নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

ভুল স্বীকার করা লজ্জার নয়,ছাত্রদের থেকে প্রাপ্য সন্মানের প্রতিদান মনে করি

২৪ শে জানুয়ারি, ২০২২ রাত ৩:৫৯


অথচ - উপাচার্য (বা সময় কতৃপক্ষ ) যদি ছাত্রদের ডেকে বলেন - বাবার (শিক্ষক পিতার মতো) আমরা শিক্ষকরাও মানুষ ,ভুলত্রুটি আমাদের হয় ,চারতদের কাছ থেকেও অনেক কিছু জানা যায়। আমাদের বা আমার যদি কোনো কারণে তোমরা দুঃখ পেয়ে থাকো তবে ক্ষমা করে দাও। ...
এতটুকু কথাতেই সকল সমসবার সমাধান সম্ভব। নয় কি !? বর্তমান বাস্তব পরিস্থিতি হচ্ছে -
আমি একজন উপাচার্য ,আমার কোনো ভুল নেই (!?) পদত্যাগ তো দূরের কথা ক্ষমাও চাইবোনা।
শিক্ষামন্ত্রীর সাথে মিটিং করলেও কোনো ছাড় দেয়া হবেনা শীক্ষার্থীদের।
দুদিন ধরে অনশনে আছে ২৩ ছাত্র ছাত্রী তো কি হয়েছে। .......
মশাল মিছিল থেকে শাবি ভিসির কুশপুত্তলিকা দাহ ।

শাবিপ্রবি উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন, আ.লীগ ও শিক্ষক সমিতির নিন্দা।)
তবুও প্রশাসন মিটিং নিয়ে সময় ক্ষেপন করছে (!?)

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:১৬

জুল ভার্ন বলেছেন: গত ১০/১২ বছরে কোনো পাব্লিক ইউনিভার্সিটিতে একজনও ছাত্র বান্ধব ভিসি নিয়োগ হয়নি। যারা নিয়োযিত হয়েছেন তাদের প্রায় সবারই অনৈতিকয়ায় যুক্ত থাকার প্রমাণ হয়েছে।

২৪ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৪২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।সত্য

২| ২৪ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ব্রাক আর নথ সাউথ ছাড়া পড়াশুনার পরিবেশ কোথায় আছে ? ছাত্রছাত্রীরা পড়তে গেছে না আন্দোলন করতে ।? সমস্যার শুরু হয়েছিলো হল প্রভোস্টকে সরাবার জন্য । সেই আন্দোলন ভিসির পদত্যাগ পর্যন্ত পৌছেছে । জাহাঙ্গীর নগরের ভিসির বিরুদ্ধে দুনীতির হাজাটা প্রমাণ থাকলেও তাকে সরানো হয় নাই । আর এই ভিসির বিরুদ্ধে তো একটাও অভিযোগ নাই তবে সরাবে কেন ? আপনি যে, বললেম, ভুল স্বীকার করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে মোটেও না । এতো ভাল কেউ না । উল্টো পেয়ে বসে । প্রশাসন আর দুদিন দেখবে তারপর বাপ মা ডেকে টিসি দিয়ে বাড়ি পাঠিয়ে দিলে অবাক হবো না ।

আগের মন্তব্যটি মুছে দিবেন ।

২৪ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।দেখা যাক,হয়তো তাই

৩| ২৪ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৪

সোবুজ বলেছেন: সমস্যা থাকলে সমাধান করতে হবে।।কিন্তু সমস্যা তৈরি করলে তার সমাধান কে করবে।

২৪ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।ঠিক

৪| ২৪ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৮

ঢাবিয়ান বলেছেন: শাবিপ্রবর ছাত্র আন্দোলনের ঘটনাটা কেমন যেন একটু গোলমেলে। প্রথমালোর এক সাক্ষাতকারে দেখলাম আন্দোলনরত এক ছাত্রী বলছে যে , হলে ওয়াইফাই নেটোয়ার্ক দুর্বল থাকায় তারা প্রভোস্টকে জানায়। প্রভোস্ট সেটাকে পাত্তা না দেয়ায় তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। পরে ছাত্রীদের আন্দোলনে পুলিশ হামলা করায় এই আন্দোলন ভিসির পদত্যাগ চাওয়ার আন্দোলনে গড়ায়।

শাবির ছাত্রদের আন্দোলনের বিষয়টাই ( ওয়াইফাই দুর্বল নেটোয়ার্ক) খুব দুর্বল অভিযোগের ভিত্তিতে হয়েছে বলে মনে হল। ভিসির বিরুদ্ধে জোড়ালো কোন অভিযোগ নাই। ২০০০ সালে জাবির ছাত্রীদের নিয়ে ভিসি কি বলেছে সেটাকে হাইলাইট করা হচ্ছে যদিও উপাচার্য বলছে সেই ওডীও এডিটেড।

