নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বার বার নিহত হব তোমার অবর্তমানে

যদি ঠাঁই দিলে তবে কেন আজ হৃদয়ে দিলে না প্রেমের নৈবদ্য

বিবাগী বাউল

ইদানিং জ্যোৎস্না দর্শনই হয়ে পড়ে আমার একান্ত জীবনদর্শন!!!

বিবাগী বাউল › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ, এ এক বড় সিজোফ্রেনিক সময় পার করছ তুমি!

১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৮



বাংলাদেশ, আজ তোমার শোক প্রকাশের দিন!

শোকে বিহবল হওয়ার দিন!

আজ তোমার আত্মহননের দিন!

বাংলাদেশ, সহিংসতার অগ্নিতে আজ তোমাকে বারংবার আত্মাহুতি দিতে হচ্ছে।

আত্মাহুতি দিতে হচ্ছে একে একে সমস্ত আইন, কানুন, মানবাধিকারকে

ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হচ্ছে মৃতবত সমস্ত গণতান্ত্রিক অধিকারকে!

বাংলাদেশ, তোমার মাটিতে আজ কেবলি নৃশংস হত্যাযজ্ঞের নগ্ন নৃত্য খেলা করে।

বাংলাদেশ, তোমার মাটিতে আজ কেবলি সন্ত্রাসবাদী যুক্তিবিদ্যার বীজ বপন হয় অবলীলায়।

বাংলাদেশ, গোষ্ঠী ঘৃণায় শানিত হয় আজ ঘাতকের ছুরিকা আর

প্রতিপক্ষ নিধনের মতান্ধ চেতনাকেই চালিয়ে দেয়া হয় মতাদর্শিক লড়াই বলে-

বাংলাদেশ, তোমার হাজার বছরের সব সহনশীল সহাবস্থানের ঐতিহ্য মুছে ফেলে

দেখ আজ তোমারই সন্তানেরা কী করে একে অন্যের হত্যা নেশায় মেতে উঠে!

বাংলাদেশ, এ এক বড় সিজোফ্রেনিক সময় পার করছ তুমি-

তোমার রাষ্ট্রযন্ত্র আজ সিজোফ্রেনিক!

তোমার রাজনৈতিক দল আজ সিজোফ্রেনিক!

তোমার নেতা –আমলা-মন্ত্রীসভা

তোমার উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে

তোমার সমস্ত বাহিনী আজ সিজোফ্রেনিক!

গণহিস্টেরিয়ায় আক্রান্ত তোমার গণমানুষও

আজ সিজোফ্রেনিক হয়ে উঠে নিদারুন প্রতিক্রিয়ায়!!

তোমার সংবাদ মাধ্যম আজ প্রচণ্ড সহিংসতার বীজ বুনে যায় অবিরাম

বুদ্ধিজীবীরা তোমার আজ বেহায়ার মতন

বুদ্ধিবৃত্তিক খুনির ভুমিকা নিয়ে নিতে এতটুকুন কুণ্ঠাও বোধ করেন না আর

প্রতিপক্ষ নির্মূলের মতাদর্শ প্রচারের যন্ত্রে পরিনত হয় আজ সমস্ত গণমাধ্যম!

বাংলাদেশ, এ এক বড় সিজোফ্রেনিক সময় পার করছ তুমি!

হতভাগা বাংলাদেশ, আজ তোমার পবিত্র ভূমিতে

রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় গণহিস্টেরিয়ায় আক্রান্ত গণমানুষ

নাশকতার বিরুদ্ধে আজ দাঁড়িয়ে যায় নাশকতা

সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাস

হত্যাযজ্ঞের বিরুদ্ধে হত্যাযজ্ঞ

নির্মমতার বিরুদ্ধে নির্মমতা

নৃশংসতার বিরুদ্ধে নৃশংসতা

বর্বরতার বিরুদ্ধে বর্বরতা

ফেব্রুয়ারির বিরুদ্ধে এপ্রিল

বগুড়ার বিরুদ্ধে ভুজপুর!




এই রাষ্ট্রযন্ত্র যখন নির্বিচার গুলি বর্ষণে হত্যা নেশায় মেতে উঠে মানিকগঞ্জে

ফ্যাসিবাদের নগ্ন থাবায় তখন তার প্রতিবাদকে নিষিদ্ধ ঘোষণা করা হয়!

এই রাষ্ট্রযন্ত্র যখন নির্বিচার গুলি বর্ষণে চরম হত্যাযজ্ঞে মেতে উঠে বগুড়ায়

নির্মূলের রাজনীতির করাল থাবায় তখন তার প্রতিবাদকে নিষিদ্ধ ঘোষণা করা হয়!

এই রাষ্ট্রযন্ত্র যখন নির্বিচার গুলি বর্ষণে সন্ত্রাসের উপাখ্যান রচনা করে সিরাজগঞ্জে

“ওয়ার অন টেরর” এর মতাদর্শিক বয়ানের নিরিখে তার প্রতিবাদকে নিষিদ্ধ ঘোষণা করা হয়!

