নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহু যাযাবর লক্ষ্যবিহীন, আমার রয়েছে পণ\nরঙের খনি যেখানে দেখেছি, রাঙিয়ে নিয়েছি মন।

অপ্রত্যাশিত হিমু

অপ্রত্যাশিত হিমু › বিস্তারিত পোস্টঃ

রোহিঙ্গাদের পক্ষে এরদোয়ান সোচ্চার যে কারণে

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৩

গত আটমাসে রোহিঙ্গা ইস্যুতে বরাবরই সোচ্চার ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান।
মি: এরদোয়ান সরাসরি বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের উপর গণহত্যা চালানো হচ্ছে।
মি: এরদোয়ানের মতো এতোটা জোরালো অভিযোগ অন্য কোন রাষ্ট্র প্রধান করেননি।
গত মঙ্গলবার মি এরদোয়ান সরাসরি ফোন করেছেন মিয়ানমারের সবচেয়ে ক্ষমতাবান রাজনৈতিক নেত্রী অং সান সু চি-কে।রোহিঙ্গা মুসলমানদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে মিস সু চি'র কাছে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে তুরস্ক।
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুর্দশা সচক্ষে দেখতে তুরস্কের ফার্স্ট লেডি আমিনে এরদোয়ান আজ ভোরে ঢাকায় এসেছেন।
তার সাথে আছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীও। আজই তাদের টেকনাফে রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রগুলোতে যাওয়ার কথা।
প্রশ্ন হচ্ছে, রোহিঙ্গা ইস্যুকে তুরস্ক কেন এতটা গুরুত্ব দিচ্ছে?
যুক্তরাষ্ট্রের অস্টিন পি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক ড. তাজ হাশমি মনে করেন এর পেছনে কয়েকটি কারণ রয়েছে।
তুরস্ক একসময় মুসলিম বিশ্বে নামকরা একটি দেশ ছিল। ইরান ছাড়া পুরো মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা তুরস্কের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল।
মি: হাশমি বলেন, "অনেকে এরদোয়ানকে বলছেন নিউ সুলতান। উনি তুরস্কের সে পুরনো রোলে (ভূমিকায়) ফিরে যেতে চাচ্ছেন। তুরস্কের পুরনো শৌর্য পুনরুত্থান করতে হবে।"
রোহিঙ্গা ইস্যু নিয়ে সোচ্চার হবার পেছনে মি: এরদোয়ানের ব্যক্তিগত বিষয় জড়িত আছে বলে মনে করেন মি: হাশমি।
তিনি মনে করেন, ইসলামপন্থী হিসেবে পরিচিত মি: এরদোয়ান মুসলিম বিশ্বের প্রধান প্রতিনিধি হতে চাইছেন।
মি: এরদোয়ান চাইছেন, মুসলিম বিশ্বে সৌদি আরব এবং পাকিস্তানের পরিবর্তে তুরস্ককে নেতৃত্বের আসনে নিয়ে আসতে।
রোহিঙ্গা ইস্যু নিয়ে মি: এরদোয়ান সোচ্চার হলেও মিয়ানমারের উপর তিনি কতটা চাপ তৈরি করতে পারবেন?
তাজ হাশমি মনে করেন, সে সম্ভাবনা খুবই কম। ভারত এবং চীন প্রত্যক্ষভাবে এবং আমেরিকা পরোক্ষভাবে মিয়ানমারের শাসক গোষ্ঠীকে সহায়তা করছে বলে উল্লেখ করেন তিনি।
" নরেন্দ্র মোদি বলেছেন, তিনি রোহিঙ্গা রিফিউজিদের ফিরিয়ে দেবেন। চীন সিকিউরিটি কাউন্সিলে ভেটো দিয়েছে। তার মিয়ানমারের বিরুদ্ধে কোন ধরনের অ্যাকশন নেয়ার ঘোর বিরোধী। এছাড়া মুসলমানদের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের যে পলিসি তাতে মনে হচ্ছে না যে আমেরিকা এগিয়ে আসবে। আমেরিকার মিডিয়াতে রোহিঙ্গাদের ব্যাপার নিয়ে খুব একটা উচ্চবাচ্য হচ্ছে না," বলছিলেন তাজ হাশমি।
তাঁর ধারনা বাংলাদেশকে সাথে নিয়ে রোহিঙ্গা ইস্যুতে একটি নতুন ফ্রন্ট দাঁড় করানো যায় কিনা সে চেষ্টা তুরস্ক করছে।
যদি মিয়ানমারের উপর কোন চাপ তৈরি করা সম্ভব না হয়, তাহলে মি: এরদোয়ানের তাতে কী লাভ হবে?
তাজ হাশমি মনে করেন, রোহিঙ্গাদের জন্য সোচ্চার হয়ে মি: এরদোয়ান দেশের মধ্যে এবং মুসলিম বিশ্বে এক ধরনের ভাবমূর্তি গড়ে তুলতে সক্ষম হবেন।
তিনি বলেন, "মুসলিম বিশ্বে তাঁর একটা ইমেজ সৃষ্টি হবে যে উনি ইসলামের একজন চ্যাম্পিয়ন, উনি মুসলিম বিশ্বের ঐক্য সাধনে প্রচেষ্টা করছেন।"
তাজ হাশমির বিশ্লেষণ অনুযায়ী, তুরস্ক চাইছে সৌদি আরবের বিরুদ্ধে ইরান ও বাংলাদেশকে সাথে নিয়ে একটি ফ্রন্ট করার চিন্তা-ভাবনা মি: এরদোয়ানের রয়েছে।
সৌদি আরবের নেতৃত্বে রিয়াদ-ভিত্তিক ৫৫টি মুসলিম দেশের যে জোট গঠন করা হয়েছে সেখান থেকে বাংলাদেশকে সরিয়ে আনার চেষ্টা করছে তুরস্ক।
সে প্রচেষ্টায় তুরস্ক সফল হলে সৌদি আরবের উপর চাপ বৃদ্ধির পাশাপাশি সে অঞ্চলে তুরস্কের প্রভাব বৃদ্ধি পাবে বলে মনে করেন মি: হাশমি।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০০

