নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

হেক্টু মিয়ার প্রথম ডেটিং বিপর্যয় !!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৪

হাউজিংয়ের এক নাম্বার গলির পাশেই বিশাল বড় একটা মাঠ । তিন দিক দিয়ে ঘেরা এই মাঠে এলাকার ছেলেরা বিকেল বেলা খেলাধুলা করে, অনেকই এখানে আড্ডা দিতে আসে । কয়েকটা ফুচকা ঝাল মুড়ির অস্থায়ী দোকানও দেখা যায় । মোটামুটি জমজমাট এলাকায় পরিনত হয় বিকেল বেলা !

কিন্তু দুপুর বেলাতে মাঠটা স্বাধারনত খাঁ খাঁ করে । প্রখর রোদের ভিতর মানুষ এই ছাঁয়া বিহীন মাঠের ধারে কাছেও আসে না । কিন্তু আজকে অবস্থা খানিকটা ভিন্ন মনে হচ্ছে । মাঠটির চারিপাশে বেশ কিছু কৌতুহলী মানুষকে দেখা যাচ্ছে মাঠের দিকে তাকিয়ে আছে । মাঝে মাঝে চিৎকার করে উঠতেছে । ক্রিকেট খেলার সময় ব্যাটস ম্যান যখন চার কিংবা ছয় মারে তখন দর্শক যেমন চিৎকার করে উঠে ঠিক তেমন ।

কি হচ্ছে কে জানে ?

রমিজ মামার চায়ের দোকানে বসে চা খাচ্ছি আর দুর থেকে দেখার চেষ্টা করছি । কিন্তু খুব বেশি লাভ হচ্ছে না । এমনিতেই আমার চোখ খারাপ, দুরের জিনিস খুব ভাল দেখতে পাই না আর তারপর মানুষ জনের ভীড় লেগে আছে । দৃষ্টি ভেদ করে মাঠের ভিতরে যেতে পারছে না ।

-মামা তোমার দোকানে লোক কই ?

রমিজ মামার দোকানে আমি ছাড়া আর কেউ নাই । অন্য সময় হলে এখানে বসার জায়গা পাওয়া যেত না । আর আজকে বেঞ্চ গুলো কেমন শূন্য পরে আছে !

রমিজ মামার আমার কথার কোন উত্তর না দিয়ে কেবল মাঠের দিকে চোখ ইশারা করলো । বুঝলাম সবাই ঐ মাঠে গেছে খেলা দেখতে । আমিও চা শেষ করে মাঠের দিকে হাটা দিলাম ।

হেকটরের খোজ নিতে বের হয়েছিলাম ! একটু পরে নিলেও চলবে । ভিড় ঠেলে মাঠের সীমানার ভিতরে যেতেই আমার চোখ কপালে উঠল ।

এই তাহলে ব্যাপার !! মাঠের ভিতরে যেন কাবাডি খেলা হচ্ছে ! ঠিক মাঝখানে একটা ছেলেকে আরও পাঁচ ছয় জন লোক ধরার চেষ্টা করছে । যতবারই লোক গুলো ছেলেটাকে ধরতে এগিয়ে যাচ্ছে ছেলেটা আশ্চার্য দক্ষতায় পাশ কাটিয়ে অন্য দিকে চলে যাচ্ছে । আমি ছেলেটাকে ভাল করে দেখার চেষ্টা করলাম । কিন্তু স্পষ্ট ঠিক বোঝা যাচ্ছে না ছেলেটার চেহারা !

নাহ । চশমার পাওয়ার দেখতেছি বাড়ানই লাগবে ।

ছেলেটা বাহারী রংয়ের একটা পাঞ্জাবী পরেছে । এই রকম বাহারী লাল হলুদ আর চুমকি বসানো পাঞ্জাবী খুব একটা দেখা যায় না । সাথে মিলিয়ে কটকটে লাল রংয়ের পাজামা । মনে হচ্ছে ছেলেটার পাজামার নাড়া নাই কিংবা ফিতা শক্ত করে বাঁধা নাই । ছেলেটা এক হাত দিয়ে পাজামার কোমরের কাছে ধরে রেখেছে । এমন একটা ভাব যেন যে কোন সময় পাজামা খুলে পরে যেতে পারে ।

এই কথাটা মনে হতেই আমার মাথার ভিতর কারেন্ট প্রভাহিত হল । আরে হেকটরের তো একই সমস্যা ছিল । চোখের উপর জোর দিলাম । আর একটু ভাল করে তাকাতেই আমার চোখ আর একবার কপালে উঠল । এই তো আমাদের হেকটর ।

প্রিন্স হেক্টর ।

কিন্তু হেকটরের এই অবস্থা কেন ?

