| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাবিক সিনবাদ
“রাত্রি বলবে নেই, নক্ষত্র বলবে নেই শহর বলবে নেই, সাগর বলবে নেই হৃদয় বলবে- আছে”

গরু খুব শান্ত-শিষ্ট, নিরীহ (গুতা খাইলে বুঝবেন কেমন নিরীহ)
গৃহপালিত একটি উপকারী প্রাণী। গরুর চারটি ঠ্যাং, দুইটা চোখ, দুইটা কান, একটা নাক, একটা মুখ এবং মাছি খেদানোর জন্য একটা ল্যাঞ্জা আছে।
এই রকম গরুর রচনা আমরা স্কুল লাইফে সবাই লিখসি, তাই না? তবে এই রচনা লিখেই আপনি যদি ভেবে থাকেন গরুর সম্বন্ধে আপনি সবজান্তা হয়া গেছেন, তাইলে কিন্তু আপনি ভুল করছেন।
কারণ আপনি কি জানেন? আমাদের অতি পরিচিত প্রাণী গরুর মুখের উপরের পাটিতে কোনো দাঁত থাকেনা!
শুধু নীচের পাটিতেই থাকে। উপরের পাতিতে দাঁত না থাকলে আমাদের পক্ষে চিবিয়ে কোনও খাবার খাওয়া সম্ভব ছিলোনা।
তা হলে গরু চিবায় কি করে? গরুর মুখে উপরের পাটিতে দাঁত না থাকলেও থাকে শক্ত মাড়ি। যাকে ডেণ্টাল প্যাড বলে। এটাই দাঁতের বিকল্প হিসেবে কাজ করে। নীচের পাটির দাঁত আর এই ডেণ্টাল প্যাড দিয়েই গরু খাবার চিবায়।
গরুর দুধ খুব পুষ্টিকর সেটাতো সবাই জানেন। হাত দিয়ে যেমন গরুর দুধ দোয়ানো যায় তেমন মিল্কিং মেশিন দিয়েও দোয়ানো যায়, এটাও জানেন, তাইনা? তবে দুধ দোয়ানোর সময় মিউজিক শোনানো হলে গরু বেশি দুধ দেয়!
এইটা কি জানতেন??
গরুর পাকস্হলীতে চারটি ভাগ থাকে, ভাগগুলো হলোঃ রুমেন, রেটিকুলাম, ওমাজাম, এবওমাজাম। এজন্য গরুকে কম্পাউণ্ড স্টমাক এনিমেল বলা হয়। গরুর পাকস্হলীর এমন গঠনের কারণে গরু কখনও বমি করতে পারে না।
আপনি প্রতি দিন কয় গ্লাস পানি পান করেন? গরু প্রতিদিন প্রায় ২০ থেকে ৫০ গ্যালন পানি পান করতে পারে। মানে পুরো এক বাথটাব পানি। আর লালাও উতপন্ন করে প্রায় ২০ গ্যালন।
যখন একটি গরু খাবার খায় সেটি পেটে হজম হওয়ার পর গরুটি দৈনিক ২৫০ থেকে ৫০০ লিটার পর্যন্ত মিথেন গ্যাস উৎপন্ন করে। 
একদল জার্মান গবেষক দেখিয়েছেন, সূর্যের অবস্থান পূর্বপশ্চিম যেদিকেই হোক কিংবা বাতাস যেকোন দিক থেকেই প্রবাহিত হোক না কেন, একটি গরু সব সময় পৃথিবীর ভৌগলিক উত্তর কিংবা দক্ষিণ মেরুর দিকে মুখ করে থাকে। কেন এরকম হয় সেটা এখনো এক বিরাট রহস্য।
গরু প্রায় ৩০০ ডিগ্রি কোণে যেকোন কিছু দেখতে পায়। তবে সামনে ডান দিকে ও পেছনের দিকে এটি একদমই দেখতে পায় না।
গরুরা লাল রঙ দেখতে অক্ষম। ষাঁড়ের খেলাতে এদের সামনে লাল রঙ এর কাপড় নাড়ানো হয় শুধু এদেরকে উত্তেজিত করে তোলার জন্য।
মানুষের যেমন অঞ্চলভেদে বাচনভঙ্গিতে ভিন্নতা আছে ঠিক একইভাবে গরুদের মাঝেও আছে! একদল কৃষক পর্যবেক্ষণ করে দেখেন যে, তাদের গরুদের ‘হাম্বা’ ডাকের মাঝে ভিন্নতা রয়েছে। একেক অঞ্চলের গরু একেকভাবে ডাকে। ভাষাবিজ্ঞানীরা এই ব্যপারটির সাথে একমত পোষণ করেছেন।
গরুদের ঘ্রাণশক্তি অনেক ভাল। তারা ৬ মাইল দূর থেকেও যেকোন কিছুর গন্ধ অনুভব করতে পারে।
জানেন কি? গরুকে সিঁড়ি দিয়ে উপরে উঠানো যায় ঠিক, কিন্তু কখনও সিঁড়ি দিয়ে নীচে নামানো যায় না। (বিশ্বাস না হইলে ট্রাই কইরা দ্যাইখেন)
