| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়দিন আগে লিখেছিলাম সামুর ব্লগারদের জন্য প্রয়োজনীয় কিছু দরখাস্ত ! মানে হল একটি পোস্ট দেওয়ার পর কোথায় এবং কার কার কাছে কি কি বিষয় নিয়ে দরখাস্ত লেখা যেতে পারে । আজকে নিয়ে এলাম সামুর ব্লগারদের জন্য প্রয়োজনীয় কিছু চিঠি পত্র ! এখন তো খামে করে চিঠি লেখার দিন না । ইমেইল করে চিঠি পত্র লিখতে হয় ।
তো আসুন দেখে নেওয়া যাক !
প্রথম চিঠিটা পাঠাতে উপরওয়ালা বরাবর ! ঠিক এটা চিঠি না বলে উপরওয়ালার কাছে প্রার্থনা বলা চলে ! এটা পোস্ট করার আগেই আপনি লিখতে পারেন আবার পোস্ট করার পরেও লিখতে পারেন । তবে পোস্ট করার আগে লিখলেই মনে হয় ভাল হয় !
আসুন দেখে নেওয়া যাক কি লিখবেন সেই চিঠিতে !
প্রিয় আল্লাহ,
আমি অনেক কষ্ট করে সামুতে একটা পোস্ট দিতে যাচ্ছি । আপনার কাছে আমার আকুল আবেদন এই যে আমার পোস্ট টা যেন ঠিক ঠাক মত সামুতে পোস্ট হয় আপনার কাছে এই প্রার্থনা করি । এক পোস্ট যেন দুইবার না এসে যায় আপনার কাছে এই প্রার্থনা রইলো !
আমার এই পোস্টটিতে ঠিক মত সবাই যেন মন্তব্য করতে পারে এবং সেই মন্তব্য যেন দেখা যায় এই প্রার্থনা রইলো । সবার শেষে আমি যেন ঠিক মত মন্তব্যের জবাব দিতে পারি এই প্রার্থনা রইলো !
আপনি ছাড়া আমার প্রার্থনা শোনার তো কেউ নাই । সামুর মডারেটররা তো আমার কথা শুনবে না আপনিই কিছু একটা করেন !
ইতি
আপনার গুনাগার বান্দা
অপু তানভীর !
এবার উপরওয়ালার নাম করে পোস্ট দিয়ে ফেললেন সামুতে ! এবার দেখা যাক কাকে কাকে আপনি ইমেইল করে চিঠি পাঠাবেন এবং সেখানে কি কি লিখবেন !
সামুতে পোস্ট করার পরপরই প্রথম ইমেইল টা করবেন ব্লগ মাতা জানা আপু বরাবর !
প্রিয় জানা আপু,
পত্রের প্রথমেই আমার সালাম নিবেন এবং শুভেচ্ছা নিবেন ! আশা করি ভাল আছেন ! আপনার সুস্থ্যতা কামনা করে এই পত্রখানি লিখছি ! যাই হোক, পরসমাচার এই যে অনেক সময় এবং শ্রম ব্যয় করে একটি পোস্ট দিয়েছি ।পোস্ট টি এই লিংকে আছে। পোস্টটির সকল টেকনিক্যাল দিক সমুহ সঠিক থাকে সেই ব্যাপারে আপনি আপনার মডারেশন প্যানেল এবং টেকনিক্যাল টিম কে নির্দেশ দিয়ে এই অভাগার পোস্ট টা সামুর পাতায় বজায় রাখার ব্যবস্থা করে নিবেন বলে আমি আশা করি ! বেশি কিছু করতে হবে না কেবল আমার পোস্ট খানা যেন সময় সময় সামুতে পোস্ট হয়, কেউ যদি মন্তব্য করে সেই মন্তব্য টুকু যেন দেখা যায় এবং মন্তব্যের সঠিক জবাব দেওয়া যায় সেই দিক টুকু দেখলেই চলবে !
সময় নিয়ে আমার চিঠি খানা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ !
ইতি
সামু ব্লগের নগন্য ব্লগার
অপু তানভীর !
এর পরের চিঠিটা পাঠাতে হবে মডারেটর কাছে !