ও তো প্রিন্সেস আনিকার সাথে দেখা করতে গেছিল ।

এরা কারা ?

প্রিন্সেসের রক্ষিবাহিনী ?

আর হেকটরের পেছনে এরা এই ভাবে দৌড়াচ্ছে কেন ?

সমস্যা কি ?





-হ্যালো ! অপু ভাই ?

-হুম !

-আপনে কই ?

-ঘুমাই । কেন ?

-আমারে একটু হেল্প করা লাগবে !

-কি হেল্প ?

-আইসা বলি ?

-কোথায় ?

-আপনের বাসায় !

-আচ্ছা আসো !



সকাল বেলাতেই হেকটরে ফোন ! ব্যাপারটা ঠিক বুঝলাম না ! হেকটর ট্যালেন্ট পোলা ! একা একাই সব করে । এমন কি দরকার পড়ে গেল যে আমার দরকার পড়লো । তাও আবার ফোনে বলা যাবে না একদম সরাসরি বলতে হবে !



আধাঘন্টার ভিতরেই হেকটর এসে হাজির ! আমি তো প্রথমে ওকে দেখে খানিকটা টাস্কি খাইলাম ! গেট আপ একদম চেইঞ্জ !

মুখে খোঁচা খোঁচা দাড়ি দিল আজকে একেবারে ক্লিনশেভ ! শেভ করাতে একেবারে বাচ্চাদের মত লাগছে ! চুল গুলো রাহুল কাট ইস্টাইলে ছাটা ! আর সব থেকে চমকের বিষয় হচ্ছে হেকটর আজকে পাঞ্জাবী পরেছে । তাও আবার বিচিত্র রংয়ের ! যতদিন ওকে চিনি এতো বিচিত্র রংয়ের পোষাক পড়তে কোন দিন দেখি নি !

পাঞ্জাবীটা হলুদ আর কটকটে লাল রংয়ের একটা মিশ্রন সাথে চুমকী বসানো !! তার উপর আবার পাজামা পরেছে আরো বিচিত্র ! মেয়েদের মত ঢোল্লা একপ্রকার পায়জামা বের হয়েছে বেশ কিছু দিন । সেলোয়ার পায়জামা মনে হয় নাম । লাল রংয়ের সেই পায়জামা পরে আছে । আর সব থেকে বড় ব্যাপার হল হেকটর পায়জামাটা মাঝার কাছে হাত দিয়ে ধরে রেখেছে ।



আমি যখন ছোট ছিলাম তখন কবীর নামে একটা ছেলে ছিল আমাদের পাশে । ছেলেটা সব সময় একটা ঢোল্লা প্যান্ট পড়তো ! আর আমরা যখন খেলা করতাম এক হাত সেই সেই ঢোল্লা প্যান্ট ধরে রাখতো ! হেকটরের অবস্থাও দেখলাম সেই একই রকম !

আমি ওর দিকে তাকিয়ে বললাম

-একি অবস্থা তোমার ?

আমার রুমে ঢুকতে ঢুকতে হেকটর বলল

-আর বইলেন না ! একটু ঝামেলায় পরছি !

-তার আগে বল তোমার পায়জামার এই অবস্থা কেন ?

-আরে সেইটাই তো ঝামেলা !

বিছানার উপর বসতে বসতে হেকটর বলল

-আজকে আনিকার সাথে দেখা করার কথা ছিল !

আমি খানিকটা কৌতুহলী হয়ে বললাম

-আনিকা মানে কে ? ফেসবুকে প্রিন্সেস আনিকা ?



কদিন আগেই হেকটরের ফেসবুক রিলেশনশীপ স্টাটাস পরিবর্তন হইছে ! প্রিন্স হেক্টর ইজ ইন এ রিলেশনশীপ ইউথ প্রিন্সেস আনিকা ! তলে তলে এতো দুর ! একেবারে দেখা করতে চলে এসেছে ! কিন্তু দেখা করবে ভাল কথা আমার এলাকায় কি ?

আমি বললাম

-এতো দুর আগাইছো মিয়া আর জানাইলা না কিছু ?

