নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বার বার নিহত হব তোমার অবর্তমানে

যদি ঠাঁই দিলে তবে কেন আজ হৃদয়ে দিলে না প্রেমের নৈবদ্য

বিবাগী বাউল

ইদানিং জ্যোৎস্না দর্শনই হয়ে পড়ে আমার একান্ত জীবনদর্শন!!!

বিবাগী বাউল › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার অধিকার

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

রবীন্দ্র- নজরুল, জীবনানন্দ, সুকান্ত- আল মাহমুদ,

বুদ্ধদেব, বোদলেয়ার-ফররুখ সব ব্যর্থ হয়ে যাবে আজ!

প্লেটো- এরিস্টটল, রুশো-ভলতেয়ার, খলদুন-ফুকো, দেরিদা-সাইদ;

মার্ক্স-লেনিন, চে-ফিদেল, মোতাহারী- শরীয়তী

সব ব্যর্থ হয়ে যাবে আজ!

শেয়ারবাজার-লেনদেন, অর্থনৈতিক প্রণোদনা,

সংসদের শেষ অধিবেশন, তৃণমূল রাজনীতি,

হরতাল- ধর্মঘট, মানব-বন্ধন, মুক্তাঙ্গন- তাহরির স্কয়ার-জুকোটি পার্ক,

ফেসবুক-ট্যুইটার, আরব-বসন্ত সব ব্যর্থ হয়ে যাবে আজ!



কবিতার ছন্দ, দোয়েলের শিস, বেহালার সুর,

বাঁশের বাঁশরী, গিটারের সোনালি তন্তু,

সব ব্যর্থ হয়ে যাবে আজ!

হাসন রাজা- লালন ফকির, মান্না দে, "ওয়ারফেইজ", "অর্থহীন"

সব ব্যর্থ হয়ে যাবে আজ!

নীল পদ্ম, শালিক, হিজলের ছায়া, শাদা বক, পূর্ণিমা চাঁদ,

সবুজ ঘাস, প্রগার নিকুঞ্জ, রুপোলী জ্যোৎস্না,

মিটিমিটি তারা, নদী ও নীলিমা, সোনালি ধানক্ষেত,

পৃথিবীর সমস্ত ফুটন্ত গোলাপ

সব ব্যর্থ হয়ে যাবে আজ!

যদি মানুষ না পায় মানুষের ভালবাসা,

যদি হৃদয় না শুনে হৃদয়ের ডাক,

যদি প্রলেতারিয়েত না পায় পৃথিবীর অধিকার-



সব ব্যর্থ হয়ে যাবে আজ!!

যদি আমি না পাই তোমাকে ভালোবাসার অবাধ অধিকার!





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.