নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরজা খোলা আছে, চলে আসুন

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

লাল দরজা

"ও আমার উড়াল পঙ্খিরে, যা যা রে উড়াল দিয়া যা..." পাগলা কিছিমের মানুষ কোন ইষ্টিশন নাই, গাইল জানি কিন্তু গাইল পাড়ি না। দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

লাল দরজা › বিস্তারিত পোস্টঃ

মনে পড়ে মন্ট্রিয়ল...

২২ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:০২

১৯৯১ সালের কথা। আমি তখন মন্ট্রিয়লে থাকতাম। বিদেশ জীবনের শুরুর দিকে তখন আমাদের জীবন জুড়ে শুধু আড্ডাবাজি। না কোন ই-মেইল না কোন মোবাইল ফোন! জীবন তখন খুব সহজ সরল। তখনো আমরা হাতে চিঠি লিখতাম। টেলিফোনে কথা বললে মিনিট প্রতি কল চার্জ ছিল তিন ডলার। বিশ বছরের ব্যাবধানে জীবন আজ কোথায় চলে গেছে! এখন ফোনে কথা বলতে মিনিট প্রতি খরচ হয় ২/৪ সেন্ট। পার্থক্যই বটে!



যা লিখছিলাম, একানব্বুইয়ের সামার শেষ হয়ে গেছে তখন। চারিদিকে পাতাঝরা বিষন্ন সময়। আমাদের তখন বিষন্নতাও ভালো লাগে। সুখে থাকলেও পার্টি করি অসুখে থাকলেও পার্টি করি! মন্ট্রিয়ল ডাউনটাওনের আগে প্রিন্স আর্থার স্ট্রীটের আশেপশের কোথাও থাকত আমাদের এক বান্ধবী। আমার এক বন্ধুর সাথে যার ছিল যুদ্ধবিগ্রহ সম্পর্ক। কত সন্ধ্যায় বান্ধবীর এপার্টমেন্টের দোতলা'র লোহার বেলকনিতে বসে করেছি জীবনের উথালপাথাল গল্প! আমরা তখন ডুমরিয়ার রেগুলার সিগারেট টানতাম...



এমন কত সন্ধ্যায় আড্ডা শুরু হয়েছে হয়ত এক জন দু'জন করে ভোর হতে হতে সেই আড্ডা আর আড্ডা থাকত না রূপনিত একদল বন্ধুবান্ধবের চরম পার্টিতে। ভোর হতে হতে কেউ হয়ত সোফার চিপায়, কেউ বেলকনিতে, কেউ করিডোরে পরে ঘুম দিতাম! কেউ কেউ তখনও বাডওয়াইজারের গলা টিপে চালিয়ে যেত আড্ডা। যেনো জীবন ফুরাবে তবু আড্ডা ফুরাবে না!





এমনও অনেক রাত ছিল আমাদের যখন আমরা সরা রাত হেটে বেড়াতাম মন্ট্রিয়ল শহর। কোন সস্তা পাবে ঢুকে পেট ভরে টানতাম ড্রাফ্ট বীয়ার। খিদে পেলে রাস্তার দোকান থেকে কিনে খেতাম নাইন্টি নাইন সেন্ট এর স্লাইস পিজ্জা। ডাউন টাওনে পেলেস দ্যেজ আর্টস এর সিড়িতে বসে ডুমরিয়ার রেগুলার ফুকতে ফুকতে দুনিয়ার রাজা উজির মারতাম। ইচ্ছে হলে হাটা দিতাম চায়না টাউন পেরিয়ে পুরোনো মন্ট্রিয়লের নদীর ঘাটে।



এক বিকেলে আমার এক বন্ধুর ভাই জাহাজের নাবিক গ্রীস থেকে জাহাজ নিয়ে ওল্ড মন্ট্রিয়লে এক রাতের জন্য নোঙ্গর করলে আমরা তাকে আনতে ওল্ড পোর্টে যাই। সে রাতে আমি আমার বন্ধু আর তার ভাই ও আমাদের সেই বান্ধবী সারারাত শহরময় ঘুরে বেরিয়েছিলাম। ভোরবেলা যখন বন্ধুর ভাইটি জাহাজে ফিরে যায় তখন ভেবে খুব অবাক লেগেছিল, কি অদ্ভুত এ জীবন মানুষের! আজ যেখানে বসে দু'দন্ড জিরিয়ে গেল এই অগুন্তুক হয়ত সে আর ফিরবে না কখনো এই বন্দরে! পৃথিবীর কত সহস্র জনপদে কত মানুষের বসবাস, আমরা এই এক জীবনে তার কতটুকুই বা জানি! কতটুকুই বা দেখে যেতে পারি? তবুও মানুষ নিয়ত ঘর ছেড়ে বের হয় অজানার খঁোজে। এক জীবনে তার কতটুকুরইবা সে নাগাল পায়!