হেকটরের মুখে দেখলাম একটু লজ্জার আভা দেখা গেল ! বলল

-আর ভাই কইয়েন না ! এমন ভাবে দেখা করতে চাইলো যে মানা করতে পারলাম না !

-তা তো বুঝলাম ! কিন্তু এই বাহারী রং য়ের পাঞ্জাবী কেন পরছো ? আর আমার এলাকায়ই বা কি কর তুমি ?

-বাহারী ? আসলে !

-আসলে ?

-আনিকার এই টাইপের পাঞ্জাবী খুব পছন্দ ! আমাকে ইনবক্সে ঠিক এই রকম একটা পাঞ্জাবীর ছবি পাঠাইছিল ! অনেক খুইজ্জা তারপর কিনছি ! বোঝেনই তো প্রথম বারের মত দেখা করতে যাচ্ছি !

-হুম !

-আর আনিকার বাড়ি আপনাদের এলাকায় !

-তাই নাকি ?

-হুম ! এই জন্যই এলাম ! কিন্তু দেখেন কি একটা ঝামেলা হয়ে গেল !

-কি ?

-আর বইলেন না ! বাসে করেই আসছিলাম ! সিটি হসপিটালের কাছে বাস থেকে নামতে গিয়ে কিভাবে যেন বাসের হ্যান্ডেলের সাথে লেগে পায়জামার ফিতাটা ছিড়ে গেল ! আর একটু হলে খুলেই পরে যেত !

-কি সর্বনাশের কথা ! তাই নাকি !

-হুম ! কোন রকমে হাত দিয়ে ধরে এসেছি !

-তো এখন কি করবে ?

-কিছু দেন আগে পায়জামাটা ভাল করে বাঁধি !

-দড়ি দিবো ?

-দড়ি ?

-আর তো কিছু নাই ! অবশ্য বেল্ট আছে ! বেল্ট দিয়ে বাঁধতে পারো !

-দড়িতে বাঁধলে কেমন হয়ে যায় ! বেল্ট দিয়ে কাজ হবে ?

-কেন হবে না ?

বাহারী রংয়ের পাঞ্জাবীর সাথে বেল্ট দিয়ে পায়জামা পরে হেকটর চলে গেল !

যাওয়ার সময় বলে গেল ভাই দোয়া রাইখেন !



আমি আরও খানিকটা বিছানায় গড়াগড়ি দিতে লাগলাম ! হেকটরের জন্য একটু চিন্তা লাগছে ! প্রথম ডেটিং কেন এমন জায়গায় হবে ! ভাল কোন জায়গা কিংবা বড় কোন রেস্টুরেনটে হবে !

কথাটা জিজ্ঞেসও করেছিলাম হেকটর কে ! সে হেসে বলল

-যে কোন সমস্যা নাই ! মেয়ের বাসায় নাকি কোন সসম্যা নাই ! আনিকা নাকি আজেকই তার বাবা মার সাথে তার পরিচয় রকিয়ে দিবে ! এই জন্য বাসায় দেখা করতে সরাসরি !

তাই বলে সরাসরিই !

নাহ ! আর বসে থাকা গেল না ! আনিকা নামে কোন মেয়ে আমার এলাকায় আছে আর আমি জানি না ! আমার এলাকার মেয়ে হেকটর নিয়ে গেল !

কেমনে ?

শার্ট পরে বাইরে বের হয়ে এলাম ! দেখি কি খোজ খবর নেওয়া যায় !

হেকটর বলছিল আনিকাদের বাসা নাকি একনাম্বার গলিতে । দেখি একটু খোজ খবর নেওয়া যাক !

আমি এক নাম্বার গলির দিকে হাটতে লাগলাম !





-আর বইলেন না । পোলাডা মনে হয় ফাঁইসাই গেল ।

আমি যেখানে দাড়িয়ে আছে তার পাশেই একজন দেখছি কথাটা বলল !