প্রিয় মডারেটর ১
আশা করি পরিবার পরিজন নিয়ে সুখ এবং আনন্দে আছেন । আপনার মন ভাল এবং আপনি সুখে থাকলেই আমরা সুখে থাকবো বলে আশা করি ! যাই হোক, পরসমাচার এই যে অনেক সময় এবং শ্রম ব্যয় করে একটি পোস্ট দিয়েছি । পোস্ট টি গুরুত্বপূর্ন এবং আশা করছি পোস্টি সবার পড়া উচিৎ ! পোস্ট টি এই লিংকে আছে। এখন ব্লগটি নির্বাচিত পাতায় স্থান দিয়ে দেশ এবং জাতীকে আমার গুরুত্বপূর্ন গবেষনা জানার সুযোগ দিন !
আপনার দিন ভাল কাটুক ! আজকে আর নয় ! নতুন পোস্টের সাথে আবার নতুন চিঠি নিয়ে হাজির হব ! বাসার বড়দের আমার সালাম দেবেন এবং ছোটদের আমার স্নেহ দিবেন ! আর আমার সম বয়সী কোন কন্যা থাকলে তাকে আমার ভালবাসা পৌছে দিবেন !
ইতি
সামু ব্লগের একজন নগন্য ব্লগার
অপু তানভীর
প্রথম মডারেটর কোন কাজে ব্যস্ত থাকলে ইমেল খানা মডারেটর দুই, মডারেটর তিন .... এর কাছে ফরওয়ার্ড করতে ভুলবেন না ।
পোস্ট নির্বাচনের পরে এর পরের কাজ হবে আপনার পোস্টের লিংক সবার কাছে । অনেকে অবশ্য ইনবক্সে আগেই এই কাম করে প্রায়ই করে থাকে । তো যাই হোক এই চিঠি পাঠাবেন সম্মানীয় ব্লগাদের কাছে !
প্রিয় ব্লগার,
শরতের শুভ্র মেঘের শুভেচ্ছা নিন প্রিয় ব্লগার । আশা করি বউ বাচ্চা গার্লফ্রেন্ড নিয়ে ভাল আছেন । আপনি সব সময় ভাল থাকুন এই কামনা করি সব সময় ! কারন আপনি ভাল থাকলেই আমি ভাল থাকি ! যাক পরসমাচার এই যে অনেক সময় এবং শ্রম ব্যয় করে একটি পোস্ট দিয়েছি । পোস্ট টি গুরুত্বপূর্ন এবং আশা করছি পোস্টি সবার পড়া উচিৎ ! সবার বলতে আমি আপনাকেও বুঝিয়েছি পোস্ট টি এই লিংকে আছে। আপনার যদি স্মৃতি শক্তি খুব দুর্বল না হয়ে থাকে তাহলে একটু লক্ষ্য করবেন এবং মনে করার চেষ্টা করবেন আপনার গত পোস্ট টি আমি খুবই মনযোগ দিয়ে পড়েছি এবং সেখানে গুরুত্বপুর্ন মন্তব্য করেছি ! তাই আমিও আশা করবো আপনি আমার এই পোস্ট টি পড়বেন এবং আপনার গুরুত্বপূর্ন মতামত প্রদান করবেন !
আজকে আর নয় ! নতুন পোস্টের সাথে আবার নতুন চিঠি নিয়ে হাজির হব ! বাসার বড়দের আমার সালাম দেবেন এবং ছোটদের আমার স্নেহ দিবেন ! আর আমার সম বয়সী কোন কন্যা থাকলে তাকে আমার ভালবাসা পৌছে দিবেন !
ইতি
সামু ব্লগের একজন নগন্য ব্লগার
অনু তানভীর !
পোস্ট পড়া এবং মন্তব্য তো হল । এখন দরকার মাসিক যে সং কলন পোস্ট আছে সেগুলোতে নিজের পোস্টের স্থান করে নেওয়া ! তাদের কাছেও লিখতে পারেন চিঠি !
প্রিয় সংকলন কারী !
