নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বর্ণমালাগুলোও আজ হচ্ছে কেমন লক্ষ্মীছাড়া!

রুদ্ধদারে চেতনা বন্দি, স্বপ্নে শকুনীর ডানার গাঢ় অন্ধকারের সর্বগ্রাসী বেগবাণ স্রোতে দিশেহার দীপ্ত জোনাকির আলোর মিছিল! কুটীল দেবতার বর্বর চাল। অশুভশক্তির ক্রমশ হবে উত্থান। আমি অভিমন্ব, জন্ম থেকে জেনে আসা ভবিষ্যৎ এর নির্মম দ্রষ্টা, আমি সিসিফাস, দেবতার বিরুদ্

লক্ষ্মীছাড়া

রুদ্ধদারে চেতনা বন্দি, স্বপ্নে শকুনীর ডানার গাঢ় অন্ধকারের সর্বগ্রাসী বেগবাণ স্রোতে দিশেহার দীপ্ত জোনাকির আলোর মিছিল! কুটীল দেবতার বর্বর চাল। অশুভশক্তির ক্রমশ হবে উত্থান। আমি অভিমন্ব, জন্ম থেকে জেনে আসা ভবিষ্যৎ এর নির্মম দ্রষ্টা, আমি সিসিফাস, দেবতার বিরুদ্ধে আমৃত্যু চলে আমার চেষ্টা আমি ঈশ্বরের একমাত্র প্রতিদ্বন্দ্বি স্বর্গের প্রত্যাশা ছেড়ে তার মুখোমুখি আমি এমন জাতিয়তাবাদী, সতীত্ব রাখতে ভগবানের রক্ত দিয়ে খেলি হোলি আমি এমন বাঙ্গালী, আব্দুল হাকিমের মতো বলি তোদের জন্ম আমি না জানি।

লক্ষ্মীছাড়া › বিস্তারিত পোস্টঃ

নামকরণ

১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৩

জনক হিসেবে আমি অন্তর্মুখী, এতোটাই অন্তর্মুখী যে তাকে মানে সন্তানকে নিয়ে আমি প্রকাশ্যে আসতেও কুন্ঠা বোধ করি, খুব বেশি উদার হয়ে তাকে নিয়ে ঘাট পর্যন্ত যেতে পারি বাজার পর্যন্ত নয়। সন্তান নিয়ে আমি উদ্বিগ্ন, উদ্বিগ্ন তার কোনো প্রকার সাফল্য সফলতা নিয়ে নয় , আমি উদ্বিগ্ন তার গঠনের পক্কতা নিয়ে । অপক্ক জনকের আপাত পক্ক সন্তানের বাজার মুখী হবার আগেই একটি নাম দিয়ে পিতার প্রাথমিক কাজ দেরীতে হলেও সম্পন্ন করেছি। বিগত কয়েক বছর ধরে শুধু সন্তানের নামই খোঁজেছি। যদিও আমি মনে করি পরিপক্কতা অর্জনের পরেই নাম রাখা উচিৎ। আপাত পক্ক ছেলে যেহেতু বাজারমুখী হতেই চায় তাই চরিত্র বিশ্লেষণ পূর্বক একটি নাম প্রদান পিতৃকর্তব্য হিসেবে গ্রহণ করেছি। অনেক খোঁজা-খুঁজির পরে সন্তানের জন্য যে নাম নির্ধারণ করেছি সেই নাম অন্তর্মুখী পিতা আজ আনন্দের সাথে প্রকাশ করছি, সন্তানের নাম রেখেছি,

"পয়গম্বর দিগম্বর"

কোন এক বাজারবারে সন্তান হয়তো এই নাম নিয়ে উপস্থিত হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.