মাঠের চারিপাশে লোকজন তখন তাকিয়ে আছে হেকটরের দিকে । আকলিমার পাঁচ ভাই ওকে যতবার ধরার চেষ্টা করছে হেকটর আশ্চার্য দক্ষতায় তাদের কে পাশ কাটিয়ে অন্য দিকে চলে যাচ্ছে । মাঠের অন্য দিকে যে যাবে তার উপায় নাই কারন উচু দেওয়াল দিয়ে মাঠটা ঘিরে দেওয়া । তারপর আবার বাড়ি ঘরের দেওয়াল দেওয়া । কেবল দুইটা গেট আছে মাঠ থেকে বের হওয়ার । সেই দুইটাতেও আকলিমার অন্য দুই ভাই পাহারা দিচ্ছে । আজকে কিছুতেই হেকটরকে পালিয়ে যেতে দিবে না ।



চারিপাশের কথা বার্তা শুনে যা বুঝলাম তা হল হেকটরের সাথে নাকি আকলিকার ফেসবুকে পরিচয় । সেখান থেকে মন দেওয়া নেওয়া । আজকে দেখা করতে এসে দেখে মেয়ে একটু চোখে ট্যারা । এই দেখে হেকটর চলে চাইলে আকলিমার সাত ভাই এসে হাজির হয় । আজকে আকলিমার সাথে হেকটরকে বিয়ে দিয়ে ই দিবে । তখনই হেকটর দৌড় দেয় । দৌড়ে এসে এই মাঠের ভিতর ঢোকে । এই হল মোটামুটি ঘটনা !



আচ্ছা তাইলে এই আকলিমাই হল হেক্টরের প্রিন্সেস আনিকা ! তাই তো বলি আমার এলাকায় আনিকা নামের কোন মেয়ে আছে আর আমি জানবো না ? এটা কেমন করে হয় ?



আকলিমাকে আমি আগে থেকেই । আমি কেন এলাকার সবাই চেনে । আর এরকম ছেলেদের দাবড়ানীর খেলা প্রায়ই দেখা যায় । আকলিমা বিভিন্ন নামে ফেসবুকে বিভিন্ন ছেলের সাথে টাংকি মারে । তাদের কে ডেকে নিয়ে আছে । কিন্তু ছেলে যখন আবিস্কার করে যে মেয়ে খানিকটা ট্যারা তখনই বাধে বিপত্তি । ঝামেলা শুরু হলে আকলিমা সাত ভাই এসে হাজির হয় । ছেলেকে প্যাদানি দেয় ।

কিন্তু বিয়ের প্রসঙ্গ এর আগে কানে আসে নি । নিশ্চই হেকটর কে আকলিমার খুব মনে ধরেছে তাই হয়তো হাত ছাড়া করতে চাচ্ছে না ।



সবার মত আমিও এই কাবাডি খেলা দেখতে লাগলাম । আকলিমার ভাইয়েরা যখনই হেকটরের কাছাকাছি চলে যায় তখনই চার পাশের লোকজন চিৎকার করে ওঠে ! হঠাৎ করেই খেলায় একটা নতুন মাত্রা যুক্ত হল ।

আকলিমার এক ভাই হঠাৎ করেই হেকটরের পা বরাবর লাফ দিল ! এবং ধরেও ফেলল ! পায়ের কিছুটা অংশ ! দেখলাম আমাদের দর্শকের মাঝেও তখন বিপুল উত্তেজনা দেখা গেছে !

কেউ কেউ তো বাজিই ধরে ফেলল ! এই ছেলেটা ধরা খেয়েছে !

কেউ বলছে না খাবে না ! ঠিক বেরিয়ে যাবে !

হলও তাই হেকটর ঠিকই বেরিয়ে গেল ঐ হাত থেকে ! এক ঝাকটাকয় নিজের পা টা ছাড়িয়ে নিল । জাকি খেয়ে আকললিমার ঐ ভাই উল্টে পরে গেল । এবার হেকটর আর দাড়ালো না ! সরাসরি পেছনের দিককার গেটের কাছে দৌড় দিল !

সবাই এক সাথে হেই হেই করে উঠলো ! হেকটর দৌড়াচ্ছে ! সবার চিৎকার করছে । হেকটর কে উৎসাহ দিচ্ছে ! কিন্তু....

আমা রকাছে কেমন যেন একটু অস্বাভাবিক লাগলো !

কিছু একটা তো মিশিং !

কি নেই ? কি যেন নেই ?



ততক্ষনে আকলিমার সেই ভাই উঠে দাড়িয়েছে যে হেকটরের পা চেপে ধরে ছিল ! আমি কেবল অবাক হয়ে দেখলাম যে আকলিমার ঐ ভাইয়ের হাটে হেকটরে লাল রংয়ের পাজামাটা শোভা পাচ্ছে !

আসলে উত্তেজনায় ঠিক মত লক্ষ্য করতে পারি নাই ! আরে লাল রংয়ের পাজামা যদি এই লোকের হাতে থাকে তাহলে হেকটর কি পরে আছে ! আবার আমার চোখ চলে গেল হেকটরের দিকে !