সে রাত পেরুনো সকালের অনুভুতি নিয়ে ১৯৯৯ সালে আমি ছোট্ট একটা ছবি তৈরি করতে চেষ্টা করেছিলাম। নাম, 'সুপ্রভাত মন্ট্রিয়ল'। তেমন আহামরি কিছু নয়। কাগজে না লিখে কিছু অনুভূতি ছবি দিয়ে লেখার চেষ্ট করেছিলাম। অনেক দিন বাদে ছবিটা দেখে কুড়ি বছর আগের কত যে স্মৃতি মনে এল...





ছবিটি ২০০০ সালের শুরুতে ন্যাশনাল ফিল্ম বোর্ড অব কানাডার মন্ট্রিয়ল থিয়েটারে প্রথম প্রদর্শিত হয়। ২০০৭ সালের ভ্যালেন্টাই ডে তে 'সুপ্রভাত মন্ট্রিয়ল' এসটিভি ইউএসএ তে প্রচারিত হয়েছিল। এখন দেখা যাচ্ছে বিদেশ টিভি তে। সম্প্রতি আমার ইউটিউব একাউন্টে আমি আপলোড করে রেখেছি। এই ব্লগে সেটি শেয়ার করে রাখলাম।

মন্তব্য ৬০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:১৩

দারাশিকো বলেছেন: চমৎকার লিখেছেন তো
প্রত্যেকটা সিনেমার পেছনেই আরেকটা সিনেমা থাকে, তাই না?

২২ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:২৭

লাল দরজা বলেছেন: আমার কাছে ত পুরা জীবনটারেই সিনেমার মত লাগে! :)

২| ২২ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩০

আলী আরাফাত শান্ত বলেছেন: আমারো খুব মনে পড়ে কারন আমার বড় ভাই থাকে মন্ট্রিলে গত ১ বছর ধরে মেইল আর ফোনই যোগাযোগের এক মাত্র উপায়:(

২২ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৪১

লাল দরজা বলেছেন: আরে তাই না কি! গুড গুড। মন্ট্রিয়ল আমার স্মৃতির শহর...

৩| ২২ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৯

অনর্গল বলেছেন: মন্ট্রিয়াল আমার খুব ভালো লাগে। বিশেষ করে ওল্ড সাইড টা তো একদম ইউরোপ। মন্ট্রিয়াল নিয়ে আমারও অনেক স্মৃতি আছে। হাতে গোণা যে শহরগুলো আমার কাছে ভালো লেগেছে তার মধ্যে মন্ট্রিয়াল অন্যতম।

২২ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫২

লাল দরজা বলেছেন: অারে বাহ্, মন্ট্রিয়লকে দেখি অনেকেরই নানা ভাবেই মনে পড়ে! জেনে ভাল লাগল। লিংন্কটায় যেয়ে ছবিটা দেখতে পারেন পুরোনো শহরের অনেক শট আছে। ওল্ড মন্ট্রিয়ল খুব প্রিয় একটি জায়গা ছিল।

৪| ২২ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৩

কীির্তমান বলেছেন: টরন্টোয় ৯ দিন আর অটোয়ায় ১ দিন ছিলাম গত বছর। আবার গেলে অবশ্যই মন্ট্রিল যাবো...।

২২ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৬

লাল দরজা বলেছেন: অব্যশ্যই যাবেন, ভালো লাগবে। রাতের মন্ট্রিয়ল অপরূপ!