শরতের শুভ্র মেঘের শুভেচ্ছা নিন প্রিয় ব্লগার । আশা করি বউ বাচ্চা গার্লফ্রেন্ড নিয়ে ভাল আছেন । আপনি সব সময় ভাল থাকুন এই কামনা করি সব সময় ! কারন আপনি ভাল থাকলেই আমি ভাল থাকি ! যাক পরসমাচার এই যে অনেক সময় এবং শ্রম ব্যয় করে একটি পোস্ট দিয়েছি । পোস্ট টি গুরুত্বপূর্ন এবং আশা করছি পোস্টি সবার পড়া উচিৎ ! সবার বলতে আমি আপনাকেও বুঝিয়েছি ! পোস্ট টি এই লিংকে আছে। এখন পোস্ট যাতে সহজে হারিয়ে না এজন্য আপনার আগামী মাসের সংকলন পোস্টে আমার পোস্ট টি যুক্ত করিলে খু্বই খুশি হইতাম !
আজকে আর নয় ! নতুন পোস্টের সাথে আবার নতুন চিঠি নিয়ে হাজির হব ! বাসার বড়দের আমার সালাম দেবেন এবং ছোটদের আমার স্নেহ দিবেন ! আর আমার সম বয়সী কোন কন্যা থাকলে তাকে আমার ভালবাসা পৌছে দিবেন !
ইতি
সামু ব্লগের একজন নগন্য ব্লগার
অনু তানভীর !
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৪
অপু তানভীর বলেছেন: দেখেন এই পোস্ট দেওয়ার পরেও কুনো লাভ হইলো না ! মন্তব্য আইছে কয়ডা আর দেখায় কয়ডা !!
না জানি এই মন্তব্যের জবাব টা আবার পোস্ট হবে কি না !
সামু গেট ওয়েল সুন !!
২|
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মজা পেলাম , পরের দুইটা পত্র বাদ দিলে গুরুত্ব আরো বাড়তো ।
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৮
অপু তানভীর বলেছেন: আর গুরুত্ব বাড়াইয়া আর কি লাভ কন !!
৩|
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৫
তূর্য হাসান বলেছেন: উদ্দেশ্য যাই হোক খুব মজা পেলাম।
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১:১৭
অপু তানভীর বলেছেন: মজা পাইলেই ভালা....
৪|
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫২
স্বপ্নবাজ অভি বলেছেন: জানা আপা বরাবরের টা সেই লেবেলের হইছে ! ওনার অবশ্য পাঠ্য ~
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১:১৯
অপু তানভীর বলেছেন: আপা যদি চিঠির জবাব দেয়....
![]()
৫|
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৩
স্বপ্নবাজ অভি বলেছেন: জানা আপা বরাবরের টা সেই লেবেলের হইছে ! ওনার অবশ্য পাঠ্য ~
১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৩
অপু তানভীর বলেছেন:
৬|
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৬
জুয়েলইসলাম বলেছেন: +++++
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১:২০
অপু তানভীর বলেছেন:
![]()
৭|
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:১৬
জুয়েলইসলাম বলেছেন: +++++
১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৬
অপু তানভীর বলেছেন: ![]()
![]()
![]()
৮|
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২৯
জাফরুল মবীন বলেছেন:
দারুণ হয়েছে
তবে আমি কৃতজ্ঞ বোন জানা’র কাছে উনি আমার সমস্যাটা এক্সপ্রেস করার সাথে সাথেই সমাধান করে দিয়েছেন।তবে অনেকেই নানা রকমের সমস্যা ফেস করছেন।আশা করি আপনার এ চিঠি তাদের দৃষ্টি আকর্ষণে সমর্থ হবে এবং সবাই নির্বিঘ্নে ব্লগিং করতে পারবেন।
ধন্যবাদ আপনাকে।
১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫০
অপু তানভীর বলেছেন: আমার টা আস্তে আস্তে সমাধান হচ্ছে । আগে হোক সম্পূর্ন ভাবে !
দেখা যাক কি হয় ! ![]()
![]()
আপনাকেও ধন্যবাদ !
৯|
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৪০
অপ্সরা বলেছেন: প্রিয় আল্লাহ,
আমি অনেক কষ্ট করে সামুতে একটা পোস্ট দিতে যাচ্ছি । আপনার কাছে আমার আকুল আবেদন এই যে আমার পোস্ট টা যেন ঠিক ঠাক মত সামুতে পোস্ট হয় আপনার কাছে এই প্রার্থনা করি । এক পোস্ট যেন দুইবার না এসে যায় আপনার কাছে এই প্রার্থনা রইলো !
