নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বার বার নিহত হব তোমার অবর্তমানে

যদি ঠাঁই দিলে তবে কেন আজ হৃদয়ে দিলে না প্রেমের নৈবদ্য

বিবাগী বাউল

ইদানিং জ্যোৎস্না দর্শনই হয়ে পড়ে আমার একান্ত জীবনদর্শন!!!

বিবাগী বাউল › বিস্তারিত পোস্টঃ

কর্পোরেট গেম ইন্ডাস্ট্রি ক্রিকেট, স্পট ফিক্সিং কেলেঙ্কারি আর নৈতিকতার বায়বীয় তত্ত্ব

০৩ রা জুন, ২০১৩ রাত ১২:০১

ডালমিয়ারাই ক্রিকেটকে কর্পোরেট পণ্য বানিয়েছে আর আজ তাদেরই তৈরি গেম ইন্ডাস্ট্রির বিষাক্ত বর্জ্য যখন লোকালয়ে এসে পড়ল তখন তারাই বলে ক্রিকেট কেলেঙ্কারি থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আইপিএল বন্ধ রাখা উচিৎ!



ভদ্র লোকের (?) খেলা ক্রিকেট অনেক আগেই পুঁজিপুত্রদের কর্পোরেট গেম ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে, আর তাতে করে অর্থ আর বিত্তের বানের জলে ভেসে গেল খেলোয়াড়দের নৈতিকতা- এটা নতুন কিছু না, নতুন কিছু হল এই কর্পোরেট গেম এ নৈতিকতা নাই কেন তার জন্য বায়বীয় কায়দায় চিল্লা ফাল্লা করা! আইপিএল, বিপিএল এর মধ্য দিয়ে ক্রিকেট যখন তার ক্রিকেটীয় বুনেদি সংস্কৃতির জগত থেকে বিচ্ছিন্ন হয়ে নগ্ন ভাবে ঢুকে গেল অর্থ আর বিত্তের লাগামহীন জগতে তখন কিন্তু আমরাই একে সাধুবাদ জানিয়েছি, আর এখন এই আইপিএল এ একের পর এক বুকিদের দৌরাত্ব আর ক্রিকেটারদের স্পট ফিক্সিং কেলেঙ্কারি ফাঁস হয়ে যাওয়ায় সবাই আবার হাওয়াই কায়দায় নৈতিকতা গেল গেল রব তুলছি, ক্রিকেটারদের নিন্দা জানাচ্ছি! আপনি এই অনৈতিক কাজের সিস্টেম কর্পোরেট গেম ইন্ডাস্ট্রির বিরুদ্ধে যখন টু শব্দও উচ্চারণ করলেন না, যখন বিরামহীন ভাবে উপভোগ করে গেছেন আইপিএলের বিষাক্ত পুঁজির জৌলুশ, তখন এদের কাছ থেকে নৈতিক আচরণ আশা করার কোন অধিকার নাই আপনার! কেউ কেউ দেখছি গাঁটের টাকায় পাতানো খেলা দেখানোর জন্য ফিক্সারদের গালি দিয়া ভরে ফেলছেন, আপনাদের জন্য একটা কথা, এটা শুরু , সামনে এই কেলেঙ্কারি আরও বাড়বে , কর্পোরেট গেম ইন্ডাস্ট্রি এসব কেলেংকারি ছাড়া চলতে পারবে না, সো পাতানো খেলা আরও উপভোগ করার প্রস্তুতি নিন কারণ আইসিসি’র দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের দুদকের মতই, ওর এসব দুর্নীতি প্রতিরোধ আর তদন্ত তদন্ত খেলা জাস্ট এই ইন্ডাস্ট্রিকে সভ্য সমাজে টিকিয়ে রাখার হাতিয়ার ছাড়া আর কিছুই না!!!



আমাদের খারাপ লাগছে আমাদের জাতীয় বীরেরা এ রকম (স্পট ফিক্সিং)কাজ করেছে বলে, কিন্তু ক্রিকেটে এটা অহরহ হচ্ছে, এখন তো ক্রিকেট অন্যান্য গেম ইন্ডাস্ট্রির মত পুঁজির খেলা, জুয়াড়িদের যেখানে একটা ওপেন ভূমিকা আছে, তো ক্রিকেটের এই সামগ্রিক কাঠামোর কাছে আইসিসিও অসহায়, সেখানে কিছু ক্রিকেটারকে দায়ি করে লাভ নাই, পুরা সিস্টেমই চরম দুর্নীতিগ্রস্ত, এই সিস্টেমের ব্যাপারে কথা না বলে যারা শুধু ক্রিকেটারের নিন্দা জানায় তাদের নিন্দা জানাতে কসুর করব না!



আমির, ক্রনিয়ে, আশরাফুল, শেন, মালিক, ওয়াসিম, জাদেজা, আজহার......অর্থাৎ ফিক্সিং একটা আন্তর্জাতিকতার মর্যাদা পেয়ে গেল, এটা ঠেকানোর কোন উপায় আইসিসির নাই, কারণ ক্রিকেট সহ সব খেলাই এখন গেম ইন্ডাস্ট্রি, মানে পুঁজি আর অর্থই প্রথম ও শেষ কথা, আমরা যারা আবেগে বিনোদন আর দেশপ্রেমের জিগির তুলি এসব যে গেম ইন্ডাস্ট্রির কালচারাল আর ইমোশনাল ক্যাপিটাল তা তো সুস্পষ্ট, আগেই গেম ইন্ডাস্ট্রির জায়গা থেকে ক্রিকেটকে মুক্ত করার দাবি তুলেন, না হলে আজাইরা নৈতিকতার বায়বীয় তত্ত্ব এনে ক্রিকেটারদের বিরুদ্ধে বলে তৃপ্তির ঢেঁকুর তুলবেন না..................

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৫১

অদ্ভুত স্বপ্ন বলেছেন: সহমত। আগে ক্রিকেটের বানিজ্যিকিকরণ ঠেকাতে হবে। নতুবা ক্রিকেটারদের শাস্তি দিয়ে ফিক্সিং রোধ করা সম্ভব না।

০৩ রা জুন, ২০১৩ সকাল ৮:৫৭

বিবাগী বাউল বলেছেন: রাইট , ধন্যবাদ !

২| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:১২

আজাদ আল্-আমীন বলেছেন: ha ekmot.........

০৩ রা জুন, ২০১৩ সকাল ৮:৫৭

বিবাগী বাউল বলেছেন: ধন্যবাদ , ভালো থাকবেন

৩| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:৩০

টানিম বলেছেন: পড়ে আসুন । ভালো লাগবে ।
আশরাফুলের সমস্যা মানসিক (একটু আপডেট আছে)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.