নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরে থাকুন; ভালো থাকুন।

ঋণাত্মক শূণ্য

নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!

ঋণাত্মক শূণ্য › বিস্তারিত পোস্টঃ

আমার বুকসেলফ! - পর্ব ০১ - রিচ ড্যাড পুওর ড্যাড!

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৩

রিচ ড্যাড পুওর ড্যাড! বাংলা করলে কি দাড়াবে, ধনী বাপ গরিব বাপ! বইটা অনেকদিন থেকেই পড়ার লিষ্টে ছিলো। পড়ি পড়ি করে পড়া হচ্ছিলো না। কিন্ডেলে গতমাসে হঠাৎ ছাড় দেখে কিনে ফেললাম, আর গতমাসে অফিসের কাজে দুইবার বাইরে যাওয়াতে এয়ারপোর্ট আর বিমানে বসেই বই পড়া শেষ!

বইটি গত ২০ বছরের বেশী সময় ধরে "পারসোনাল ফাইনান্স" এর ক্যাটাগরির বইয়ের মধ্যে সবার উপরে আছে। বইটিতে লেখক দেখিয়েছেন তার অর্থনৈতিক জ্ঞানের হিসাবে দুইজন "বাপ" আছেন। তার নিজের পিতা হচ্ছে গরিব বাপ, আর তার বন্ধুর পিতা হচ্ছে ধনী বাপ।

বইটা পড়ে আমার নিজের পারসোনাল ফাইনান্স সম্পর্কে কিছু ধারণা পরিবর্তন হয়েছে, আর কিছু ধারণা পাকাপোক্ত হয়েছে। ওভারঅল বইটা বেশ ভালোই লেগেছে বইটি পড়ে।

কিছু কি লেসন উল্ল্যেখ করিঃ
১। গরিব টাকার জন্য কাজ করে, ধনীদের টাকা তাদের জন্য কাজ করে
২। স্কুলের লেখাপড়া দরকার, সাথে পারসোনাল ফাইনান্সের জ্ঞান দরকার।
৩। আপনাকে assets এবং liabilities এর পার্থক্য বুঝতে হবে, নতুবা বিপদে পড়বেন।
৪। গরিবের ইনকাম বাড়লে সে আরও বেশী টাকার সমস্যায় পড়ে; ধনীর ইনকাম বাড়লে সেটা আরও ইনকাম বাড়ায়!
৫। একই জিনিষে অসফলতা কাউকে সফলতার দিকে নেয়, আবর সেই অসফলতাই কাউকে আরও অসফলতার দিকে নেয়।
৬। আপনার ইনকাম থেকে সবার প্রথমে আপনার নিজের জন্য কিছু রাখুন।
৭। নিজের ইমোশন দিয়ে কন্ট্রোলড হবেন না। বুদ্ধি খাটান।
৮। কাজ করুন দক্ষতা অর্জন ও উন্নয়নের জন্য, টাকার জন্য না।
৯। রিস্ক ম্যানেজমেন্ট শিখুন
১০। নিজের চরকায় তেল দিন
১১। কোন কিছু করতে একটি সঠিক কারণ খুজুন (Start with Why বইটা আমার কাছে এই টপিকের জন্য প্রিয়)

নিচের ছবিতে এই বইয়ে থাকা কিছু মাইন্ডসেট এর ধারণা দেওয়া হয়েছে। আমার কাছে শেষ দুইটা পয়েন্ট জবরদস্ত লেগেছে।



এছাড়া লেখক গরিব ও ধনীর কথার কিছু পার্থক্য দেখিয়েছেন। টপিক একই, কিন্তু কে কিভাবে বিষয় গুলি দেখছে সেটা তুলে ধরেছেন।


আমি সবাইকে রিকোয়েষ্ট করবো বইটি পড়ার জন্য। অন্তত পক্ষে বইয়ের কিছু ইনসাইটস অনলাইনে বিনা মূল্যেই পাওয়া যায় সেগুলি পড়তে পারেন।

বিরক্তিকর বিষয়ঃ
কিছু কিছু জায়গায় হুদাই লেখক ঘটনাকে বড় করেছেন। ভারতীয় উপন্যাস লেখকরা যেমন বইয়ের সাইজ বড় করবার জন্য হুদাই কিছু কথাবার্তা ঢুকায়, তেমন ঢুকিছেন। তাছাড়া কথায় কথায় রিচ ড্যাড, পুওর ড্যাড এত বেশী ঢুকিয়েছে যে এটা কম করলে মনে হয় আরও এক ঘন্টা আগে বই শেষ করতে পারতাম!