হুম !

এবার বোঝা গেছে কি মিশিং !

সবাই আমরা হেটরের দিকে তাকিয়ে পাজামা ছাড়া বাহারী রংয়ের পাঞ্জাবী পরে তীর বেগে ছুটে চলেছে !

কি এক অদ্ভুদ কারনে দেখলাম গেটের কাছে পাহারায় থাকা লোকটা হেকটর কে থামালো না ! হেকটর পাশ কাটিয়ে চলে গেল !

আমাদের চোখের সামনে হেকটর সবার চোখের আড়ালে চলে গেল !



নাহ ! সবাই ! এতোক্ষন বেশ ইনজয় করছিল ! এভাবে খেলার শেষ হয়ে যাওয়াতে সবার একটু হতাশ !

যাই হোক আর এখানে বসে থেকে লাভ নেই ! হেকটর অবস্থাটা কল্পনা করতে করতে বাসার দিকে রওনা দিলাম ! না জানি ব্যাচারা কিভাবে কেবল বাহারী পাঞ্জাবী পরে বাড়ি পর্যন্ত যাবে !

দেখি ফোন দিতে হবে !





ওয়ার্ডপ্রেস

মন্তব্য ৪৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৩

তাসজিদ বলেছেন: প্রতিশোধ??

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৪

অপু তানভীর বলেছেন: B-)) B-)) B-))
সব কথা কইতে নাই !!

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: মজা পেলাম।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৪

অপু তানভীর বলেছেন: ;) ;) ;) :D B-) :P
আমিও মজা পাইছি !!

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পইড়া ব্যাপক মজাক লইলাম । =p~ =p~ =p~ =p~

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৫

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~
হিহিহিহিহহিহিহি

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৪

তাসজিদ বলেছেন: মনে হচ্ছে ছেলেটার পাজামার নাড়া নাই কিংবা ফিতা শক্ত করে বাঁধা নাই । ছেলেটা এক হাত দিয়ে পাজামার কোমরের কাছে ধরে রেখেছে B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) :> :> :> :> :> :> :> :> :> :> :> :> :> :> :> :> =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ :D :D :D :D :D :D :) :) :) :) :) :-* :-* :-* :-* :-* :#) :#) :#) :#) :-B :-B :-B :-B !:#P !:#P !:#P !:#P =p~ =p~ =p~ B-)) B-)) B-)) :-P :-P :-P :!> :!> :!> B:-) B:-) B:-) B:-) B:-)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৬

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৭

তাসজিদ বলেছেন: ২৪ ঘণ্টার মধ্যেই কি ভয়ানক প্রতিশোধ। একদম হেক্টু মিয়া কে underware পরিয়ে দৌর।
:> :> :>
পেটে খিল ধরছে।

তবে হেক্তু কিন্তু ছাড়ার পাত্র না। পাটকেল আসবেই।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৫

অপু তানভীর বলেছেন: পাটকেল যদি আসে ইট যাবে আরও বড় আকারে ! B-) B-) B-) B-)

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হায়রে হেক্টু এইডা কি হইলো!!!!!!!!!!!!!!!!!!!!!!!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৬

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দেখা যাক হেক্টু ভাইয়ের কাউন্টার কেমন হয়...........

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩০

অপু তানভীর বলেছেন: কাউন্টার যেমন হবে রিকাউণ্টারও সেই রকম হইবে !! ;) ;) ;) ;)

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০২

প্রিন্স হেক্টর বলেছেন: এইটা আমি না, আমি হেক্টর, আপনি লিখছেন হেকটরের কথা :-P

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১১

অপু তানভীর বলেছেন: হ হ হ ! অবশ্যই এইডা তুমি না !!
এইডা হেকটর !! ;) ;) B-) B-) B-)

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২০

অনীনদিতা বলেছেন: B-)) B-)) B-)) B-)) B-)) B-) B-) B-) B-) :-P :-P :-P :-P

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

অপু তানভীর বলেছেন: :P :P :P :P :P :D :D

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হা হা হা হা অপু ভাই মাখন হইছে, পুরাই মাখন! হাসতে হাসতে গড়াগড়ি দশা হইছে আমার। হেক্টর ভাই তীর বেগে ছুটে গেলেও পরে নাকি নিজের ভুল বুঝতে পেরে প্রিন্সেস এর কাছে ক্ষমা চান এবং এখন তারা সংসার করার সিদ্ধান্তে একমত হতে পেরেছেন।

তারা সুখী হোন!! :P :P =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫২

অপু তানভীর বলেছেন: তারা যে এখন কোন অবস্থায় আছে কে জানে ?
জাতি এই বিষয়ে জানতে চায় ! আর আমি নিজেই জাতিতে জানানো মিশন হাতে নিছি !