শুধু গরুই যে অদ্ভুত আচরণ করে তা নয়। মানুষও অনেক সময় গরুর সঙ্গে উদ্ভুত আচরণ করে। ১৭৪০ সালে ফ্রান্সে একটি গাভীকে বিচারে দোষী সাবস্ত্য করা হয় এবং প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়। গাভীটির অপরাধ ছিলো সে কালো জাদু করেছিলো!!!

♣♣ তথ্যগুলো জাল থেকে ধরেছি।
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৬
নাবিক সিনবাদ বলেছেন: ধন্যবাদ জানবেন। ![]()
২|
২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪১
শাহরীয়ার সুজন বলেছেন: গরুর বিষয়ে অনেক কিছু জানা গেলো, ধন্যবাদ। ![]()
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৭
নাবিক সিনবাদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
![]()
৩|
২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৭
শাহাদাত ফাহিম বলেছেন: গরু কাহিনী ভাল্লাগসে, অনেক গুলা পিলাচ ![]()
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৯
নাবিক সিনবাদ বলেছেন: আপনার মন্তব্যটাও আমার খুব ভাল্লাগসে, ধন্যবাদ জানবেন। ![]()
৪|
২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৯
হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ, কিছু দারুন তথ্য, ভাল লাগল।
২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৫
নাবিক সিনবাদ বলেছেন: ধন্যবাদ ভাই।
৫|
২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৬
প্রামানিক বলেছেন: গরু সম্পর্কে অনেক কিছু জানা হলো। ধন্যবাদ
২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৫
নাবিক সিনবাদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ![]()
৬|
২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সাঙ্ঘাতিক ব্যাপার! আমাদের লেখা গরু রচনাগুলো তাহলে অনেকটাই অসম্পূর্ণ ঠিল।
২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৪
নাবিক সিনবাদ বলেছেন: জি ভাই, ধন্যবাদ। ![]()
৭|
২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২১
জুন বলেছেন: জানা হলো গরু কাহিনী ![]()
২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৫
নাবিক সিনবাদ বলেছেন: ধন্যবাদ ![]()
৮|
২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৩
সজিব হাওলাদার বলেছেন: ভাল লাগল।ধ্যবাদ।
২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৬
নাবিক সিনবাদ বলেছেন: ধন্যবাদ। ![]()
৯|
২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪১
আহলান বলেছেন: গরু যে বত্তমানে শুধু গৃহপালিতই নয় একটি রাজনৈতিক প্রাণী ..তা তো বল্লেন না ....
২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৯
নাবিক সিনবাদ বলেছেন: আমি না বল্লেও আপনি তো বললেন, ধন্যবাদ।
![]()
১০|
২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫০
আহমেদ শাহরিয়ার বলেছেন: জানেন কি? গরুকে সিঁড়ি দিয়ে উপরে উঠানো যায় ঠিক, কিন্তু কখনও সিঁড়ি দিয়ে নীচে নামানো যায় না। (বিশ্বাস না হইলে ট্রাই কইরা দ্যাইখেন)
আমাগর গরু নাই, নাইলে টেরাই করিয়া দেখিতাম...
