| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মঙ্গলবার আসলেই মাথায় একটা জিনিস ঘুরপাক খায় আসরের সময় এলাকায় থাকা যাবে না।
শুরু টা মনে হয় আমার ঠিক হয়নি। অধিক চাপ অনুভব করছিলাম তাই আগেই তা প্রকাশ করলাম ।
এখানে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে লেখা শুরু করলাম ।অবশ্য শুরু তো আগেই করে ফেলেছি ।প্রচলিত নিয়ম রক্ষার্থে শুভেচ্ছা জানালাম আর কি !
কি হল ?কৌতুক অনুভব করছেন আমার কথায় (লেখায়)? করতে পারেন । আমিও কৌতুকপ্রিয় । তবে মঙ্গলবার আসলেই মাথায় একটা জিনিসই ঘুরপাক খায় আর তা হল আসরের নামায আমাদের মসজিদে পড়ব কিনা । আমাদের এলাকায় প্রতি মঙ্গলবার তাবলীগ জামায়াতের গাস্থ হয় । আর ঐ গাস্থ থেকে সরে থাকাই যেন আমার ভাল লাগা । এলাকায় আমার যথেষ্ট কদর আছে । সবাই ভাল জানে । আর এটাই আমার দুর্বলতা । আসরের পর যখন এলাকার বড় ভাই কিংবা কোন এক চাচা বলবে থাকতে তখন আর না করার জোঁ থাকে না । বাধ্য হয়ে বসতে হয় ।
তাবলীগের পক্ষে বিপক্ষে অনেক মত রয়েছে । তবে সার্বিকভাবে আমার কাছে ভালোই মনে হয় । তবে তাদের অনেক ভুল রয়েছে । পাঠক,আপনি কখনো সময় লাগিয়েন কি? যদি লাগিয়ে থাকেন তাহলে দেখবেন তারা তিনটি বই (ফাজায়ালে আমল ,ফাজায়ালে সাদাকাত,মুন্তাখাব হাদিস) পড়ে । বইগুলো নিয়েই আমার যত আপত্তি । কিছু ভিডিও দেখলাম ,কিছু পোস্ট পড়লাম কিন্তু তাদের দেখানো ভুলগুলো আমি ফাজায়ালে আমল বইয়ে পাইনি ।কারণ তাদের দেয়া রেফারেন্স গুলো বইয়ের সাথে মিলে না । কেউ পারলে আমাকে "দারুল কিতাব " প্রকাশনার ২০০১ সালে প্রথম প্রকাশ "ফাজায়ালে আমল" বইয়ের ভুলগুলো দেখিয়ে দিন । ধন্যবাদ ।
২|
০৯ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
চিন্তিত নিরন্তর বলেছেন: আমি যেটা জানি, তাদের কিতাব গুলোর লেখক সে সময়ের খুব ভাল মাপের আলেম ছিল। ভারত ভাগের আগে তার লেখা একটা বই মুসলিমদের বিভেদ ঠেকাতে ফ্রি বিতরন করা হয়েছিল। আপনি "আল এ তেদাল ফী মারাতিবির রিজাল বা ইসলামী সিয়াসাত " বইটি পড়ে দেখতে পারেন।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৮
এমঙচতণঢ বলেছেন: আমার ধারনা কম, তবে অদের আরেকটা বই আছে, মুন্তাখাব হাদিস। আপনি এইটার সাথে রেফারেন্স মিল পাবেন।