আপনার প্রাক্তনের স্বামী/স্ত্রী যদি আপনার অধিনস্ত হয়ে কাজ করে, কেমন হবে?

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০২

শূন্য সারমর্ম বলেছেন:


এই বই পড়ে কে কতটুকু শিখেছে, তার উপর জরিপ চালানো প্রয়োজন।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: এই ধরণের জরিপ চালানোটাই আসলে বোকামী। কারণ একটা কিছু পড়েই মানুষ হঠাৎই পরিবর্তন হয়ে যায় বা হঠাৎই কিছু শিখে ফেলে তা নয়। আমি একটা কথা বলেছি উপরে, বইটা পড়ে আমার নিজের পারসোনাল ফাইনান্স সম্পর্কে কিছু ধারণা পরিবর্তন হয়েছে, আর কিছু ধারণা পাকাপোক্ত হয়েছে। মানুষের পরিবর্তন বা শেখাটা আসে ধীরে।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: বইটার কথা অনেকের মুখে শুনেছি।
আপনার পোষ্ট থেকে কিছুটা ধারনা পেলাম।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: হুম, বইটি বেশ নামকরা। আপনার যদিও অর্থের সমস্যা নাই, তবুও আপনি পড়ে দেখতে পারেন। আশাকরি ভালো লাগবে।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৭

জ্যাক স্মিথ বলেছেন: বইটির অডিও আমি শুনেছি। খারাপ না বেশ মোটিভেশন মূলক কথাবার্তা। মনে হচ্ছিল যেন কোন এক ফিন্যান্সিয়াল এডভাইজরের বক্তব্য শুনছি। আর হ্যাঁ বইটিতে প্রতি মূহুর্তেই প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে, গরীব বাবার চিন্তাধারা সব ভুল।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: হুম, বইটি তেমনই।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১১

জ্যাক স্মিথ বলেছেন: Think and Grow Rich এই বইটিও পড়তে পারেন। দুটি বইয়ের মধ্যে বেশ মিল আছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২০

ঋণাত্মক শূণ্য বলেছেন: বইটি রিডিং লিষ্টে আছে। আমি মাসে সাধারণত ২-৩টি বই পড়ার চেষ্টা করি। এটা বছরের শেষের দিকে ধরবো আশাকরা যায়।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২২

জ্যাক স্মিথ বলেছেন: আমার ঘুমের মহা ওষুধ হচ্ছে বই, অডিও অথবা কাগজের বই দুটোই। :-P

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: আলহামদুলিল্লাহ। আমার ঘুমানোর জন্য কিছু লাগে না। শুয়ে পড়লে প্রচন্ড দ্রুততার সাথে ঘুমিয়ে পড়ি। বই পড়তে গেলে খুব একটা ঘুম আসে না; বিশেষ করে যদি ইন্টারেষ্টিং বই হয়।

আমি দেশে থাকতে ৭৫% বইই কাগজের বই পড়তাম। এখন পড়ি কিন্ডেলে। কাগজের বইয়ের দাম বেশী, আর কিন্ডেলে একইরকম ফিল পাওয়া যায়। অডিও বই ভালো লাগে না! মনে হয় কানের কাছে মশা গুনগুন করছে!

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪২

কামাল১৮ বলেছেন: পুজিপতিদের মনস্তাত্ত্বিক প্রচার।আমরা যতবেশি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো,ততো ওদের শোষন করতে সুবিধা হবে।আমরা ঐক্যবদ্ধ হলেই ওদের সমস্যা।সবাই পুঁজিপতি হতে পারবেনা,কিন্তু সমর্থক হতে পারবে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনার মন্তব্যটা পুরোপুরি পোষ্ট রিলেটেড করতে হলে আর একটু ব্যাখ্যা দরকার ছিলো। যাই হোক, ব্লগে আর একজন পোষ্ট করেছেন কার যেন অবৈধ্য সন্তান সম্পর্কে, সেখানে আপনার বক্তব্য কিন্তু আমার এখানে করা বক্তব্যের সাথে মিলে নাই। বরং যারা "পুজিপতিদের" বিরুদ্ধে দাড়িয়েছে, তাদের করা ভুলেরই পক্ষে সাফাই গাওয়া হয়েছে!

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৫৯

কামাল১৮ বলেছেন: বেশি ব্যাখ্যা করলে চিন্তা করার সুযোগ থাকে না।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:০৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: সেটাও ঠিক!

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই যুগে গরীব হওয়া একটা অভিশাপ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: যদি এমন মনে করেন, তাহলে তাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.