নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
কোন জন মাতা মোর কোন জন পিতা?
কেন দিলো জন্ম মোরে বুকে জ্বেলে চিতা!
দেয় নাই বক্ষদুগ্ধ কোলেতে স্থান,
ধুলায় জন্ম দিলো দেহে দিলো প্রাণ।
আমি আজ বঞ্চিত হতাশার দলে
পিতামাতা তোমাদের পাপকর্মের ফলে।
২০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:১৮
আমি আগন্তুক নই বলেছেন: বিবাহ বহির্ভূত সন্তানের কথা বলা হয়েছে, আন্তরিক ধন্যবাদ আপনাকে।
২| ২০ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:২২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: জন্ম দেয়ার কারণে এক লোক তার মা-বাবার নামে মামলা করেছিল।
৩| ২০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:২০
রাজীব নুর বলেছেন: সুন্দর।
২২ শে অক্টোবর, ২০২২ রাত ১:১০
আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ২০ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:৫৮
জুন বলেছেন: রবীন্দ্রনাথের কর্ন কুন্তী সংবাদ কবিতাটি আমার খুব প্রিয় বিশেষ করে এই লাইনগুলো। জয়লোভে যশোলোভে রাজ্যলোভে, অয়ি,
বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই।