নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি, লেখক, চিত্রকর

ব্রাত্য রাইসু

কবি, লেখক, চিত্রকর

ব্রাত্য রাইসু › বিস্তারিত পোস্টঃ

আধুনিক মহাভারতে আমাদের বসবাস

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৬

১.

ভারতীয় বই মানেই হিন্দু বই নয়।



ভারতীয় বই মানেই হিন্দু বই নয়। কিন্তু যদি হইতোও তাতে অসুবিধা ছিল না।



ভারতীয় বই মানেই হিন্দু বই নয়, ভারতীয় গরু মানেই হিন্দু গরু নয়, ভারতীয় ডিম মানেই হিন্দু ডিম নয়।



তবু আমাদের এইসব কিনতে হয়, খাইতে হয়, পড়তে হয়।



যদি এইসব জিনিস হিন্দু হইতো তবুও আমরা ভারতীয় বই পড়তাম, ভারতীয় গরুর রেড মিট ও ডিম খাইতাম।



আমরা রাতে ঘুমাই ও সকালে উঠি। ওঠার পরে ভারতীয় বই পড়ি, গরুর মাংস সিদ্ধ করি ও ডিম খাই। এইসব জিনিসের সরবরাহ যথেষ্ট। তাই আমাদের লাইফ সুন্দর।



ভারত দেশটি আমাদের পাশে পাশে থাকে। আমরা সুখী। সেখানকার প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র দামোদর মোদী। তিনি হিন্দু।



৫/৯/২০১৪

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৯

মিজভী বাপ্পা বলেছেন: কিছু মনে করবেন না, সব ক্ষেত্রে ধর্মকে কেন টেনে আনেন।???? সমস্যা কি??? ভারতের জন্য স্বজনপ্রীতি বা শত্রুপ্রীতি আপনার থাকতেই পারে। কিন্তু সেখানে ধর্মের দোষ কি??? কোনো ধর্ম কি এই সব শিক্ষা দেয় নাকি???

মন মানসিকতা বদলান। সব ধর্মেই একই কথা লেখা শুধু বিভিন্ন ভাবে। ঐটা উপলব্দি করার মত জ্ঞান থাকলে এমন ব্লগ লিখতেন না।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩২

ব্রাত্য রাইসু বলেছেন: শিক্ষা দিয়া কী হবে! শিক্ষা ছাড়াই বললাম। আপনি কেন শিক্ষা থেকে বলেন!

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৫০

জেনো বলেছেন: যথার্থ।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০০

আবু শাকিল বলেছেন: ভালই ত =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.