এই রাষ্ট্রযন্ত্র যখন রক্তপানের নেশায় হত্যাযজ্ঞে মেতে উঠে চাঁপাইনবাবগঞ্জে

তখনও মতাদর্শিক লড়াইয়ের সন্ত্রাসবাদী যুক্তির নিরিখে

তার প্রতিবাদকে নিষিদ্ধ ঘোষণা করা হয় কী মধুর অবলীলায়............



আমি আজ কোন হত্যাযজ্ঞের প্রতিবাদ করবো?

আমি আজ কোন নৃশংসতার নিন্দা জানাবো?

আমি আজ কোন বর্বরতার নিন্দা জানাবো?

বগুড়া,

মানিকগঞ্জ,

সিরাজগঞ্জ,

চাঁপাইনবাবগঞ্জ,

ফটিকছড়ি

প্রতি জনপদ আজ এক একটি মৃত্যুপুরী

প্রতি জনপদ আজ একেকটি রক্তস্নাত বাংলাদেশ!



যখন ভুজপুরে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে কুপিয়ে হত্যা নেশায় মেতে উঠে জল্লাদের দল

যখন আদিম হিংস্র বর্বরতা নিয়ে হায়েনার দল ঝাপিয়ে পড়ে প্রতিপক্ষের উপর

যখন খুনিদের নির্বিচার নিধনযজ্ঞে রক্ত ঝরে ফটিকছড়ির রাস্তায় রাস্তায়

যখন হত্যা করে লাশ গুম করে ফেলা হয় নিমিষেই

যখন কর্দমাক্ত পানিতে নিথর হয়ে পড়ে থাকে বেওয়ারিশ লাশ

যখন ভুজপুরে জ্বালানো অগ্নিতে পুড়ে ছাই হয়ে যায় বাঙ্গালীর শাশ্বত শান্তিময় জীবনের স্পন্দন

আমার তখন কেবলি নবারুন ভট্রাচার্যের মতন চিৎকার করে বলতে ইচ্ছে হয়

“এই মৃত্যু উপত্যকা আমার দেশ না”

“এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না”





বাংলাদেশ, এ এক বড় সিজোফ্রেনিক সময় পার করছ তুমি-

এ এক বড় সিজোফ্রেনিক সময় পার করছ তুমি-

.....................১৭ই এপ্রিল, ১৩; মিরপুর, ঢাকা।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এ এক বড় সিজোফ্রেনিক সময় পার করছ তুমি-
তোমার রাষ্ট্রযন্ত্র আজ সিজোফ্রেনিক!
তোমার রাজনৈতিক দল আজ সিজোফ্রেনিক!
তোমার নেতা –আমলা-মন্ত্রীসভা
তোমার উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে
তোমার সমস্ত বাহিনী আজ সিজোফ্রেনিক!
গণহিস্টেরিয়ায় আক্রান্ত তোমার গণমানুষও
আজ সিজোফ্রেনিক হয়ে উঠে নিদারুন প্রতিক্রিয়ায়!!



পাড়ল আর বেয়াড়া শিশুর হাতে অস্ত্র গেলে যেমন হয়!
রং হেডেড কারো কাছে বন্দুক গেলে আর ভাল কি হতে পারে???

মাৎসানায় চলছে দেশে। আওয়ামী মাৎসানায়!!!

তবে ভোরের আর বেশী দেরী নেই।
সময় চলে আপন গতিতে। তাকে কোন সিজোফ্রনিয়াক বা রং হেডেড থামাতে পারে নি কখোন পারবেও না।
এখানেই আম জনতার নিভু নিভু আশা.....

১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

বিবাগী বাউল বলেছেন: মাৎসানায় আর মগের মুল্লুক এ দেশকে পরিণত করার জন্য দায় সরকারের যেমন আছে তেমনি বিরোধী দলেরও, তবে ক্ষমতাসীনদের দায় বেশী, যে কোন হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ জানাই, সরকার ও বিরোধী পক্ষের শুভ বুদ্ধির উদয় হোক, ক্ষমতার রাজনীতির যে অবস্থা এখন তাতে পারস্পরিক বিরোধ সামনে আরও বাড়বে, কিন্তু একটা জায়গায় অন্তত আমাদের এক হতে হবে- কোন নির্বিচার গুলি নয়, নয় কোন নাশকতা!

২| ১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২০

ফারজানা শিরিন বলেছেন: আমি আজ কোন হত্যাযজ্ঞের প্রতিবাদ করবো?
আমি আজ কোন নৃশংসতার নিন্দা জানাবো?
আমি আজ কোন বর্বরতার নিন্দা জানাবো?


জানা নাই ! : (

১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

বিবাগী বাউল বলেছেন: সব হত্যাকাণ্ডের বিচার চাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.