নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

নিশি, তোমার সনে আরো কিছুক্ষন থাকবো বলে ......

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

-না মামা ! ১৫ টাকা দিবো ! যাবেন ?

-না মামা হয় না !! সবার কাছে জিগাইয়া দেহেন !! কেউ যাইবো না ।

-আমি ১৫ টাকার বেশি দিবো না !!

নিশি অপুর দিকে কেবল কিছুক্ষন তাকিয়ে থাকল ! এই ছেলেটা এমন কিপটামী করছে কেন ? ২০ টাকা দিয়ে গেলে কি এমন হবে ? নিশি ঠিক বুঝতে পারে না ?

নিশির একবার মনে হল বলে বিশ টাকায়ই চল ! কিন্তু বলল না ।

অপু আবার কি মনে করবে কে জানে ?

অপু নিশির দিকে তাকিয়ে বলল

-চল এখনে দাড়িয়ে থেকে লাভ নাই ! সামনে গিয়ে আরো রিক্সা পাওয়া যাবে !

তার মানে হেটে যেতে হবে ?

এখন যদি রমনা থানা পর্যন্ত হেটে যেতে হয় তাহলে আসলেই মেজাজ টা খুব খারাপ হবে নিশির !

নিশি বললাম

-আচ্ছা চল !

কিন্তু মনে মনে একটু বিরক্তই হল ! এতো দুর খামোখা হাটার কোন মানে হয় ?

নিশির মনটা একবার বিদ্রোহ করতে চাইলো ! মনে হল অপু কে বলে যে ও যে তো দুর হেটে যেতে পারবে না ! কিন্তু বলতে পারে না !

নিশি ছেলেটাকে বেশ পছন্দ করে ! আর অপু নিজেও যে নিশিকে পছন্দ করে এটা নিশি খুব ভাল করে জানে ! দুজনের ভিতরে কথা টুকটাক ! নিশির সব সময় মনে হয় অপু যেন ওকে কিছু বলতে চাচ্ছে কিন্তু কি এক সংকোচের কারনে বলতে পারছে না ।

নিশির ভালই লাগে এই সব ! আজ ভার্সিটির পরেই ওরা বেশ কয়েকজন নিলক্ষেতে গিয়েছিল বই কিনতে ! আসার পথে অপু নিজেই বলল

-বাসায় যাবা এখন ?

অপু একটু হেসে বলল

-আমার টিউশনী ঐ দিকেই ! এক সাথে যাই !

নিশি একটু খুশিই হল ! যাক কাউকে পাওয়া গেল ! তা না হলে ওকে একা একাই যেতে হত ! আর সঙ্গ হিসাবে অপু খুব একটা খারাপ না !

কিন্তু এখন ?? এতো দুর হাটতে হবে দেখে একটু মেজাজ খারাপই হল ।



-আইসক্রীম খাবা ?

-এই শীতের ভিতর ?

-আরে পছন্দের আবার গরম কি শীত কি ? দাড়াও !

এই বলে অপু দৌড়ে রাস্তার পাশের আইসক্রিম ভ্যনটার দিকে চলে গেল ! দুটো চকবার নিয়ে হাজির হল !



এ্যাভাকাসে কাছে এসেই অপু নিশিকে রিক্সায় তুলে দিল । বলল

-আমি এবার অন্য দিকে যাবো !

-আচ্ছা ! কাল দেখা হবে ক্লাসে !



নিশি রিক্সার হুড তুলে দিল ! রিক্সা চলতে শুরু করলে নিশি পিছন ফিরে দেখে অপু ওর দিকেই তাকিয়ে আছে ! আজকেও চোখে সেই কিছু বলতে না পারার কষ্ট !

নিশির মনটা একটু খারাপ হয় ! আসলে অপুকে এভাবে রেখে যেতে ওর নিজেরও কেমন যেন খারাপ লাগছে ! আচ্ছা অপু ওকে না হয় বলতে পারছে না, কিন্তু নিশি নিজেও তো বলতে পারে !

