নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বার বার নিহত হব তোমার অবর্তমানে

যদি ঠাঁই দিলে তবে কেন আজ হৃদয়ে দিলে না প্রেমের নৈবদ্য

বিবাগী বাউল

ইদানিং জ্যোৎস্না দর্শনই হয়ে পড়ে আমার একান্ত জীবনদর্শন!!!

বিবাগী বাউল › বিস্তারিত পোস্টঃ

ইতিহাসের ললাটে বিচ্ছিন্নতার কলঙ্ক তিলক

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৩

পৃথিবীর পথ থেকে পথে ফিরে চলেছি আমি সহস্র শতাব্দী ধরে-

কাল থেকে কালান্তরে, লোক থেকে লোকান্তরে,

যুগ থেকে যুগান্তরে তন্ন তন্ন করে খুঁজেছি মানুষের ইতিহাস-

আদিম হিংস্র মানবিকতা থেকে শুরু করে গ্রীসের এরিস্টোক্রেসি দেখেছি-

ওখানে গণমানুষের বঞ্চনার নির্মমতা দেখেছি!

দাসপ্রথা হতে শুরু করে সামন্তবাদের নিষ্ঠুরতা দেখেছি,

বিপ্লবীদের তাড়া খেয়ে সামন্তপ্রভুদের

শহুরে তস্করদের গৃহে আশ্রয় নিতে দেখেছি ,

ভূমিদাস হতে মুক্ত মানুষ কী করে পুঁজির গোলামে পরিণত হয়

তার সকরুণ ইতিহাসও জেনেছি,

মানুষের সব কৃষ্টি –কালচার, শিল্প, সাহিত্য ও সাধনা

মানুষের সব বন্ধন, সব ঐশ্বর্যকে

পণ্যে পরিণত করার হিংস্র নোংরামি দেখেছি!

পুঁজিবাদী সভ্যতার নোংরা বেদীতে

মানুষের মানবিক সম্পর্কগুলোকে বলিদান দিতে দেখেছি!

ধর্ম ও দর্শনের বোধ ও বোধনকে পদদলিত করে

উৎপাদন সম্পর্কের ভিত্তিমূল রচনার ইতিহাসও জেনেছি;

চার্চের নিঠুর শাসন –ত্রাসনের জবাবে

মানবাত্মাকে বস্তুবাদের নিগড়ে বন্দী করার প্রণোদনা দেখেছি-

বুর্জোয়া গণতন্ত্র কী করে অভিজাত শ্রেণির শোষণের হাতিয়ার হয়ে উঠে

তার নীল নকশার নাট্যায়ন দেখেছি-

কোথাও মুক্তি দেখিনি!

কোথাও স্বাচ্ছন্দ্য দেখিনি!

কোথাও সচ্ছলতা দেখিনি!

কেবল কিছু বিচ্ছিন্ন মানুষ দেখেছি।

কেবল কিছু যন্ত্রণাকাতর মানুষ দেখেছি।

চৌদিক জুড়ে বিচ্ছিন্নতার বীভৎস রূপ দেখেছি-

মানুষে মানুষে বিচ্ছিন্নতা।

ব্যক্তিতে ব্যক্তিতে বিচ্ছিন্নতা ।

পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়

সমাজের গোত্রে গোত্রে বিচ্ছিন্নতা।

সৃষ্টি ও স্রষ্টার বিচ্ছিন্নতা।

ধর্ম ও বিজ্ঞানের বিচ্ছিন্নতা ।

দর্শন ও জীবনের বিচ্ছিন্নতা ।

প্রেম ও প্রেমাস্পদের বিচ্ছিন্নতা ।

এ কেমন সভ্যতা!

এ কেমন ইতিহাস!

বিচ্ছিন্নতা যেখানে সুর তোলে আমাদের জীবনের মর্মমূলে!

বিচ্ছিন্নতা যেখানে লেখে তার নাম মানুষের সত্তার বেদিমূলে !!



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

সাহরিয়ার আহমেদ রিয়াদ বলেছেন: দারুন একটি উল্লেখযোগ্য লেখা >>>>>>>>>>>>> ভাল লাগল ,,,,, ধন্যবাদ .........

কপি করে সংগ্রহ করে রাখলাম

২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩১

বিবাগী বাউল বলেছেন: thanx shahriyar ahmed riyad vi

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.