নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরে থাকুন; ভালো থাকুন।

ঋণাত্মক শূণ্য

নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!

ঋণাত্মক শূণ্য › বিস্তারিত পোস্টঃ

সম্ভাবনার নতুন দ্বার, ডিপ ফেক প্রযুক্তি!

২৬ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৩

ডিপ ফেক প্রযুক্তি নিয়ে কিছু বলার আছে বলে মনে করি না। টেকনোলজী বেশ পূরাতন হলেও সম্প্রতি এর নাম-ডাক (হাক-ডাক) বা ব্যবহার বেড়েছে বলে মনে হচ্ছে।



কয়েকদিন থেকে এদিক সেদিক দেখছি কার যে একটা ভুয়া ভিডিও বের হয়েছে। অন্য একজনের মাথা বাদ দিয়ে তার মাথা জুড়ে দেওয়া হয়েছে। আমি তাকে চিনি না বা তার নাম শুনেছি বলেও মনে পড়ে না। পরে আর একটা নিউজে দেখলাম নায়িকা কাজলেরও নাকি এমন কি একটা ভিডিও বের হয়েছে।

আরও অনেককেই দেখলাম উষ্মা প্রকাশ করতে যে এমন নাকি আরও অনেকের সাথে হতে পারে। এভাবে নাকি আরও খারাপ কিছু বের হতে পারে, ইত্যাদি ইত্যাদি। বিষয়টা বেশ কনসার্নিং, সকলের জন্যই।

এর আগে এই প্রযুক্ত ব্যবহার করে বারাক ওবামার একটা ভিডিও দেখেছিলাম। কয়েকদিন থেকে দেখছি ইলন মাস্কের একটা ভিডিও দিয়ে একদল বিজ্ঞাপন বানিয়েছে, যেটা আদতে ইলনমাস্কের ভিডিও না। হয়ত বিষয়টা নিয়ে আলোচনা শুরু হতে পারে; আবার নাও পারে।

তবে এই প্রযুক্তির নাম কিছু মানুষের নিজের নামে সাফাই গাইবার জন্য ব্যবহার করতে পারে বলে মনে করছি। এবং তা খুব শিগ্রহীই হয়ত আমাদের সামনে আসবে। কেন প্রযুক্তিটির ব্যবহারের কথা না বলৈ "প্রযুক্তির নাম" ব্যবহারের কথা বলছি, ও মানুষ কিভঅবে "প্রযুক্তিটির নাম" ব্যবহার করবে সে বিষয়ে যাওয়ার আগে একটা ঘটনা স্বরণ করিয়ে দেই।

গত কয়েক বছরের মধ্যেই হঠাৎ বাংলাদেশে এক গুজব ছড়িয়ে রাতারাতি ত্রাশ ছড়িয়ে পড়লো মানুষের মনে। "ব্লু হোয়েল" গেম এর নাম। একজন আত্মহত্যা করলো বা হত্যা হলো (ঠিক মনে নেই), তার আত্মীয়া একজন বললো এটা "ব্লু হোয়েল" গেম এর প্রভাব হতে পারে। আর বাংলার সাংবাদিক সকল সেটা নিয়ে নেমে পড়লো।


কম্পিউটার, টেকনোলজি, ইন্টারনেট ইত্যাদি সম্পর্কে সামান্য ধারণা থাকা সত্বে বলছি, বাংলাদেশের ৯৯.৯৯৯৯৯৯% ইউজারই জানে না যে ব্লু হোয়েলে খেলার জন্য যে ডার্ক ওয়েবে প্রবেশ করতে হবে, তা কি করে করা যায়। মূলত ইন্টারনেট ব্যবহারকারীরা বড়োজোর টর ব্রাউজার ফ্রিতে ডাউনলোড করে কিছু ব্লকড সাইট ভিজিট টুকুই পারে। এর বাইরে পারা লোক খুব খুব খুব কম। সেহেতু ব্লু হোয়েল এক্সেস তাদের পক্ষে প্রায় অসম্ভব। তবুও, হুজুগেতো গা ভাসাতেই হবে আমাদের!

যাই হোক, বিষয়টা হয়ত একটু পরিস্কার। আমাদের দেশের বেশ কয়েক বছরের ঘটনাচক্র ঘাটলে পাওয়া যায় যে প্রায় প্রতি বছরই কোন না কোন মানুষের ভিডিও লিক হয়, আর সেটা তাদের ক্যারিয়ারের উপর বেশ বাজে প্রভাব ফেলে। এটা নির্দিষ্ট কোন পেশার লোকজনের জন্য না, সবার জন্যই প্রযোজ্য। তবে "ইন্টেনসিটি" কারও জন্য কম কারও জন্য বেশী।

এখন নতুন করে কারও কিছু বের হলে আমরা খুব শীগ্রহীই শুনতে পাবো, এটা আমার ভিডিও না, এটা ডিপ ফেক। আবার দেখা যাবে যারা এসব আজেবাজে জিনিষ বানায়, তারা আসলেই কারও কারও ভুয়া ভিডিও বানাবেই। উভয় পক্ষের জন্যই ডিপ ফেক "সম্ভাবনার নতুন দ্বার" খুলে দিবে বলার অবকাশ রাখে না।

তবে এটি সবার জন্যই পক্ষান্তরে ক্ষতিকর। এটার থেকে বেঁচে থাকার উপায়ও খুব কঠিন।


মূল ছবি (একটু এডিটেড) এর লিংকঃ Rosie Kerr on Unsplash

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৪

নতুন বলেছেন: উভয় পক্ষের জন্যই ডিপ ফেক "সম্ভাবনার নতুন দ্বার" খুলে দিবে বলার অবকাশ রাখে না।

:D

২৬ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: ;)

২| ২৬ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৯

নতুন বলেছেন: তবে আমাদের দেশের মানুষও বড়ই ভন্ড।

নতুন ভিডিও বের হলে ঠিকই ছি ছি করবে।

কিন্তু আবার লিংক খুজে ঠিকই দেখতে যাবে...

