নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বার বার নিহত হব তোমার অবর্তমানে

যদি ঠাঁই দিলে তবে কেন আজ হৃদয়ে দিলে না প্রেমের নৈবদ্য

বিবাগী বাউল

ইদানিং জ্যোৎস্না দর্শনই হয়ে পড়ে আমার একান্ত জীবনদর্শন!!!

বিবাগী বাউল › বিস্তারিত পোস্টঃ

ভিটামিন এ প্লাস টিকা খাওয়ানোর ক্যাম্পেইন নিয়ে ব্যাপক বিতর্ক আর বিভ্রান্তি

১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

ভিটামিন এ প্লাস টিকা খাওয়ানোর ক্যাম্পেইন নিয়ে ব্যাপক বিতর্ক আর বিভ্রান্তি লক্ষ্য করা যাচ্ছে।অনেকেই প্রচার করছেন আজকের ভিটামিন এ'র ক্যাম্পেইনে শিশু মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, এটা পুরাটাই গুজব এবং মিথ্যা। ভিটামিন এ নিম্নমানের হলেও তার মানে এটা না যে তা মৃত্যুর কারন হতে পারে, কেননা স্বল্প ডোজে মৃত্যুর আশঙ্কা শুন্য! ভিটামিন নিম্নমানের মানে তাতে যে পরিমান ভিটামিন এ (রেটিনল) থাকার কথা তা না থাকা (decreased potency) ফলে অপর্যাপ্ত ভিটামিন শিশুর রোগ প্রতিরোধে যথেষ্ট হবে না, নিম্নমানের মানে আবার হতে পারে decreased quality/impaired/substandard substance- এর side effect হিসেবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বমি,ক্ষুধামন্দা,মাথা ঘোরানো,পেট ব্যাথা ও দূর্বলতা দেখা দিতে পারে অথবা দীর্ঘমেয়াদে ক্ষতিকর প্রভাব দেখা দিতে পারে। এই তাৎক্ষনিক এবং দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া যেন না দেখা দেয় সেজন্যই স্বাস্থ্য বিজ্ঞান এবং ওষুধ বিজ্ঞানের দাবি হচ্ছে শিশুদের ভিটামিন এ প্লাস এর potency and efficiency ঠিক আছে কিনা (Assay testing) তা পরীক্ষা করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং দেশের বিশেষজ্ঞগণ এই পরীক্ষা ঠিকমত করা হয়নি বলেই আপত্তি জানিয়েছেন। Click This Link



মানহীন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া পরিবর্তন ডটকমকে বলেন, “আমি কোম্পানিটি (অলিভ হেলথ কেয়ার) সম্পর্কে ভালো জানি না। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া কোন ভিটামিন ক্যাপসুল খাওয়ানো অবশ্যই ঠিক হবে না। কোম্পানিটির বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে তাতে এমন মানহীন ক্যাপসুল খাওয়ানো হলে সেটা অবশ্যই আমাদের শিশুদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ” Click This Link



আপনি রাষ্ট্রীয় অর্থ খরচ করে কোটি কোটি ভিটামিন এ ক্যাপসুল কিনবেন, সে ক্যাপসুল কেন substandard হবে?



আবার একজন ফার্মাসিস্ট হিসেবে আমি যতটুকু বুঝি, যেখানে লক্ষ লক্ষ শিশু এই ক্যাপসুল নিবে তাদের শরীরে substandard ভিটামিন প্রসূত স্বল্প এবং দীর্ঘ মেয়াদী পার্শ্বপ্রতিক্রিয়া রোধে আপনাকে অবশ্যই Assay testing করতেই হবে। আমাদের আপত্তিটা এখানেই যে প্রটোকল অনুযায়ী এই পরীক্ষণ যথাযথভাবে অনুসরণ করা হয়নি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.