সবচেয়ে অবাক লাগছে ছাত্রলীগের ভুমিকা। ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে নায্য , নৈতিক অধিকার আদায়ের আন্দোলনগুলো ছাত্রলীগ নিষ্ঠুর কায়দায় দমন করে আসছে বিগত কয়েক বছর ধরে। কিন্ত ছাত্রলীগকে এ ক্ষেত্রে একেবারেই নিরব দেখা যাচ্ছে। পত্রিকায় দেখলাম ১০৫ ছাত্রলীগ নেতা এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা ঘোষনা করেছে!! ভিসি ও কতিপয় শিক্ষককে লাঞ্ছিত করা , ভিসির বাসভবনের বিদ্যূৎ , পানির লাইন কেটে দেয়া সাধারন ছাত্র ছাত্রীদের কাজ বলে মনে হচ্ছে না।

২৪ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
নৈতিকতার বালাই নাই. সবাই মুখোশে

৫| ২৪ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
করোনাভাইরাস মহামারির কারণে বিদ্যালয়গুলো প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আবার যখন সেপ্টেম্বর থেকে শুরু হল তখন আশা করা হয়েছিল যে বিগত সময়গুলোর শিক্ষা ক্ষতি পুষিয়ে নেয়া যাবে। কিন্তু লেখাপড়া বাদ দিয়ে একের পর এক তামাশা আন্দোলন চলছেই।
এর আগে হয়েছে কথিত চুলকাটা নিয়ে।

একটা তুচ্ছ বিষয় নিয়ে আন্দোলন, জানুয়ারির প্রথম সপ্তাহে। ছিল মুলত একটি ছাত্রী হলের মামুলি কিছু সমস্যা।
শিক্ষার্থীদের হলের ডাইনিংয়ের খাবার কথিত নিম্নমান মানে কম ক্যালরি খাবার, করনাকালে বন্ধ হয়ে যাওয়া বাহিরের খাবার দোকান চালু হচ্ছে না কেন? আর ইন্টারনেট সুবিধার মতো মামুলি দাবি নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, ছাত্রী আন্দোলনে একদল ছাত্র যোগ দিয়ে ভিসিকে ঠ্যালাঠেলি করে একটি হলে ঢুকিয়ে তালা বদ্ধ করলো। পুলিশ গেছিল তালা ভেংগে ভিসিকে উদ্ধার করতে, কিন্তু প্রবল ইটপাটকেল নিক্ষেপে নারীপুলিশ দলকে আহত করলো, পুলিশও বাড়াবাড়ি করেছে।
বর্তমানে তামাসা করতে করতে কাফনের কাপড় দিয়ে হরর সিনেমা শুটিং করে জাতীয় ইস্যু বানিয়ে ছেড়েছে।

২৪ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
নৈতিকতার বালাই নাই.অপরাধী সনাক্ত করাও একটা অপরাধ

৬| ২৪ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:৩৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: কেউ একজন পুরা ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত সামারাইজ করবেন প্লিজ?

২৪ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৪১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
আমরা সত্য মিথ্যা বলিনা ,বলি পক্ষে ও বিপক্ষে

৭| ২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ১:৫৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ
আমরা সত্য মিথ্যা বলিনা ,বলি পক্ষে ও বিপক্ষে



সত্য মিথ্যা কি........... আপনিতো কিছুই বললেন না!

২৫ শে জানুয়ারি, ২০২২ ভোর ৬:৪৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,সেটাইতো বললাম -
"যে যাই বলুক আমার/আপনার পক্ষে হলে সেটা সত্য /বিপক্ষে হলে সেটা মিথ্যে ".
প্রমান করতে যে তদন্ত দল হবে (তারাও পক্ষে/বিপক্ষে )
যে রায় হবে (তিনিও পক্ষে বিপক্ষে )
যে মিডিয়া প্রকাশ করবে (তারাও পক্ষে/বিপক্ষে )
একসময় মূল বিষয়টা ভুলে যাবে বা মুছে যাবে, থাকবে শুধু হারজিৎ ফলাফল থাকবে।
(আমি /আপনি হেরেছি বা আমি /আপনি জিতেছিলাম )
উপসংহার - যে কথাগুলি বললাম ,সেটাও সত্য /মিথ্যা নয় পক্ষে/বিপক্ষে। এতো বড়ো রচনা কেন লিখালেন ,পক্ষে/বিপক্ষে বলুন

৮| ২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ২:৪১

নেওয়াজ আলি বলেছেন: এইসব লোভী নিয়ম নীতিহীন লোকের কথা পড়তেও বিরক্ত লাগে

২৫ শে জানুয়ারি, ২০২২ ভোর ৬:৪৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
লোভী নিয়ম নীতিহীন সমাজ,তাই -
"যে যাই বলুক আমার/আপনার পক্ষে হলে সেটা সত্য /বিপক্ষে হলে সেটা মিথ্যে ".
প্রমান করতে যে তদন্ত দল হবে (তারাও পক্ষে/বিপক্ষে )
যে রায় হবে (তিনিও পক্ষে বিপক্ষে )
যে মিডিয়া প্রকাশ করবে (তারাও পক্ষে/বিপক্ষে )
একসময় মূল বিষয়টা ভুলে যাবে বা মুছে যাবে, থাকবে শুধু হারজিৎ ফলাফল থাকবে।
(আমি /আপনি হেরেছি বা আমি /আপনি জিতেছিলাম )
উপসংহার - যে কথাগুলি বললাম ,সেটাও সত্য /মিথ্যা নয় পক্ষে/বিপক্ষে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.