আমাদের দেশে অন্যের এমন কিছু পোস্ট করলে সাজার ব্যবস্থা থাকা উচিত। অনলাইনে কাদা ছুড়াছুড়ি খু্বই বাজে পর্যায়ে চলে যাচ্ছে...

২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ২:২১

ঋণাত্মক শূণ্য বলেছেন: তবে আমাদের দেশের মানুষও বড়ই ভন্ড। - কথা সত্য

নতুন ভিডিও বের হলে ঠিকই ছি ছি করবে। - হুম, তা তো করবেই!

কিন্তু আবার লিংক খুজে ঠিকই দেখতে যাবে... - এটা মানুষের স্বাভবজাত দোষ! আমার বিশ্বাস আপনিও এমন কারও না কারও লিংক যোগাড় করে দেখেছেন!

আমাদের দেশে অন্যের এমন কিছু পোস্ট করলে সাজার ব্যবস্থা থাকা উচিত। অনলাইনে কাদা ছুড়াছুড়ি খু্বই বাজে পর্যায়ে চলে যাচ্ছে... - কিন্তু তাতে যে সাংঘাতিকেরা বেকার হয়ে যাবে!

৩| ২৬ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: মানুষের চাইতে তীব্র ভণ্ড ও দ্বিচারী আর কেউ আছে নাকি !

আমার তো মনে হয় দ্বিচারীরা এই ডিপ ফেইক প্রযুক্তি দেখে হিংসায় জ্বলে পুড়ে খাক হয়ে যাবে !

:P

২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ২:২১

ঋণাত্মক শূণ্য বলেছেন: হলে হোক, আমি অপেক্ষায় আছি কেউ একজন "আমি ইহার স্বীকার" বলার ;)

৪| ২৬ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

কামাল১৮ বলেছেন: যুদ্ধে প্রচুর ব্যবহার হয়।তাই খবরের বিশ্বাসযোগ্যতা অনেক কমে গেছে।

২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ২:২২

ঋণাত্মক শূণ্য বলেছেন: খবরের বিশ্বাসযোগ্যতা কবে ছিলো? টুইন টাওয়ারের দ্বিতীয় বিল্ডিং ধ্বসে পড়ার আগেই একটা চরম নামী সংবাদ প্রতিষ্ঠান বলেই দিয়েছিলো যে দ্বিতীয়টাও গেছে!

৫| ২৭ শে নভেম্বর, ২০২৩ ভোর ৬:২৬

কামাল১৮ বলেছেন: আমি লাইভ দেখছিলাম আর ভাবছিলাম দ্বিতীয়টা কখন যায়।এটা ভাবা খুব কঠিন বিষয় ছিলো না।

২৮ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১২

ঋণাত্মক শূণ্য বলেছেন: না, তারা "হবে" এমনটা বলে নি। তারা বলেছিলো যে অলরেডি ২য়টা পড়ে গেছে। কিন্তু যে রিপোর্টার এটা বলছিলো, তার পিছনেই ২য়টা দেখা যাচ্ছিলো তখনও।

৬| ২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৫২

রাজীব নুর বলেছেন: একটা লাঠি দিয়ে অন্ধ পথ চলে। আবার সেই লাঠি দিয়ে কাউকে পিটিয়ে মেরে ফেলা যায়।

২৮ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১২

ঋণাত্মক শূণ্য বলেছেন: হুম। খারাপ চরিত্রের মানুষ এটাকে অন্ধের লাঠির মতই ব্যবহার করতে পারবে।

৭| ০২ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩৪

বাকপ্রবাস বলেছেন: ডিপ ফেক ব্যাবস্থায় আমাদের সমাজ জীবনে দারুণ প্রভাব পড়বে, বিশেষ করে ফিমেল স্টাররা এর স্বীকার হবে বেশী, যুব সমাজের মোবাইলে মোবাইলে ঘুরপাক খাবে বিষয়গুলো ওদিকে ভেঙ্গে যাবে কারো মন, কারো সংসার দূর্বিসহ হয়ে উঠবে পুরোটা সমাজ

০৩ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫২

ঋণাত্মক শূণ্য বলেছেন: পুরো লেখাটা পড়ার অনুরোধ করছি। সেখানে কিছু বিষয় বোঝাতে চেয়েছি।
১। অনেকে এর শিকার হবে।
২। কিছু মানুষ সত্য ঘটনা ঘটায় বলবে আমি ওটার শিকার!
৩। কিছু মানুষ ইচ্ছাকৃত ভাবে এই ঘটনা ঘটাবে ভাইরাল হওয়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.