![]()
২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫২
নাবিক সিনবাদ বলেছেন: কারো কাছ থিইক্কা একটা গরু হাওলাত করেন। ![]()
১১|
২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫২
সেলিম আনোয়ার বলেছেন: গরু তাহলে শুধু সিড়ি বেয়ে ওপরে ওঠে নিচে নামেনা ।
দারুন তো ।
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০০
নাবিক সিনবাদ বলেছেন: জি
ধন্যবাদ।
১২|
২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৯
ভিটামিন সি বলেছেন: চিন্তা করতেছি পয়েন্টগুলি নোট করে রাখবো কিনা। পরবর্তী জেনারেশনকে ডিজিটাল গরুর রচনা শিখাতে কাজে লাগবে।
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০২
নাবিক সিনবাদ বলেছেন: রাইখাদেন কাজে লাগতেও পারে
![]()
১৩|
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৭
কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার গরু রচনা । অনেক কিছুই তাহলে অজানাই রয়ে গিয়েছিল !!
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৩
নাবিক সিনবাদ বলেছেন: হুম জানার কি শেষ আছে, অনেক ধন্যবাদ। ![]()
১৪|
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৩
জে.এস. সাব্বির বলেছেন: গরুকে সিঁড়ি দিয়ে উপরে উঠানো যায় ঠিক, কিন্তু কখনও সিঁড়ি দিয়ে নীচে নামানো যায় না।
।ভাবতেছি ,থিউরিটা যাচাই করেই দেখি । কিন্তু ভাই ,যদি সত্যি হইয়া যায় ,তাহলেতো মহামসিবতের মধ্যে পড়তে হবে !! তারাতারি নিচে নামানোর আরেকটা থিউরি দেন ।।।
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৮
নাবিক সিনবাদ বলেছেন: সিঁড়ি দিয়া উঠাইয়া, লিফট দিয়া নামাইতে পারেন।
![]()
১৫|
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৫
জে.এস. সাব্বির বলেছেন: মিউজিক থিউরিটা নিশ্চয়ই কাজে দিবে । থাঙ্ক ইউ
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৪
নাবিক সিনবাদ বলেছেন: ওয়েলকাম
![]()
১৬|
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৫
ঢাকাবাসী বলেছেন: খুব সুন্দর লেখা, জানলুম গরু সম্বন্ধে, আগে জানতুম গরু গাছে উঠে তো নামেও নিশ্চই, এখন দেখি সে সিড়ি দিয়ে নামতেই পারেনা, কি সংঘাতিক সমস্যা!
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৯
নাবিক সিনবাদ বলেছেন: হুম, ধন্যবাদ জানবেন।
![]()
১৭|
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৫
নেক্সাস বলেছেন: হাম্বা কাহিনী ভাল লাগছে
২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:১৫
নাবিক সিনবাদ বলেছেন: ধন্যবাদ আপনারে
![]()
১৮|
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৬
মার্কেটিং বয় বলেছেন: বেলজিয়ান বুলু.......নেট এ দেখেতে পারেন.....(muscle cow).....
২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:২৫
নাবিক সিনবাদ বলেছেন: ওকে, ধন্যবাদ।
![]()
১৯|
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫০
চন্দ্রদ্বীপবাসী বলেছেন: তবে দুধ দোয়ানোর সময় মিউজিক শোনানো হলে গরু বেশি দুধ দেয়!
অ্যাঁ! কি বললেন এইটা
।
২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:২৭
নাবিক সিনবাদ বলেছেন: হা এইটাই বলছি। ![]()
২০|
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৬
কিরমানী লিটন বলেছেন: নেক্সাস বলেছেন: হাম্বা কাহিনী ভাল লাগছে
অনেক অজানাকে জানার সুযোগ করে দেয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ ...
সতত শুভাশিস...