সুফি ইবনুসসাবিল বলেছেন: যাই হোক, তবুও একজন মানুষ তো পাওয়া গিয়েছে, যে রোহিঙ্গাদের পাশে এসে দাঁড়িয়েছে

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১২

নুসরাত অনি বলেছেন: সুফি ইবনুসসাবিল এর কথায় আমি একমত।

একজন মানুষতো পাওয়া গেছে।
যে রোহিঙ্গাদের দুঃখ ভাবছে!

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৬

আবু তালেব শেখ বলেছেন: এরদোয়ান কে স্যালুট জানাই

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৬

এম এ কাশেম বলেছেন: নষ্টরা নষ্ট চিন্তা করে, ফন্দিবাজ ফালতুরা সব জায়গায় ফন্দি আর স্বার্থ খুঁজে বেড়ায়।

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান যে চিন্তাধারা আর মন মানসিকতার মানুষ , যুক্তরাষ্ট্রের অস্টিন পি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক ড. তাজ হাশমি ধারে কাছে ও নাই।

আল্লাহ আমাদের সবাইকে বুঝার তাওফিক দান করুক।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫০

সচেতনহ্যাপী বলেছেন: হঠাৎ করে তুরষ্কের রাজনীতি এটাই বলছে।। ইউরোপের আশা ফেড হয়ে যাচ্ছে বলেই কি??

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০৯

নতুন বলেছেন: খুবই যৌক্তিক বিশ্লেষন....

কিছু মানুষ এটাকে নস্ট মানুষের নস্ট চিন্তা বলছে... কিন্তু অনেকেই আসলে ঘুমিয়ে থাকে এবং ঘটনার পেছনের কারন গুলি দেখতে পারেনা।


চীন/ভারত মায়ানমারের ভবিষ্যতের ব্যবসার জন্য বাজার তৌরি করছে তাই তারা সেটা নস্ট করবে না। চীনের কাছে গুটিকয়েক রোহিঙ্গার জীবন গুরুত্বপূন না।

আর এই যে রোগিঙ্গারা এলো,,,, এরা এখন থেকে বাংলাদেশেই থেকে যাবে থাকতে বাধ্য হবে...

কারন এরা কিভাবে প্রমান করবে যে এরা মায়ানমারের নাগরিক? মায়ানমার বলবে যে তাদের নাগরিকদের তারা ফিরিয়ে নেবে। কিন্তু এরা তো তাদের নাগরিকের প্রমান দিতে পারবেনা।

এরা দেখতে বাংলাদেশীদের মতন, কথা বলে চট্ট্গ্রামের ভাষায়.... তাই এরা বাংলাদেশি বলেই মায়ানমার প্রমান করবে।

আর তুরস্ক, ইরান তাদের মধ্যপ্রাচ্যের সমস্যার থেকে দৃস্টি সরাতে এবং এরদোয়ান যা করছে তা নিজের ইমেজের জন্যই করছে।

এখন বাংলাদেশের উচিত হবে কিভাবে এই রোহিঙ্গাদের পূনবাসন করা যায় না হলে এরা দেশে অপরাধমুলক কাজে জড়াবে।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৪

উম্মু আবদুল্লাহ বলেছেন: দীর্ঘদিন ধরে চলে আসা রোহিংগা সমস্যায় হঠাৎ তুরষ্কের হৈ চৈ দেখে অনেকেই অনেক কথা বলতে পারেন। তবে দেরীতে হলেও শুভবুদ্ধির উদয় হওয়ায় এরদোগানকে আন্তরিক ধন্যবাদ। আশা করি তিনি সর্বাত্মক চেষ্টা করবেন তাদের নাগরিকত্ব পুনরুদ্ধারের জন্যে।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০০

নিরাপদ দেশ চাই বলেছেন: বাংলাদেশ সরকার এই ইস্যূতে বড় সমস্যার মধ্যে আছে ভারতের কারনে। ভারত মিয়ান্মারের পক্ষ নেয়ায় বাংলাদেশ সরকার না পারছে মিয়ানমারের সমালোচনা করতে না পারছে রোহিঙ্গাদের ঘাড় থেকে ফেলে দিতে। যে কারনে সরকার এই ইস্যূ নিয়ে আপাতত চুপ করে আছে।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: বুঝি কম তার চুপ করে থাকি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.