৫| ২২ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২৯

অনর্গল বলেছেন: মন্ট্রিয়াল এমন একটা শহর যেখানে একদিন দুদিন ঘুরে কিছুই হয়না। এখানের মানুষের জীবনযাত্রা, পথসঙ্গীত, মানুষ নির্মিত অসাধারণ শিল্পকর্ম ও স্থাপনা - এ সব কিছুই সময় নিয়ে দেখতে হয়। রাতের মন্ট্রিয়াল আরো অনবদ্য। রাস্তায় হেঁটে শহর দেখা, মানুষ দেখা, জীবন দেখা - যারা দেখেনি তাদের কাছে ব্যাখ্যা করা কঠিন। যারা সুযোগ পাবেন তারা অবশ্যই দেখবেন।

আপনার শর্ট ফিল্মটাও ভালো লাগলো। ভালো থাকবেন।

২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:১৫

লাল দরজা বলেছেন: ঠিক বলছেন। মন্টরয়াল পাহাড়ের উপর থেকে রাতের মন্ট্রিয়ল তুলনাহীন। জীবনের অনেকটা সময় কাটিয়েছি মন্ট্রিয়ল শহরের অলিতে গলিতে। মন থেকে মুছে যাবার মত নয় সেই সব দিনরাত্রি!

ধন্যবাদ আপনাকে।

৬| ২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:২৮

চাঙ্কু বলেছেন: বেদানা ? আফসুস

২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৩

লাল দরজা বলেছেন: নারে চাঙ্কু বাবু কোন বেদনা নাই, কোন অাফসুস নাই। পুরোনো দিনের কথা মনে পড়লে ভাল লাগে তাই। :)

৭| ২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৮

রাইসুল জুহালা বলেছেন: এই নায়কটা কি আপনি নিজে?

২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৪২

লাল দরজা বলেছেন: :) নারে ভাই, আমি ক্যামেরার পেছনে ছিলাম।

৮| ২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৭

রাইসুল জুহালা বলেছেন: নায়ককে আরেকটু শিখায় পড়ায় নিলে ভাল হত। বিশেষ করে তার ইংরেজীটা। :)

আপনার শর্টফিল্ম বিষয়ে একটা দীর্ঘ কমেন্ট আসছে খুব শিঘ্রী। :D

২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৬

লাল দরজা বলেছেন: হুম, স্বল্প ক্ষমতায় সেইসময় যেটুকু পেরেছিলাম। এখন দেখলে মনে হয় আর একটু যদি ভাল কাজ আদায় করেনিতে পারতাম! ইংরেজী'র ব্যাপারটা দেখছি এই ভাবে; বাংলাদেশের একজন নাবিক জাহাজে কাজ করে ইংরেজিতে অমন ফ্লুয়েন্ট নয় এই রকম করে।

ধন্যবাদ আগ্রহ নিয়ে পড়বার জন্য, দেখবার জন্য। আপনার কমেন্ট পড়ার আগ্রহ নিয়ে থাকলাম। :)

২৬ শে জানুয়ারি, ২০১১ সকাল ৮:৫৫

লাল দরজা বলেছেন: ভাইজানের কমেন্ট টা ত পাইলাম না! :)

৯| ২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৯

শুন্য মানব বলেছেন: vai montreal ke ami onek valobashi, shohor tar proti eto maya eto valo laga kobe kivabe jejonme geche, aj o jani na :(

২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:০৪

লাল দরজা বলেছেন: দুনিয়ার মন্ট্রিয়ল প্রেমী সব এক হও, এক হও... ;)

মন্ট্রিয়ল নিয়ে সকলের আবেগ ভালবাসা অবাক হবার মতন মনে হয়! কেমন আছেন?

১০| ২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:০৫

শুন্য মানব বলেছেন: next time Montreal downtown e ashle amare ekta mail ([email protected]) diyen, adda dibo ne ..

২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:১৫

লাল দরজা বলেছেন: ঠিকাছে নেক্সট টাইম। :)

১১| ২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:২৮

শুন্য মানব বলেছেন: vai asi alhamdulillah valoi, asha kori apnio valo asen :)

montreal er club/pub amar jawa hoy na, kintu vai ei sohor er rasta diye hatle ami ek dhoroner shanti pai, mone hoy sob e amar apon, ei shohorer proti valobasha bole bojhabar noy re vai

২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:৪৬

লাল দরজা বলেছেন: :)

১২| ২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ২:৩০

চাঙ্কু বলেছেন: ডমিনিকান রিপাবলিক কইয়া এইরাম একটা আফসুস খাওয়াইলেন ? আফসুস

২৩ শে জানুয়ারি, ২০১১ ভোর ৫:২৫

লাল দরজা বলেছেন: হ, কল্পনায় যত দূর যাওন যায়। স্বপ্ন দেখতে ত আর পয়সা লাগে না! ;)

