| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা কান্নার আওয়াজে দৌড়ে গিয়েছিলাম বাইরে।
সেখানে দেখি স্বল্প বসনা এক কিশোরী,
মধ্যরাতে, সরু গলির কোনায়,
ডাস্টবিনের পাশে।
এখানে ওখানে ছেঁড়া কাপড়,
গাঁয়ে কামড়ের দাগ।
চিকেন ড্রামস্টিকের মতোই নিংরে খাওয়া দেহ!
আমি কাছে যেতেই, আরও জড়সড় হলো সে।
আরও দু পা বাড়ালাম।
এবার ভয়ে সে দৌড়ল, রাস্তা পাড়ি দেবে বলে,
আর হলো না।
মিশে গেল তার দেহ, এই নিয়ন আলোর রাজপথে।
যাহা ছিল কত পুরুষের রাতের খোরাক,
এখন পড়ে আছে রাস্তায়,
রক্ত-অস্থি-মাংস!
ঈশ্বরের ডিজাইনের মানবোপাদান।
আর
বেঁচে রইল কিছু পশু!
যারা মধ্যদন্ডের উত্তেজনায় মাতাল।
©somewhere in net ltd.