| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খানিকটা অবাক হয়েই নিশির দিকে তাকালাম । আজ মেয়েটাকে এমন কেন লাগছে ! নিশিকে বললাম
-এমন কেন লাগছে তোমাকে আজ ?
-কেমন লাগছে ?
এই বলে নিশি হাসলো একটু ! কেমন প্রাণহীন আর বিষন্ন হাসি ! এর কি শরীর খারাপ করলো !
জ্বরটর আসে নি তো
-শরীর খারাপ না তো তোমার ?
-নাহ । আমি ভাল আছি !
-কই এদিকে এসো !
রোজার মাস ! এভাবে গার্লফ্রেন্ডের কপালে হাত রাখা ঠিক না । কিন্তু তবুও হাত দিয়েই ফেললাম ।
কই নাতো । জ্বর তো আসে নি ! তাহলে ?
আজ নিশিকে আসলেই কেমন মন মরা লগছে ! অন্য দিন মেয়েটা কি প্রান চঞ্চল থাকে ! কিন্তু আজ সকাল থেকেই দেখছি নিশি কেমন বিষন্ন আচরন করছে ?
কি হল মেয়েটার ?
কিছু বলছেও না ।
এখন ভর দুপুর ! আর ক্লাসও নাই । ওকে নিয়ে পুকুর পাড়ের দিকে হাটা দিলাম ! এদিকটাতে রোদ কম ! কিছু বসে গল্প করলে হয়তো ওর মনটা ভাল লাগবে !
একে পাশে নিয়ে হাটছি এমন সময় নিশি কেমন যেন একটু নড়ে উঠল । আমার প্রথমে মনে হল কিছু না । কিন্তু পরমুহূর্তেই বুঝতে পারলাম ও মাথা ঘুরে পরে যাচ্ছে ! ওর একদম কাছে ছিলাম, নয়তো ঠিক মত ধরতে পারতাম না । ওকে যখন আবার ঠিক মত দাড় করালাম দেখলাম এর হাত কাঁপছে !
-কি হয়েছে তোমার ? এমন হাত কাঁপছে কেন ?
নিশি প্রথমে কিছু বলতে চাইল না । কেমন একটা লজ্জার আচঁ দেখলাম ওর মুখে !
আশ্চর্য ! ও যে মাথা ঘুরে পরে যাচ্ছিল এটা তে ও খানিকটা লজ্জা অনুভব করছে
-কি হয়েছে বল ?
আবার ওকে জিজ্ঞেস করলাম । এবার একটু কঠিন ভাবেই । নিশি খানিক্ষন ইতস্ততঃ করলো । তারপর বলল
-রোজা আছি তো ?
আমি খানিকটা ধাক্কার মত খেলাম । নিশির একদমই খিদে সহ্য হয় না । ও রোজা আছে !!!
-রোজা থাকতে কে বলেছে ?
নিশি নিচের দিকে তাকিয়ে বলল
-তুমি সেদিন বললে না রোজা রাখতে ! কালকে ছিলাম । কিন্তু আজ একটু কষ্ট হয়ে যাচ্ছে !
-আমি বলেছি বলে রাখতে হবে ? আমি যদি একখন বলি এই পুকুরে তুমি ঝাঁপ মারো, ঝাঁপ মারবে ?
নিশি কোন কথা না বলে চুপ করে থাকলো ! আমার মেন হল আসলেই আমি যদি নিশিকে এই পুকুরে ঝাঁপ দিতে বলি ও ঠিকই ঝাঁপ দিবে !
এই মেয়েটা এমন পাগলামো করে না মাঝে মাঝে !!
আমি বললাম
-চল আগে আগে কিছু খাবে !
-না অপু আমি থাকাতে পারবো !
-শোন থাপ্পর খাবা ঠিক আছে ! যা বলছি শোন ! চল আমার সাথে !
-এভাবে ভেঙ্গে ফেলা কি ঠিক হবে?