২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫৮
নাবিক সিনবাদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন। ![]()
২১|
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১১
শাহাদাত হোসেন বলেছেন: এই রচনা যদি কেলাস থ্রিতে পাইতাম তাহলে রচনায় দশে বিশ পাইতাম ।
২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫১
নাবিক সিনবাদ বলেছেন: হা কথা সইত্য ![]()
২২|
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২১
চলন বিল বলেছেন: গরুকে সিঁড়ি দিয়ে উপরে উঠানো যায়, নিচেও নামানো যায়। গত কুরাবানির ঈদে আমি নিজে ৫ তালার ছাঁদে আমাদের গরুটাকে উঠিয়েছি আবার নামিয়েছি।
নেটে যেসব তথ্য পাওয়া যায়, তার সবকিছু সত্য ভেবে বসবেন না।
২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৪
নাবিক সিনবাদ বলেছেন: বলেন কি? তা ভাই গরুটাকে হাটিয়ে নামাইসেন? নাকি কুরবানি দেয়ার পর নামাইসেন? কথাটা আমি ঠিক বিশ্বাস করতে পারলামনা, ধন্যবাদ।
২৩|
২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০২
আলভী রহমান শোভন বলেছেন: ভালো লেগেছে।
২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫০
নাবিক সিনবাদ বলেছেন: ধন্যবাদ।
২৪|
২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৬
আহসানের ব্লগ বলেছেন: +++
২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৭
নাবিক সিনবাদ বলেছেন: ধন্যবাদ ভাই।
২৫|
২২ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
স্পর্শিয়া বলেছেন: এ রচনাটিও অসাধারণ। আর কমেন্ট গুলিও মজার।
২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৯
নাবিক সিনবাদ বলেছেন: মজার হলেই তো ব্লগিং করে মজা, তাই না আপু?
ধন্যবাদ।
২৬|
২২ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
শূণ্য মাত্রিক বলেছেন: এটা বিশ্ববিদ্যালয় লেভেলের গরু রচনা ![]()
২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০১
নাবিক সিনবাদ বলেছেন: হ্যা ভাই ঠিক কইসেন ![]()
২৭|
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৯
গেম চেঞ্জার বলেছেন: আমি চিন্তা কইত্তে আছি- আপনে গরু নিয়া কৌতূহল বাড়িল কিসের জন্যি?
আপনার কোনু এক্সাম চইলতাছে না-তো? তা না হলি পরে গরু রচনা লিখবার লাগসে কি জন্যি? নাকি গরু নিয়া কোন হাম্বাবিশারদ হইবার পিলান আচে, ভায়া??
২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৩৭
নাবিক সিনবাদ বলেছেন: আসলে ভায়া, আমাগর ব্যাফুক বজ্জাত একটা গাভী আছে, দুধ দোয়ানোর সময় লাত্থি মাড়তে সে খুব লাইক করে
তার এই স্বভাব দূর করার কোনো উপায় আছে নাকি সেইটা জানার জন্নি গুগলে সার্চ দিসিলাম। ফলাফলে এইগুলান আসছে। ![]()
২৮|
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪০
তারছেড়া লিমন বলেছেন: চমৎকার গরু ময় পোষ্ট।।। ইহা ডিজিটাল গরুর রচনা।।
২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১২
নাবিক সিনবাদ বলেছেন: হা সব কিছুই তো এখন ডিজিটাল হচ্ছে, তাই এইটাও....
P
২৯|
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৯
মোঃ খুরশীদ আলম বলেছেন: ভাল লাগল বস, অনেক তথ্য জানলাম।
২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৪
নাবিক সিনবাদ বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন ভাই। ![]()
৩০|
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৫
রহস্যময় ডিটেকটিভ ঈশান বলেছেন: গরু কালোজাদু করে ক্যামতে? ![]()
২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪১
নাবিক সিনবাদ বলেছেন: হেইয়া তো আমিও মালুম করবার পারতাসিনা ![]()
৩১|
২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:২৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শান্ত-শিষ্ট বলেই জানি
লেজ বিশিষ্ট গরু;
তথ্য দিলে যত তুমি
জ্ঞানে ছিলুম জিরু!!!