বলে দেবে নাকি ?



রিক্সা যখন একটু দুরে চলে গেছে তখন নিশির মোবাইলে একটা এসএমএস এসে হাজির !

অপু মেসেজ !

অপু লিখেছে -তুমি হয়তো একটু বিরক্ত হয়েছে তোমাকে এতো দুর হাটিয়ে নিয়ে এসেছি ! আসলে ...

আসলে আমি চাচ্ছিলাম তোমার সাথে আর একটু বেশি সময় থাকতে তাই ! প্লিজ কিছু মনে কর না !



মেসেজটা পড়ার নিশির মনে কি হল নিশি বলতে পারবে না ! কেবল রিক্সায়ালা কে বলল

-মামা রিক্স ঘোরান !

-কোন দিকে যামু ?

-যেখান থেকে আসছেন সেই খানেই !!

রক্সা যখন আবার এ্যাবাকাসে দিকে ছুটে চলল নিশি কেবল একটা অনুভুতিই মনের ভিতর অনুভব করতে পারলো যে আজকে অপুকে বলে দিতে হবে !

আর না ! যা করার আজকেই করতে হবে !!

হয়তো মনটা আর কোন ডিন এমন হবে না ! অথবা আর সুযোগও আসবে না !!

এ্যবাকাসে কাছে এসে দেখে অপু এখনও ঠিক একই ভাবে দাড়িয়ে আছে ! নিশিকে রিক্সা থেকে নামতে দেখে বলল

-কি ব্যাপার ? কিছু ভুলে গেছ নাকি ?

নিশি বলল

-হুম !

-কি ?

-তোমাকে !!



.....







কদিন থেকে গল্প লেখায় মন নাই ! যতক্ষন সময় পাই শাহবাগে থাকি ! যখন বাসায় আছি তখন মন পড়ে থাকে শাহবাগেই ! আপনারা সবাই আসুন শাহবাগে ! একসাথে গলা মেলাই

ক তে কাদের মোল্লা !

তুই রাজাকার ! তুই রাজাকার !

মন্তব্য ৪৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

শিপন মোল্লা বলেছেন: প্রথম ভাল লাগা রেখে গেলাম

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

সুমন জেবা বলেছেন: ছোট্ট লেখায় বিশাল প্রকাশ..
"তুমি হয়তো একটু বিরক্ত হয়েছে তোমাকে এতো দুর হাটিয়ে নিয়ে এসেছি ! আসলে ...
আসলে আমি চাচ্ছিলাম তোমার সাথে আর একটু বেশি সময় থাকতে তাই !" +++++++=+

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ!

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: প্রথম ফাগুনের শুভেচ্ছা
লাগা রেখে গেলাম
প্রথম ভাল লাগা বলা গেলনা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪

অপু তানভীর বলেছেন: আপনাকে ও পহেলা ফাল্গুনের শুভেচ্ছা !!

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

সিয়ন খান বলেছেন: ভালো লাগা রেখে গেলাম

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৯

অপু তানভীর বলেছেন: :):):):)

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: প্রথম ফাগুনের শুভেচ্ছা
ভাল লাগা রেখে গেলাম
প্রথম ভাল লাগা বলা গেলনা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩১

অপু তানভীর বলেছেন: আপনাকেও পহেলা ফাল্গুনের শুভেচ্ছা !!

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮

শাকিল ১৭০৫ বলেছেন: -কি ব্যাপার ? কিছু ভুলে গেছ নাকি ?
নিশি বলল
-হুম !
-কি ?
-তোমাকে !!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

অপু তানভীর বলেছেন: :):):)

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

আতিকুল০৭৮৪ বলেছেন: wow

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

অপু তানভীর বলেছেন: :):):)

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯

নির্জন পথের একলা পথিক বলেছেন: অসাধারন, অনেক কিছুই মনে পড়ে যাই, ফাগুনের শুভেচ্ছা রইলো

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

অপু তানভীর বলেছেন: আপনাকে ও পহেলা ফাল্গুনের শুভেচ্ছা !!