১৩| ২৩ শে জানুয়ারি, ২০১১ ভোর ৫:৪১

চাঙ্কু বলেছেন: সপাই এইরাম মন্ট্রিয়েল মন্ট্রিয়েল করতেছেন কেন ? ঢাকার উর্পে পুরা সৌরজগতে কুন শহর নাই। হোক ঢাকা জ্যামের শহর, হোক ঢাকা ছিনতাইকারীদের শহর, তাও ঢাকা সেরা শহর :P

২৩ শে জানুয়ারি, ২০১১ ভোর ৫:৫০

লাল দরজা বলেছেন: হ, আমি ও তাই কই: নো ইষ্ট নো ওয়েস্ট, ঢাকা ইজ দ্যা বেস্ট! :P

এই পোস্ট দিয়া আরো বুঝলাম, জগতে আমি একলা না! আরো অনেকেই আছে। ;)

১৪| ২৪ শে জানুয়ারি, ২০১১ ভোর ৪:১৬

রাজসোহান বলেছেন: ক্যামন আছেন? (পোস্ট সম্পর্কিত কমেন্ট এইটা নয় :| )

২৪ শে জানুয়ারি, ২০১১ ভোর ৪:৩০

লাল দরজা বলেছেন: আমি ভাল আছি। :) পোস্ট নিয়ে কি আর বলার!

আপনি কেমন, ভালো? :)

১৫| ২৪ শে জানুয়ারি, ২০১১ ভোর ৪:৪৬

রাজসোহান বলেছেন: ভালৈ। একটা কথা ভাইবা কুল পাইতেসি না, কনতো এইভাবে কতদিন ব্লগিং চালায়া যাওয়া যাবে? অলরেডি ৫ বছর বয়সী ব্লগার আছে সামুতে। ১০ বছর ? ২০ বছর ? ৩০ বছর?

২৪ শে জানুয়ারি, ২০১১ ভোর ৪:৫৫

লাল দরজা বলেছেন: এত দুঃচিন্তা করেন ক্যান দাদা? স্বাস্থ্যের দিকে নজর রাইখা ব্লগাইয়া যান। বাকী আল্লাহপাক ভরসা।

;)

১৬| ২৪ শে জানুয়ারি, ২০১১ ভোর ৫:০২

রাজসোহান বলেছেন: কয়দিন টানা ক্যাচালে ব্লগ ঘুইরা মাথা কোন কাজ কর্তেসে না, আর পরিচিত কেউ নাই, তাই আজাইরা প্যাচাল পারতে মন চাইতেসে /:)

২৪ শে জানুয়ারি, ২০১১ ভোর ৫:০৮

লাল দরজা বলেছেন: হ, ফেনা উঠাইন্না ক্যাচাল ভাল লাগে না। মাঝে মাঝে ভাবি আমরা কি আদতেই এক কলহ প্রিয় জাতি!

১৭| ২৪ শে জানুয়ারি, ২০১১ ভোর ৫:১৭

রাজসোহান বলেছেন: আপ্নে তো বাইরে থাকেন নাকি?

দিন দিন রাস্তার জ্যাম যে হারে বাড়ছে! আগে মিরপুর থেকে শাহবাগ যেতে লাগতো এক ঘন্টা এখন লাগে দেড় ঘন্টা। বাসে উইঠা দেই ঘুম আর্কি করব? আজকে হৈসে কি। ফার্মগেট জ্যামে ঘুম ভাংসে। কারন কি? কারন হৈল বাসে সব গুলা পাবলিক তুমুল আলোচনা শুরু কৈরা দিসে, কতদিনে এই জ্যাম দূর হৈব , কি করা যায় না যায়, মানে কত্ত যে আলোচনা?!! পুরা বাস তোলপাড়!!! আমার প্রচন্ড রাগ উঠসে। চিল্লায়া কৈলাম বাসে এইসব ফল না পাইরা রাস্তায় নামেন দেখি এখনই। পারবেন? পারবেন তো না, মাঝখানে থিকা আমার ঘুম নষ্ট কর্লেন X( X(

এরপর শাহবাগ নামার আগ পর্যন্ত সব চুপ /:)

২৪ শে জানুয়ারি, ২০১১ ভোর ৫:৩৬

লাল দরজা বলেছেন: পোস্টটা মন্ট্রিয়ল নিয়ে লেখা, তাই পোস্ট পাঠকদের অনেকেই সেই শহরের গুনগান করেছেন। সেই একই পোস্টে নিজের জন্ম শহর সম্পর্কে হতাশার বাক্য রচনা করতে ইচ্ছে করছে না!

