্রথম এবং শেষ এর মধ্যে কারা আত্মহত্যা করেছে তাদের কথাও আমি জানি না



মূলত এই পাড়ার মৃত্যুর খবর আমি রাখি না




বাতাসে আমি একটি আত্মহত্যার খবর পাই, এই খবর কেউ হয়তো চড়ূইয়ের পায়ে বেঁধে দিয়েছিলো বিশেষ কারো উদ্দেশ্যে, চিঠি ভুল ঠিকানায় এসে পৌছোলে , আমি প্রাপকের ভূমিকায় অবতীর্ণ হই, আগ্রহী প্রাপকের ভূমিকা পালনে প্রস্তুত হই, আমার মায়া হয় বিশেষ কারো জন্য, এই চিঠি আমি খুটিয়ে খুটিয়ে দেখে একটা বিষয় নিশ্চিত হই যে এটি কোনো শারীরিক আত্মহত্যার খবর নয়,

তখন আমার মনে পড়ে, বহু আগে পড়া কোনো উপন্যাসের নায়ইকার আত্মিক মৃত্যুর কথা ,

এবং মনে পড়ে, শারীরিক মৃত্যুর চেয়ে আত্মিক মৃত্যু ভয়াবহ, তার কথা,

ভীতরে একটা কেমন হাহাকারের জন্ম হয়, এবং আদিম রক্তের খুনী চরিত্র মাথাচাড়া দিয়ে উঠে , খুনী হওয়ার প্রবনাতা প্রবল থেকে প্রবলতম হলে আমি আত্মহননকারীর খুঁজ নিতে আমার নবাবী দাঁড়কাক কে পাঠাই, আমি জানি সেই কেবল নির্ভুলতম খবর এনে দিতে পারে , এবং এনে দেয়...।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুণ লাগলো।

সুনীল সাইফুল্লাহ'র বিস্ময়কর কিংবা হতবাক করে দেওয়া ঘোষণা মনে আসে,
'ঠিক তিন বছর পর আত্মহত্যা করে যাবো আমি।'

২| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৯

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৬

লেখোয়াড় বলেছেন:
সুন্দর। পরিচ্ছন্ন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.