২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪২
নাবিক সিনবাদ বলেছেন: ওয়াও মন্তব্য প্রিয়তে নেয়ার সিস্টেম থাকলে, এইটা প্রিয়তে নিয়া নিতাম। অন্নেক ধন্যবাদান্ত। ![]()
৩২|
২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:২৩
সাদা মনের মানুষ বলেছেন: শেসের তথ্যটা সত্যিই আমাকে চমৎকৃত করেছে ভাই
২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৬
নাবিক সিনবাদ বলেছেন: আমি নিজেও খুব অবাক হইছি, ধন্যবাদ। ![]()
৩৩|
২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৫
লালপরী বলেছেন: গরু নিয়ে এত কিছু
ব্যাপুক ধইন্যবাদ ভাই ![]()
২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
নাবিক সিনবাদ বলেছেন: আপনাকেও অন্নেক ধন্যবাদ। ![]()
৩৪|
২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
গরু পুরাণ।
ভাল লাগা।
২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:২৪
নাবিক সিনবাদ বলেছেন: ধন্যবাদ।।। ![]()
৩৫|
২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৬
সুমন কর বলেছেন: গরু সম্পর্কে অবাক সব তথ্য জানলাম।
শেয়ার করার জন্য ধন্যবাদ। গুড পোস্ট।
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫২
নাবিক সিনবাদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ![]()
৩৬|
২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১০
অপ্রকাশিত কাব্য বলেছেন: গরু শুধু গরু নয়,তা হিন্দু সম্প্রদায়ের মাও বটে। এর জন্য এরা জীবন দিতে এবং নিতে পারে। মদ্দা কথা গরু যুদ্ধের একটি ইস্যু বলতে পারেন। গৌমূত্র কিছু কিছু হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মহৌষধ।
এই বিশেষ তত্ব ++ হবে
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৩
নাবিক সিনবাদ বলেছেন: ![]()
৩৭|
২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৬
আরণ্যক রাখাল বলেছেন: চরম ব্যাপার স্যাপার| হেব্বী কাহিনী
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৩
নাবিক সিনবাদ বলেছেন: ধন্যবাদ
![]()
৩৮|
২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩১
আহমেদ জী এস বলেছেন:
নাবিক সিনবাদ ,
জাল দিয়ে গরু ধরা , মনে হয় প্রথম শুনলুম । যাক নাবিক হয়ে মাছের বদলে গরু যখন ধরেই ফেলেছেন মনে হয় কলিকালে আরও কত কিছু যে শুনবো !
একটি গরু সব সময় পৃথিবীর ভৌগলিক উত্তর কিংবা দক্ষিণ মেরুর দিকে মুখ করে থাকে। কেন এরকম হয় সেটা এখনো এক বিরাট রহস্য। রহস্য খুব একটা নেই । পন্ডিতগো মাথা সব গোবরে ভরা । গরুর মাংশে আর হাড্ডির ভেতরে চুম্বক আছে একখান । চুম্বকের ধর্ম তো জানেনই !!!!!!!
শুধু গরুই যে অদ্ভুত আচরণ করে তা নয়। মানুষও অনেক সময় গরুর সঙ্গে উদ্ভুত আচরণ করে।
গরুর মতো উদ্ভট আচরণ করার জন্যেই মানুষকে " তুই একটা গরু" এই বলে মিষ্টি করে ডাকি আমরা । মিষ্টি তো হবেই ! গরুর দুধে মিষ্টি হয় ।
গরুর সম্বন্ধে সবজান্তা নাবিককে , খানিকটা জ্ঞান দিলুম ।
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৭
নাবিক সিনবাদ বলেছেন: আপনার কাছ থেকে খানিকটা গিয়ান লাভ করে নিজেকে ধন্য মনে হচ্ছে, অন্নেক ধন্যবাদ। ![]()
৩৯|
২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২২
আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন একটি গরুরচনা।
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৮
নাবিক সিনবাদ বলেছেন: জি আপু, ধন্যবাদ। ![]()
৪০|
২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
কামরুন নাহার বীথি বলেছেন: সাংঘাতিক খবর!!!
![]()
২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:২২
নাবিক সিনবাদ বলেছেন: হুম সাংঘাতিকই বটে
![]()
৪১|
২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৭
কামরুন নাহার বীথি বলেছেন: আপনি এত্তবড় সাইজের ছবি পোষ্ট করলেন কিভাবে, এটা নিয়ে একটা লেখা পোষ্ট করুন।
![]()
৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৬
নাবিক সিনবাদ বলেছেন: এইটা সিক্রেট ব্যাপার বলা যাবে না।।। ![]()
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪০
বিসকুট পাগলা বলেছেন: অসাধারণ গরু কাহিনি। পড়ে মজা পেলুম।