গত দুই বছর টানা ঢাকা শহরে থেকে এই শহরের বেহাল অবস্থা দেখে এসেছি। এ যন্ত্রনা বর্ননা করার নয়! :(

১৮| ২৫ শে জানুয়ারি, ২০১১ ভোর ৪:৪২

রাজসোহান বলেছেন: নক নক নক

২৫ শে জানুয়ারি, ২০১১ ভোর ৪:৫৭

লাল দরজা বলেছেন: ইতিবাচক ব্লগিং এর ঠেলায় আমার সকল মাইনাস হারাইয়া গিয়াছে... :P

১৯| ২৫ শে জানুয়ারি, ২০১১ ভোর ৫:০০

রাজসোহান বলেছেন: এখন আমার ১০০'র বেশী প্লাস পাওয়া পোস্ট গুলা দেখতে বড়ই সৌন্দর্য্য লাগতেসে B-)) !:#P

২৫ শে জানুয়ারি, ২০১১ ভোর ৫:০২

লাল দরজা বলেছেন: নাও অল হ্যাপী অল গুড ব্লগীং :) :D B-) ;) :P

২০| ২৬ শে জানুয়ারি, ২০১১ সকাল ৭:১১

আশরাফ মাহমুদ বলেছেন: প্রিয় শহর সম্পর্কে চমৎকার স্মৃতিচারণ! দারুণ লাগছে।

২৬ শে জানুয়ারি, ২০১১ সকাল ৮:৩৫

লাল দরজা বলেছেন: ধন্যবাদ ভাইজান। কত যে স্মৃতি রেখে এসেছি সেই শহরে তার কোন হিসেব নেই।

২১| ২৬ শে জানুয়ারি, ২০১১ সকাল ১০:০২

রাইসুল জুহালা বলেছেন: একটা দীর্ঘ মন্তব্য করব বলেছিলাম। সেদিন একটু ব্যস্ত হয়ে পড়ায় আর করা হয়নি।

আমি মুভি দেখার সময় কাহিনী, গল্প, অভিনয় ছাড়াও নির্মানশৈলী, টেকনিক্যাল সাইডগুলিও দেখি। এককথায় বলা যায়, আপনার মেকিং অসাধারন! আমি ভাবতেই পারছি না যে বার বছর আগে এত টেকনিক্যালি সাউন্ড প্রোডাক্ট বের করলেন কিভাবে! আমি এই পুরো ব্যাপারটা জানতে খুব আগ্রহী।

ক্যানন এক্সএল১ এর দাম কত ছিল তখন? আপনার নিজের ক্যামেরা? আপনি কোন আলাদা লাইট ইকুইপমেন্টস ব্যবহার করেছেন? পেলেন কিভাবে? আপনি কি আলাদা করে এই ছবিটার একটা বিহাইন্ড দ্য সিন পোস্ট দেবেন প্লিজ?

সবচেয়ে আমি অবাক হলাম আপনার শট ডিভিশন দেখে। এত শট এমনকি বাংলাদেশের এই তথাকথিত এ গ্রেডের নাট্যপরিচালকরাও তো কাটেন না, পুরো কনভার্সেশন লং শটে দেখিয়ে দেয় X( সেখানে আপনি ৫-১০ সেকেন্ডের মধ্যেই শট পরিবর্তন করে যে গতি দিয়েছেন, সিম্পলী মাইন্ডব্লোয়িং ম্যান! কনিয়াকের গ্লাস টেবিলে রাখতে রাখতেই দেখলাম শট চেঞ্জ করে ক্লোজআপে চলে গেছেন! এত সময় আর টাকা ম্যানেজ করলেন কিভাবে!!

শুধু যদি আপনি আরেকটু ভাল একটা অভিনেতা পেতেন! মেয়েটা কি দারুন করেছে। আপনার সাথে এখনও যোগাযোগ থাকলে আমার ধন্যবাদ পৌঁছে দেবেন।

বাই দ্য ওয়ে, স্টেফানি কি ফ্রেঞ্চ ভাষায় নাকি স্প্যানিশ?

