নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহু যাযাবর লক্ষ্যবিহীন, আমার রয়েছে পণ\nরঙের খনি যেখানে দেখেছি, রাঙিয়ে নিয়েছি মন।

অপ্রত্যাশিত হিমু

অপ্রত্যাশিত হিমু › বিস্তারিত পোস্টঃ

একটা সময় ছিল যখন চোর-ডাকাতরা গ্রামবাসীর তাড়া খেতো!

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭

একটা সময় ছিল যখন চোর-ডাকাতরা গ্রামবাসীর তাড়া খেতো! দিনে দিনে এতই উন্নয়ন হয়েছে যে এখন গ্রামবাসীরা মিলে পুলিশদের তাড়া করতে হয়



হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী রেজা কিবরিয়ার বাড়িতে আসামি ধরার নামে তল্লাশি চালাতে গিয়ে গ্রামবাসীর তাড়া খেয়েছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে নবীগঞ্জ উপজেলার জলালসাপ গ্রামে এ ঘটনা ঘটে।

নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সামছুল ইসলামে বলেন, তাঁরা খবর পান যে রেজা কিবরিয়ার বাড়িতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ বেশ কয়েকজন আসামি অবস্থান করছেন। তাঁদের ধরতে গেলে গ্রামবাসী ভুল বুঝে তাড়া করেন।

রেজা কিবরিয়া প্রথম আলোকে বলেন, পুলিশ প্রতিদিন তাঁর দলীয় লোকজনকে নানা স্থান থেকে গ্রেপ্তার করছে। সন্ধ্যায়ও তাঁর গণসংযোগ থেকে ১২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর দাবি, যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে কোনো মামলা নেই। গণসংযোগ থেকে দূরে রাখতেই পুলিশ এ ধরনের অভিযান চালিয়ে হয়রানি করছে। এর আগে তাঁর বাড়িতে আসামি ধরার নামে তল্লাশি করে পুলিশ। এ অন্যায়ের প্রতিবাদে গ্রামবাসী তাঁদের তাড়া করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র বলেছে, হবিগঞ্জের নবীগঞ্জ থানার একদল পুলিশ বিকেল চারটার দিকে রেজা কিবরিয়ার বাড়িতে অভিযানে যায়। তিনি তখন উপজেলার করগাঁও এলাকায় গণসংযোগ করছিলেন। পুলিশ তাঁর বাড়িতে ঢুকে বিভিন্ন ঘরে তল্লাশি শুরু করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে জলালসাপ গ্রামের লোকজন। পুলিশের অভিযান রুখতে তাঁরা গ্রামের মাইকে ঘোষণা দেন। এ সময় মানুষজন লাঠিসোঁটা নিয়ে রেজা কিবরিয়ার বাড়ির দিকে এগিয়ে এলে পুলিশের দলটি দ্রুত পাশের গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে আশ্রয় নেয়।

জলালসাপ গ্রামের বাসিন্দা শাহ মোছাব্বির হোসেন বলেন, পুলিশ অহেতুক বাড়ির ভেতরে ঢুকে নারী-পুরুষ সবাইকে তল্লাশি ও ভয়ভীতি দেখাতে থাকে। এ অন্যায় কাজের প্রতিবাদ করতে গ্রামবাসী তাঁদের তাড়া দেয়। সুত্র প্রথম আলো

রেজা কিবরিয়ার একান্ত সহকারী সোহরাব হোসেন মাহদি ও শাহাবুদ্দিন বলেন, পুলিশ অভিযানের সময় তাঁরা ওই বাড়িতে ছিলেন। পুলিশ আসামি ধরার নাম করে বিভিন্ন ঘরে গিয়ে জিনিসপত্র তছনছ করতে থাকে
সুত্র: প্রথম আলো

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩২

বাকপ্রবাস বলেছেন: তাড়া দেয়া শুরু
ভারত যাবে গরু

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৩

ঢাবিয়ান বলেছেন: এই গ্রামবাসীদের স্যলুট ।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩

বাংলার মেলা বলেছেন: সেদিন বেশি দেরি নেই যখন পুলিশ দেখলেই মানুষ ধর ধর পুলিশ বলে ধাওয়া করবে।

https://www.youtube.com/watch?v=Mh3Xc-9X6VI

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: এখানে পুলিশের দোষ নাই।
উপর থেকে তাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তারা তাই করেছে।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৪

অপ্রত্যাশিত হিমু বলেছেন: রাজীব নুর ভাই @পুলিশের দূষ নেই তা বলা যাবে না। তা থেকে প্রমান হল আমাদের দেশের জনগন শান্তি চাই। তারা অতিষ্ঠ হয়ে গেছে তাদের হয়রানি মুলক আচরনে। মানূষকে কিছু সময়ের জন্য বোকা বানিয়ে রাখা গেলে ও। সব সময় বোকা বানিয়ে রাখা যায়না। এটাই তার প্রমান

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০২

বিজন রয় বলেছেন: আপনার দল ক্ষমতায় এসে এসব না করুক।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:১৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: রাজীব নুর বলেছেন: উপর থেকে তাকে যা নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ তাই করেছে।
সহমত |

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.