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪

জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার লাগলো।
৩ নং+++

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫০

অপু তানভীর বলেছেন: :):):)

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬

মহাজাগতিক পাগল বলেছেন: ১৪ তারিখের গল্প ১৩ তারিখেই পড়ে ফেললাম । :) শুভ কামনা রইলো ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫২

অপু তানভীর বলেছেন: :):):)

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

ঘুমন্ত আমি বলেছেন: আহারে তপু ভাই এক প্রেম কইরা জীবন কাটায়ে দিলেন !

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

অপু তানভীর বলেছেন: তা দিলাম ! :):)

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

অহন_৮০ বলেছেন: valo lagse

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০১

অপু তানভীর বলেছেন: :):):)

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

Kawsar banggalii007 বলেছেন: সিলেটে গ্রামে থাকি।তাই শাহবাগ আসতে পারছিনা। তবে আন্দোলন এবং আন্দোলনকারীদের তীব্রভাবো সমর্থন জানাচ্ছি। ক তে কাদের মোল্লা,তুই রাজাকার, তুই রাজাকার।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৭

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫১

ফারিয়া বলেছেন: বাহ! :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৮

অপু তানভীর বলেছেন: :):):)

১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৩

কয়েস সামী বলেছেন: মন্তব্যের অংশে টাইটেল দেখেই বুঝছি এটা অপু তানভীর না হয়ে যায় না!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪১

অপু তানভীর বলেছেন: :) :) :D :D :D B-) B-) ;) ;) =p~ =p~ :P :P

১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯

আমি তুমি আমরা বলেছেন: পঞ্চম ভাল লাগা :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

সাজ্জাতুল ইমরান ফয়সাল বলেছেন: রোমান্টিক ..............ভালো হইসে ......... কিন্তু valentines day special কই? :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬

অপু তানভীর বলেছেন: পিসি নষ্ট ছিল ভাই ! লিখতে পারি নাই !!

১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

অদ্বিতীয়া আমি বলেছেন: ভাল লাগল ,একটু অন্য রকম

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: লেখাটা ঠিক কতবার পড়লাম এখন আর মনে করতে পারছি না। নিজের জীবনের কথা মনে করিয়ে দিলেন। এজন্য আবার মন্তব্য লিখছি। তখন এস এম এস ছিল না। ওর অজান্তে ওর ডাইরিতে এরকম দুইটা লাইন লিখে দিয়েছিলাম। যার কারনে আজ সে আমাদের দুই ছেলে মেয়ের মা।আমার অফুরন্ত প্রেরনার উৎপত্তিস্থল............

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১০

অপু তানভীর বলেছেন: আহা !!
আপনার মন্তব্য পড়ে মন টাই ভাল হয়ে গেল !!
আপনাদের জীবন সুখের হোক ! আজীবন !!
ভাল থাকবেন !!!

২০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬

নক্ষত্রের নীল বলেছেন: সুইট রোমান্টিক গল্প লিখতে আপনার জুড়ি মিলা ভার :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

অপু তানভীর বলেছেন: :):):):)

২১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

জলঝিরি বলেছেন: চমৎকার !

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২০

অপু তানভীর বলেছেন: :):):)

২২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৩

একজন আরমান বলেছেন:
নিশির মতো কেউ যদি বলতো ... :|

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

অপু তানভীর বলেছেন: কেউ যদি বলতো !!! :(:(

২৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৪

একজন আরমান বলেছেন:
নিশির মতো কেউ যদি বলতো ... :|

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

অপু তানভীর বলেছেন: কেউ যদি বলতো !!! :(:(

২৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৪

একজন আরমান বলেছেন:
নিশির মতো কেউ যদি বলতো ... :|

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

অপু তানভীর বলেছেন: কেউ যদি বলতো !!! :(:(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.