এনিওয়ে, দারুন এবং দারুন কাজ আপনার। আর কোন কাজ করেননি আগে-পরে? আপনি পেশা হিসেবে নিতে পারতেন পরিচালনাকে।

২৬ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:২৭

লাল দরজা বলেছেন: ধন্যবাদ ভাইজান ধৈর্য্য সহ ছবিটা খোর জন্য আর আগ্রহ নিয়ে কষ্ট করে এমন ভালো একটা কমেন্ট করার জন্য। কৃতজ্ঞতা জানবেন।

ছবিটি সম্পর্কে আপনার কৌতুহল জেনে আবেগ তাড়িত হচ্ছি। অনেক কষ্ট করে নিজেদের পয়সায় কাছের মানুষদের সহায়তায় বারো বছর আগে কাজটা করে ছিলাম নেহায়েত পাগলামী করে নয়। তখনি কাজ করবার জন্য দেশে ফিরতে চাইছিলাম। বাংলাদেশের স্যটেলাইট টিভি'র ইতিহাস তৈরীকরা ইটিভি ও তখন চালু হয় নাই। টিভি বলতে তখন বিটিভি আর স্যাটেলাইটে প্রতিদিন সম্ভবত দু'ঘন্টা করে মাল্টিমিডিয়ার ব্যানারে এটিএন বাংলা। সে অনেক অনেক কথা।

এতদিন বাদে সে সব বলে আর কি হবে? সেই ফেরা যখন আমি ২০০৮ সালে দেশে ফিরে যাই ততদিনে সব কিছু পাল্টে গেছে। এনিওয়ে, আলাদা পোস্ট লিখা হয়ে উঠবে কিনা কে জানে তবে আপনার আগ্রহ জেনে খুশী হলামা। এই ছোট্ট কাজটার প্রতি মায়া জমে আছে অনেক। তাই আপনি যখন খুটিয়ে খুটিয়ে এর ডিটেল্স জানতে চাইলেন ভাল লাগল ভীষন।

এই ক্যামেরাটা তখন খুব হট যাচ্ছিল। তখন ক্যামেরা লাইট সব কিছু ভাড়ায় নিয়ে কাজ করি। শুটিং শেষ হতে হতে একটা ক্যামেরা ক্রেডিট কার্ড ঘষে কিনে ফেলেছিলাম। তখন ক্যামেরা ও আনুসাঙ্গিক এক্সেসরিজ সহ দাম পড়েছিল ৫৭০০ কানাডিয় ডলার + ১৫ ভাগ ট্যাক্স।

ছবিটা যখনি দেখি ভাবি অরেকটু যদি ভালো কাজ ওকে নিয়ে করিয়ে নিতে পারতাম! সে ত আর শোধরানো যাবে না। মেয়েটি খনেক প্রমিজিং ছিল। আফছোস আর কোন কাজ করল না কোন দিন। হ্যা লীয়া'র সাথে আমার এখনো যোগাযোগ আছে। আমি আপনার শুভেচ্ছা পৌছে দেব।

স্টেফানি গানটি স্পেনিশ ভাষার, গায়ক আমাদের বন্ধু কার্লোস। গান গাইতে গাইতে ও এখন উরুগুয়েতে।

আপনাকে আবারো ধন্যবাদ মাইন্ড ব্লোয়িং মন্তব্য'র জন্য। থ্যাংক্স। :)

২২| ২৬ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:৩৫

রাইসুল জুহালা বলেছেন: এখন তো নাটক-টেলিফিল্ম বানানো হাতের মোয়া হয়ে গেছে বাংলাদেশে। আপনি এখনও চাইলে এন্টার করতে পারেন। আমি দৃঢ়ভাবেই বিশ্বাস করি আপনি আজকের এই ফারুকী গংয়ের চেয়ে অনেক ভাল করবেন। যে পরিমান এফোর্ট আপনি এই ২৫ মিনিটের শর্টফিল্মে দিয়েছেন, ফারুকীরা মনে হয় তাদের তথাকথিত সিনেমাগুলি বানাতেও এত এফোর্ট দেয় না।

২৬ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫৩

লাল দরজা বলেছেন: ইচ্ছে আছে চেষ্টায় আছি। ২০০৮ থেকে দেশে থাকি, কিছু অনিবার্য্যতায় আবারো পাড়ি দিতে হয়েছে। শীঘ্রই ফিরে যাবো।

