নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজপথের সৈনিক

রাঝপথ

রাজপথে আছি

রাঝপথ › বিস্তারিত পোস্টঃ

দেশ এখন ৩ ভাগে বিভক্ত

০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

আজ কাল সত্য প্রকাশ এক প্রকার দুরূহ ব্যাপার হয়ে দাড়িয়েছে । এ্ই ধরুন গতকাল যে, রায় টি ঘোষনা হল, তাতে ফাসির রায়ে এক অংশ উললাসিত, অপর অংশ ক্ষুব্ধ আমি ও হয়ত উল্রাস প্রকাশ করতাম ষদি দেখতাম এই বিচারে স্কাইপে সমালোচনা না থাকত, বিচার হতে হবে ন্যায়ের সাের্থ, বিচারে এক পক্ষ হারবে এটাই স্বাবাবিক। আমরা যারা দেশে আইনের শাষন চাই তারা দেখব প্রক্রিয়া স্বচ্ছ ছিল কি না? বিচারালয় জনমানুষের শেষ আশ্রয়স্থল, এখানে সমজতার কোন সুযুগ নাই বিচারবিভাগকে ভয় ভীতির উর্ধে থাকতে হয়। অপরাধ ষত আগে ঘটে থাকুক না কেন তার বিচার হতে হবে। তবে বিচারে ন্যায়ের প্রতিফলন দৃশ্টিগোচর হওয়া আবশ্যক। দেশের সকল রাজাকারদের বিচারের আওতায় আনা উচিত। তবেই উদ্দেশ্য মহত বলা যাবে.অন্ন একটি প্রসংগে যাওয়ার আগে, একটি আত্মজিগ্গাসা! আমরা কি দিন দিন আমাদের মূল্যবোধ হারিয়ে অভদ্রতা,অশ্লিলতা ও অসভ্যতার দিকে ধাবিত হচ্ছি? আমরা দাড়িটুপিকে হেয় করছি, ধর্মকর্ম পালনকে কূপমন্ডকতা মনে করছি,রাগ প্রকাশ ও প্রতিবাদের ভাষা সংষত,পরিশিলিত হওয়ার নাম ভদ্রতা,সহনশিলতা. ক্রমাগত নিম্নগামিতা থেকে আমাদের আলোর দিকে ফিরে আসতে হবে,বিপন্ন মানবতাকে উদ্ধারের জন্য কিছু মৌলিক বিষয়ে জাতিকে ঐক্যবদ্ধ হওযার বিকল্প নাই আসুন দেশ ও দশের স্বার্থে কিছু বিষয়ে ঐক্যমত্য পোষন করি,দেশকে প্রাধান্য দেই,আইনের শাষনের প্রতি শ্রদ্ধাশীল হই,গণতন্ত্র কে বিশ্বাশ ও প্রকাশে আপোষহীন হই।জয় বাংলা যেমন দেশের শ্লোগান তেমনি বাংরাদেশ জিন্দাবাদ বাংরাদেশেরই শ্লোগান এতে কোন বিতর্ক নেই,বাংগালি যেমন এই দেশের অর্ধেক মানুষের চেতনা তেমনি বাংলাদেশি ও ঠিক যুক্তিযুক্ত চেতনা ও বিশ্বাশ।চেতনা আর বিশ্বাশ সবার এক হতে হবে এমন ধারনাই বিভাজন সৃষ্টি করে একে অন্যের প্রতি শ্রদ্ধা রেখে দেশ ও জাতির মঙলের জন্য যার যা বিশ্বাশ তা ধারন করেই গনতন্ত্র আর দেশের উন্নয়ন সম্ভব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.