আমার এই পোস্টটিতে ঠিক মত সবাই যেন মন্তব্য করতে পারে এবং সেই মন্তব্য যেন দেখা যায় এই প্রার্থনা রইলো । সবার শেষে আমি যেন ঠিক মত মন্তব্যের জবাব দিতে পারি এই প্রার্থনা রইলো !
আপনি ছাড়া আমার প্রার্থনা শোনার তো কেউ নাই । সামুর মডারেটররা তো আমার কথা শুনবে না আপনিই কিছু একটা করেন !
ইতি
আপনার গুনাগার বান্দা
অপু তানভীর !
আমার মনের কথা !!!!!!!!!!! হা হা হা হা
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১:২২
অপু তানভীর বলেছেন: হুম!!
আসো লাইন ধরে অভিযোগ জানাই....
১০|
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:০২
অঘটনঘটনপটীয়সী বলেছেন:
১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫১
অপু তানভীর বলেছেন:
১১|
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:০৬
অঘটনঘটনপটীয়সী বলেছেন:
১২|
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:০৭
অঘটনঘটনপটীয়সী বলেছেন:
১৩|
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১৮
আবু শাকিল বলেছেন: সামু পোষ্ট নজরে নিয়েছেন...তারপর দেখা গেল।
১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫২
অপু তানভীর বলেছেন: দেখা যাক সামনে কি হয় !
১৪|
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১৯
আমি তুমি আমরা বলেছেন: সাথে সব ব্লগারকে চিঠি দিতে হবে তাদের অনুসারিত ব্লগে নিজেকে নেয়ার জন্য ![]()
১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৩
অপু তানভীর বলেছেন: এটাও একটা ভালা কথা কইছেন ! এমন চিঠিও লেখা যায় কিন্তু ![]()
![]()
১৫|
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:২৮
আবু শাকিল বলেছেন: সামু পোষ্ট নজরে নিয়েছেন...তারপর দেখা গেল।
১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৬
অপু তানভীর বলেছেন: ![]()
![]()
১৬|
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ২:০৪
নাসরিন চৌধুরী বলেছেন: অপু ভাই যাদের কাছে চিঠি লিখেছেন আশা করি সবাই উত্তর দিক--খুব ভাল চিঠি লিখসেন----সবগুলাই পড়লাম।
১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৪
অপু তানভীর বলেছেন: জানি না কে কে উত্তর দিবে । উত্তরের অপেক্ষায় রইলাম !
ধন্যবাদ ![]()
![]()
১৭|
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ২:০৭
নাসরিন চৌধুরী বলেছেন: আমি আপনার পোষ্টে কমেন্ট করলেই কমেন্ট হাওয়া
১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৫
অপু তানভীর বলেছেন: এই তোপ দেখা যাচ্চে । কুনো টেনশন নাই ! ![]()
![]()
১৮|
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ২:০৮
নাসরিন চৌধুরী বলেছেন: আমি আপনার পোষ্টে কমেন্ট করলেই কমেন্ট হাওয়া
১৯|
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ২:০৮
নাসরিন চৌধুরী বলেছেন: আমি আপনার পোষ্টে কমেন্ট করলেই কমেন্ট হাওয়া
২০|
১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:০১
মামুন রশিদ বলেছেন: সব কমেন্ট দেখতে না পেলেও অর্ধেক দেখতে পাচ্ছি । তার মানে সামু আদ্ধেক সাড়া দিয়েছে
১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৬
অপু তানভীর বলেছেন: হুম ! আমারও তাই মনে হচ্ছে মামুন ভাই ! ![]()
২১|
১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৪
অগ্নি সারথি বলেছেন: খিক।
১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৭
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:১৯
সুমন কর বলেছেন:
দারুণ অাইডিয়া।
কিছু বুঝা যায় না, গ্যাপ কই গেল বা কি হবে ।।।।
তবে সত্য, অাজকাল সামুতে পোস্ট করা বেশ কষ্টসাধ্য। প্রিভিউ এক রকম, যেখানে পোস্ট লেখা হয় সেখানে অরেক রকম !!
পোস্ট মজার হইছে ।