এই খানে অরেকটা কাজের লিংক রেখে গেলাম। ইচ্ছে হলে দেখতে পারেন। :)

http://www.youtube.com/watch?v=L0MT52CVBok

http://www.youtube.com/watch?v=xf8UxovBEsE

ধন্যবাদ।

২৩| ২৮ শে জানুয়ারি, ২০১১ ভোর ৫:৪৬

রাইসুল জুহালা বলেছেন: দেখলাম আপনার উপরের লিঙ্ক দুটোতে দেয়া ডকুগুলি। বিদেশে বড় হওয়া সেকেন্ড জেনারেশন বাংলাদেশিদের আত্মপরিচয় সন্ধানের উপর আপনি বেশ কাজ করেছেন, দেখা যাচ্ছে।

আপনি পরিশ্রমী একজন পরিচালক, কাজে ফাঁকি দেন না। জানি না আপনি বিদেশে কি করছেন, তবে আপনার উচিত এখনই দেশে গিয়ে ফুলটাইম কাজ শুরু করা।

আপনার যোগাযোগের ঠিকানা কি পেতে পারি?

২৮ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৪

লাল দরজা বলেছেন: আমার মেইল [email protected]

আপনার কথা শুনে ভাল লাগল। দেশে কাজ করছি। দীর্ঘ্য দিন প্রবাসী হবার কারনে কিছু শেকড় বিচ্ছিন্নতার মাসুল আছে, সে গুলো কখনো কখনো হতাশা আনে। চেষ্টা করছি টিকে থাকবার। আপনার মত কেউ এমন করে বললে, ভল লাগে কাজ করবার সাহস মনে হয় বেড়ে যায়। ধন্যবাদ আপনাকে।

পরিশ্রমী বলায় একটা ছোট্ট তথ্য শেয়ার করতে ইচ্ছে হল। মন্ট্রিয়লের এরিয়াল ভিউ'র ঐ টপ শটটা ও নিজের হাতে শুট করে ছিলাম, প্লেন থেকে। ভাগ্য ক্রমে মন্ট্রিয়ল থেকে ফ্লাই করার সময় ক্যামেরা দিয়ে সেন্ট লরেন্ট নদী, ওল্ড পোর্ট, জাকার্তিয়া ব্রীজ, অলিম্পিক স্টেডিয়াম, মন্ট্রিয়ল সিটি পুরোটাকেই এক ফ্রেমে ধরে ফেলতে পেরেছিলাম। ছবিতে ঠিক এর আগের শটে জাহাজের ভেতর নাবিকের একটা হেটে আসার শট আছে ওটা ওল্ড পোর্টের ঠিক ঐ যাগাতেই নেয়া। ভাগ্য ক্রমে আকাশ থেকে ও ঐরকম একটা জাহাজের শট পেয়ে যাই! সাধারন ভাবে দেখলে হয়ত কিছুই না কিন্তু যখন ভাবি শটটা নিজ হানে নিতে পেরে ছিলাম তখন ভাবতে ভালই লাগে।

:)

২৪| ২৮ শে জানুয়ারি, ২০১১ ভোর ৫:৫২

রাইসুল জুহালা বলেছেন: লেখক বলেছেন: এতদিন বাদে সে সব বলে আর কি হবে?

আপনার নিজের জীবনে কি হবে, জানি না। কিন্তু আপনার মত হয়ত আরও অনেকে আছে যারা জীবনজীবিকার প্রয়োজনে দেশের বাইরে আছে কিন্তু এই লাইনে আগ্রহী। তারা একটা দিকনির্দেশনা পেতে পারে যে কিভাবে অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে এদিকেও কিছু কাজ করা যায়। রবার্ট রডরিগেজকে দেখবেন সবসময়ই তার বিহাইন্ড দ্য সিন স্টোরিগুলি বিশদ আলোচনা করতে যাতে আরও অনেক নতুন ছেলেমেয়েরা ইন্ডিপেন্ডেন্ট ছবি বানাতে উৎসাহী হয়।

ধন্যবাদ।

২৮ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:১৫

লাল দরজা বলেছেন: তা হলে মনে হচ্ছে, বারো বছর পর এই পোস্টটা লেখে খারাপ করি নাই! :)

২৫| ২৮ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৭

ফয়সল নোই বলেছেন: ক্যামন আছেন ওস্তাদ ?