-অতো কিছু বাতে হবে না । আমি বলছি ভেঙ্গে ফেলো বেশ !
আমি মাঝে মাঝে এই মেয়েটার আচরনে খুব অবাক হই । মেয়েটা এমন পাগলামো কেন করে !! যে মেয়েটা জীবনে কোন দিন না খেয়ে থাকেনি সেই মেয়েটাই কেবল আমার কথা রাখার জন্য না খেয়ে থাকছে ! আশ্চর্য লাগে ভাবতে !
আমার কথাঃ আজ আমার মনটা বিশেষ ভাল নাই । আমি সারা জীবন কেবল একটা স্বন দেখেছি যে এমন কেউ থাকবে যে আমাকে পাগলের মত ভালবাসবে ! পৃথিবীর সব কিছু থেকে তার কাছে কেবল আমি বেশি জরুরী হব । কিন্তু হায় !!
কিন্তু এখনও সেইটা স্বপ্নই রয়ে গেছে !
আজ টিয়াপাখির আচরনে আমি বেশ কষ্ট পেয়েছি । বড় বেশি কষ্ট ! কষ্ট হলেও সত্যি যে আমার জীবনে সব কষ্ট গুলোর বেশির ভাগ আমি পেয়েছি আমার এই প্রিয় মানুষটির কাছ থেকে !!
০৮ ই আগস্ট, ২০১২ রাত ১২:১৫
অপু তানভীর বলেছেন: আমি আমার গল্পে এমন উপকারী আর সময়োপযোগী মন্তব্য আর পাই নি
২|
০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:০১
মুনিফ তানজিম সৈকত বলেছেন: "কষ্ট হলেও সত্যি যে আামর জীবনে সব কষ্ট গুলোর বেশির ভাগ আমি পেয়েছি আমার এই প্রিয়া মানুষের কাছ থেকে !!"
০৮ ই আগস্ট, ২০১২ রাত ১২:১৭
অপু তানভীর বলেছেন: ![]()
![]()
![]()
৩|
০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৬
মাইশাআক্তার বলেছেন: প্রিয় মানুষগুলোর কাছ থেকে পাওয়া কষ্ট গুলো একটু বেশিই লাগে। কিছু করার নাই ভাইয়া ![]()
পাগলের মত ভালবাসা মনে হয় শুধু বোকারাই বাসে ( যেমন আমি ) চালাকরা বাসেনা ![]()
০৮ ই আগস্ট, ২০১২ রাত ১২:১৭
অপু তানভীর বলেছেন: হতো তাই ..........
৪|
০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:০০
সাইফুলহাসানসিপাত বলেছেন: প্রিয়া মানুষের সাথে আনন্দের মুহুর্ত গুলো খুব কম মনে থাকলেও কষ্টের কথাগুলো জ্বলজ্বল করে জ্বলে । ![]()
০৮ ই আগস্ট, ২০১২ রাত ১২:১৭
অপু তানভীর বলেছেন:
৫|
০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:২৮
সাদা কলো বলেছেন: ফায়ারউলফ কি আজকাল ব্লগে ভেটেরিনারি মেডিসিন পরানো শুরু করছেন?
০৮ ই আগস্ট, ২০১২ রাত ১২:১৮
অপু তানভীর বলেছেন: আমার তো তাই মনে হয়...........