পর্ব চলবে !

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মোবাইল সাইটে গিয়া প্লাস দিয়া আইলাম! X( X(


আসিতেছে, আরও বড় সাইজের বাঁশ ;) ;) ;) হেক্টু ভাই চিন্তা নাই, রাজপথ ছাড়িনাই!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪

অপু তানভীর বলেছেন: এইডা তো তাও একটু ভালা কইরা রাখছি আজ রাতেই হে টের পাইবো বাঁশ কাহাকে বলে এবং কত প্রকার !
;) ;)

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫২

দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালোই চলছে ! B-) B-) B-) :D

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪

অপু তানভীর বলেছেন: হুম !! :) :) :)

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৮

ইখতামিন বলেছেন: B-)) B-)) B-)) :P :-* :-*

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫

অপু তানভীর বলেছেন: ;) ;) ;) :P :P :P :P

১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২১

স্বপনচারিণী বলেছেন: কী শুরু হোল! আমরাতো সবায় পাগল হয়ে যাব। দারুন লেগেছে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬

অপু তানভীর বলেছেন: সবে তো শুরু !! দেখা যাক কত দুর যায় !! :) :)

১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭

শহুরে কাউয়া বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ দুইডাই কোমড় বাইন্ধা নামছে। ব্যাপোক বিনুদুন

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭

অপু তানভীর বলেছেন: হুম ! ব্যাপুক বিনুদুন !! #:-S #:-S 8-| 8-|

১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭

শায়মা বলেছেন: হা হা অপুভাইয়া!



:P

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮

অপু তানভীর বলেছেন: হিহিহি
আপুনি !!

:) :) :)

১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০

শাহরিয়ার খান রোজেন বলেছেন: চলুক।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮

অপু তানভীর বলেছেন: চলবে !! !:#P !:#P

১৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১

আম্মানসুরা বলেছেন: খেলা জমে উঠেছে। নির্মম প্রতিশোধ!!!
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৫

অপু তানভীর বলেছেন: নাহ ! খুব বেশি নির্মম কি হয়ে গেল ?? ;) ;) ;) ;) ;) ;)

১৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০২

এম মশিউর বলেছেন: পর্ব চলুক!! সেইরাম বিনুদুন!!! =p~ =p~ =p~

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৬

অপু তানভীর বলেছেন: দেখা যাক কত দুর চলে !! :D :D :D

২০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৭

কামরুল আহসান খান বলেছেন: হাসতে হাসতে পেটে খিল ধরার ইমু হইবেক :P

হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার ইমুডা কই গেলো ??
=p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২০

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

২১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

আমি ইহতিব বলেছেন: হেক্টুর অপরাধ কি ছিলো জানিনা, তবে আমরা আমব্লগাররা ভালোই মজায় আছি কদিন ধরে। চালিয়ে যান, এমন মধুর যুদ্ধ আরো কিছুদিন চলুক এই দোয়া করি ;)

:) :) :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৭

অপু তানভীর বলেছেন: হুম দেখা যাক কতদিন চলে !! ;) ;) ;)

২২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৬

রহস্যময়ী কন্যা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~
এটা কি করলেন অপু ভাইয়া? হেক্টু বেচারাকে এইভাবে পচাইলেন :P :P :P

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০১

অপু তানভীর বলেছেন: কি আর করা !! সে ইট মেরেছে পাটকেল তো তাকে খেতেই হবে !!

২৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৪

ভিটামিন সি বলেছেন: চলতাছে, চলুক। আমরা কিন্তু মজা পাইতাছি। নয়া বান্দরের আরো পোষ্ট কামনা করছি।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৯

অপু তানভীর বলেছেন: আমি ভালা পুলা ! হামলা এলেই কেবল হামলা চালাই ! নয়তো চুপচাপ !

আর নয়া বান্দরের পোষ্ট রেডি ! কিন্তু ৫০০তম পোষ্ট টা কি দিবো তাই ভাবছি !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.