২৮ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৪৪

লাল দরজা বলেছেন: কি অবস্থা ম্যান, আছি ঠিকঠাক। আপনের কি খবর? কত দিন হেলভেশিয়ায় যাই না! ;)

২৬| ২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:৫০

রাইসুল জুহালা বলেছেন: আমি ওই টপ শটটার কথা জিজ্ঞেসও করি নাই, কারন আমি ধরেই নিয়েছিলাম আপনি ফুটেজটা অন্য কোন প্রফেশনাল ভিডিও থেকে নিয়েছেন! আপনি এই একটা শটের জন্য টিকেট কেটে প্লেনে উঠেছিলেন? নাকি বাংলাদেশে আসার সময় ফাঁকে নিয়েছিলেন?

আপনার এই পোস্টটা আসলে আপনার শর্টফিল্ম নিয়ে না, আপনার মন্ট্রিয়াল শহরের স্মৃতিচারন। আশা করি, আপনি এই ছবিটাকেই ফোকাস করে একটা পোস্ট লিখবেন। আমি আপনার শহরে কয়েক বছর আগে গিয়েছিলাম। ভয়াবহ শীতটা ছাড়া আর সবকিছুই খুব সুন্দর। আপনি ওল্ড মন্ট্রিয়ালে যে ঘোড়ার গাড়ির শট নিয়েছেন, সেরকম একটা গাড়িতেও আমিও উঠেছিলাম একটা ষোড়শ শতাব্দীর চার্চের সামনে থেকে। ওল্ড মন্ট্রিয়াল আসলেই একটা ক্লাসিক জায়গা। আর পাহাড়ের (কি নাম এটার? মাউন্ট রিয়াল?) উপর থেকে ভিউটা তো তুলনাহীন।

২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ২:০৩

লাল দরজা বলেছেন: আপনি মনে হয় নটেরডেম বাসিলিকার কথা বলছেন। এখন ( http://www.spiritmountain.net/images/Montreal 2006/Notre-Dame-Monuments.jpg ) ( Click This Link )। হ্যা পাহাড়টার নাম মন্ট রয়াল। ঐ পাহাড়ের উপর থেকে শহরটাকে দেখলে মনে হয় নক্ষত্র বিছানো এক রাত! কত যে রাতের স্মৃতি আছে ঐ দূর পাহাড়ের বাঁকে! আবার কখনো এমুখো হলে জানায়েন যদি এই দেশে থাকি দেখা হবে।

না ভাই ঐ শট নেয়ার জন্য টিকেট কাটি নাই, দেশ থেকে ফেরার পথে তোলা। :)

২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ২:২০

লাল দরজা বলেছেন: আর লেখা, কোন দিন আরো কিছু মনে এলে লিখতে চেষ্টা করব নিশ্চই।

২৭| ২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ১:৩৫

শেখ আমিনুল ইসলাম বলেছেন: ভাইয়া, এই পোস্টে দেয়া আপনার লিংক দুটির কোনো অন লাইন থাকলে দিবেন প্লিজ, অথবা উনিকোড ভিত্তিক কোনো ফন্টে এমএস ওয়ার্ডে দিবেন প্লিজ।
আমার ইমেইল আইডি, [email protected]

২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ১:৪০

লাল দরজা বলেছেন: মেইল করেছি আপনাকে।

২৮| ৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:২১

বিবর্তনবাদী বলেছেন: দুনিয়াদারি নিয়েই ডুবে আছি। তাইতো এখানে পাওয়া যায় না আমাকে। :(

৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:২৬

লাল দরজা বলেছেন: বুঝতে পারছি। ব্লগ হচ্ছে আসমানী জিনিস, এইখানের হিসাবত ভিন্ন! দুনিয়াদারির জন্য মঙ্গল কামনা। ;)

২৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:১৭

মোহন কাজী বলেছেন: যানজটে মানুষ মরে । গ্রামে এটা টাকাও যাতে না যায় সেই ব্যবসথা পাকা । সব মানুষ ঢাকার চোঙ্গায় ঢুকাও । আর দোতলা বিরিজ দোতলা রাসতা, কোটি কোটী টাকা মারার স্বপ্ন দেহ ।

আওয়ামী লীগ - দেশ চালানোর যোগ্যতা নাই, ইলেক্সনে দাড়াও ক্যান ?

১০ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৪

লাল দরজা বলেছেন: আল্লাহ্ আল্লাহ্

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.