৬|
০৭ ই আগস্ট, ২০১২ রাত ১০:২০
একজন আরমান বলেছেন: রোজার মাস। এভাবে গার্লফ্রেন্ডের কপালে হাত রাখা ঠিক না।
![]()
মন খারাপ কইরেন না ভাইয়া। দেখবেন সব ঠিক হয়ে যাবে। প্রিয় মানুষ যদি কষ্ট দেয় তবে আসলেই তা মেনে নিতে কষ্ট হয়।
০৮ ই আগস্ট, ২০১২ রাত ১২:১৮
অপু তানভীর বলেছেন: মেনে নিয়েছি চুপ করে ......।
৭|
০৮ ই আগস্ট, ২০১২ রাত ১২:৪৭
আমি তুমি আমরা বলেছেন: afsus ![]()
০৮ ই আগস্ট, ২০১২ রাত ১:২০
অপু তানভীর বলেছেন:
৮|
০৮ ই আগস্ট, ২০১২ সকাল ১০:২০
সায়েম মুন বলেছেন: আপনার কথায় যদি কিছু নেকি হয় মন্দ কি। নিশি শিখুক রমজানে কিভাবে নিয়মিত রোজা রাখা যায়।
০৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:২৫
অপু তানভীর বলেছেন: কথাতো আর সেইটা না !!!
৯|
০৮ ই আগস্ট, ২০১২ রাত ১০:১৯
মাহী ফ্লোরা বলেছেন: মনটা ভাল হয়ে যাক ভাইয়ার।
০৮ ই আগস্ট, ২০১২ রাত ১০:৪০
অপু তানভীর বলেছেন: এখন ভাল আপু মনটা !!
১০|
০৯ ই আগস্ট, ২০১২ রাত ৩:১৫
shaontex বলেছেন:
![]()
![]()
০৯ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:০০
অপু তানভীর বলেছেন:
১১|
১৩ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৪০
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: ফুউউউউউউউউ>>> যান, ফু দিয়া দিছি। এইবার মন ভাল হয়ে যাবে
ফায়ারউলফ এর কমেন্ট পইড়া হাহাপগে
২৪ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৫২
অপু তানভীর বলেছেন:
১২|
১৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:৩৪
শায়মা বলেছেন: রোজা রেখে এত কাতর হয়ে পড়লে কেমনে চলবে ভাইয়া???![]()
২৪ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৩
অপু তানভীর বলেছেন: কি আর করবো বল.........
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:৫৮
ফায়ারউলফ বলেছেন: তড়কা রোগের লক্ষণ: ১. দেহের লোম খাঁড়া হয়ে যায়, ২. দেহের তাপমাত্রা ১০৬ থেকে ১০৭ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়, ৩. দেহে কাঁপুনি ওঠে, শ্বাস-প্রশ্বাস দ্রুত ও গভীর হয়, ৪. নাক, মুখ ও মলদ্বার দিয়ে রক্তক্ষরণ হতে পারে, ৫. পাতলা ও কালো পায়খানা হয়, ৬. ঘাড়ের পেছনে চামড়ার নিচে তরল পদার্থ জমে ফুলে ওঠে, ৭. ক্ষুধামন্দা, পেটফাঁপা ও পেটের ব্যথা হয়, ৮.লক্ষণ প্রকাশের ১ থেকে ৩ দিনের মধ্যে পশু ঢলে পড়ে এবং মারা যায়, ৯. মৃত্যুর সাথে সাথে পেট ফুলে ওঠে এবং রক্ত জমাট বাঁধে না।
প্রতিরোধ:১. প্রথম ৬ মাস বয়সে পশুকে টিকা দিতে হবে। পরে প্রতি বছর বয়সে একবার করে টিকা দিতে হবে, ২. সুস্থ পশুকে পৃথক রাখতে হবে, ৩. পশুর মল, রক্ত ও মৃতদেহ মাটির নিচে পুঁতে ফেলতে হবে, ৪. পরিষ্কার-পরিচ্ছন্ন জীবাণুমুক্ত শুকনো স্থানে লালন-পালন করতে হবে।
চিকিৎসা: পেনিসিলিন/বাইপেন ভেট/জেনাসিন ভেট/এম্পিসিন ভেট ইনজেকশন দেয়া যেতে পারে। এ ছাড়াও স্ট্রেপটোমাইসিন/
এন্টিহিস্টাভেট ইনজেকশন দেয়া যেতে পারে।