নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি, লেখক, চিত্রকর

ব্রাত্য রাইসু

কবি, লেখক, চিত্রকর

ব্রাত্য রাইসু › বিস্তারিত পোস্টঃ

সিপি গং গণজাগরণের মতই কাজ করছে

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৯

"যারা মুক্তিযুদ্ধের চেতনাধারী সরকারের একজন মন্ত্রীকে সম্মান দেয় না, তাদের কাছে বিশিষ্ট ব্যক্তিরা অপমানিত হবেন, তাতে অবাক হওয়ার কিছু নেই।" / সোহরাব হাসান, সিপি গ্যাং, গং এবং ‘নিষিদ্ধ শহীদ মিনার’, প্রথম আলো ২৩/১০/২০১৪

: )

পিয়াস করিমের রিসেন্ট অতীত লাশের অপমানের চাইতে সিপি গং আবদারিত নিষিদ্ধদের ফিউচার লাশের অপমান দেখা যাইতেছে গণমাধ্যম, টক শো ও আওয়ামী বুদ্ধিজীবীদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

যদি পিয়াস করিমের লাশের অপমান আপনারা সহ্য করতে পারবেন ও মাইনা নিতে পারবেন তবে কেন এই নয় জনেরটা পারবেন না?

সো, গণজাগরণের করা পিয়াসের অপমান আর সিপিদের করা এই নয় জনের অপমান একই অপমান। সিপি গং গণজাগরণের অধিক কিছু করে নাই। দোষ ধরলে সকলেরটাই দোষযুক্ত।

শহীদ মিনার ঘটনায় গণজাগরণ তথা অন্যরা যে দোষে দুষ্ট সিপি গং সেই দোষেই দুষ্ট। আলাদা ভাবে সিপি গংরে কালপ্রিট বানাইয়া গণজাগরণ তথা অন্যদের দোষের ভার লাঘব করতে চাইতেছেন আওয়ামী-সফট বুদ্ধিজীবীরা? কিন্তু কেন?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: কারণ তারা যে হাম্বা বুদ্ধিজীবি!!!!!!!!!!!!

নির্ধারীত চশমার কালার ব্যাতিত অন্য কোন রং দেখতে পায় না। |-) |-)

২| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৪

খেলাঘর বলেছেন:


সিপি গং, মিপি পং, সবই হাউকাউ; বিরানী ও ইয়াবা পার্টি।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৮

শাহীন উল্লাহ বলেছেন: জুতা পায়ে শহীদ মিনারে গিয়ে তারা আমাদের ভাষা শহীদদের অপমান করেছে,,,,,,,

আমাকে কেউ দেখাতে পারবেন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গঠনের জন্য স্বাধীনতা যুদ্ধ হয়েছিলো ?????

অথচ এই ধর্মের ভিত্তিতেই ভারত এবং পাকিস্তান নাম দুটি রাষ্ট্র গঠন হয়েছিলো অনেক মানুষের রক্ত হানির পর,,,,,,,,,, এবং যারা মুসলিম তারা পাকিস্তান নামক রাষ্ট্রকেই বেছে নিয়েছিলো,,,, কেউ যদি দ্বিমত থাকে আসুন লজিক দিযৈ আমরা সাথে.....

৪| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৬

মুকতোআকাশ বলেছেন: ধর্মনিরপেক্ষতা ও বৈজ্ঞানিক সমাজ তন্ত্রের জন্য সাধারণ মানুষ মুক্তি যুদ্ধ করেনি। এমন কি বাঙ্গালী জাতীয়তাবাদের জন্য ও ৯৫% মানুষ স্বাধীনতা যুদ্ধ করেনি। করেছিল সাম্য,সুবিচার ও ন্যায়ের জন্য। কিন্তু যারা যুদ্ধের পরিচালক জননেতা তো একটি ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য বহু দিন থেকে চেষ্টা করে আসছিল,একথা তো অস্বীকার করতে পারবেন না।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৩

আমিনুর রহমান বলেছেন:




কোন কিছুর প্রতিবাদ করতে হলে আগে নিজেকে শুদ্ধ হতে হবে। সিপি গ্যাং এর তথাকথিত নেতৃত্বে যারা আছেন তাদের কে একটু নিজের চেহারা আয়না দেখতে বলবেন আগে।


নিজে শুদ্ধ হয়ে আগে পরে অন্যের সমালোচনা করতে আসা উচিৎ তাদের।

৬| ২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১০

শাহ আজিজ বলেছেন: একটি বৈষম্যমুলক আচরন থেকেই ক্রমশঃ বাংলাভাষী পূর্ব পাকিস্তানীরা সরে আসতে থাকে উর্দুভাষী পশ্চিম পাকিস্তানিদের কাছ থেকে । ৫২ সালে বাংলা ভাষা আন্দোলনে গুলি করে মানুষ হত্যা উভয়ের মধ্যে বিশ্বাসে চিড় ধরায় । ৫৪র নির্বাচনে যুক্তফ্রন্ট জয়ী হয়েও ক্ষমতা হারাল উর্দুভাষী সামরিক বাহিনীর কাছে এবং দীর্ঘ সময়ের সামরিক শাসন ৭১ পর্যন্ত জারি ছিল । আমি একটি স্বাধীন বাংলার প্রত্যাশায় বা প্রাদেশিক শাসনের প্রত্যাশায় আন্দোলন দেখেছি। এই আন্দোলন শ্রেণী বা ধর্ম ভিত্তিক ছিলনা । মার্চেই নির্ধারিত হয়ে গেল বিজিত আওয়ামি লীগ ক্ষমতায় বসতে পারছেনা । ২৫ মার্চ রাতের আক্রমন বাকি দ্বিধায় ভোগা বাঙ্গালিকে বোঝাল না এদের সাথে নয়। সবচে বেশী আক্রান্ত হয়েছিল হিন্দু সম্প্রদায় । তার পরের ইতিহাস সবারি কমবেশী জানা। কম্যুনিস্টদের একাংশ মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল আর বাকিরা পাকিস্তানের বিশ্বাসে অটল রইল । এটিই সবচে আশ্চর্য বিষয় যে তারাই সবচে বেশী সুবিধা প্রাপ্ত রাষ্ট্র নায়কদের একান্ত ভালোবাসায় । একটি ধর্মীয় রাষ্ট্রের জন্য কিন্তু কেউই অস্ত্র হাতে নেয়নি , নিয়েছিল স্বাধীন একটি দেশ প্রতিষ্ঠার জন্য । এসময় স্বাধীনতা প্রত্যাশি কেউই হিন্দু , মুসলিম, বৌদ্ধ বা ক্রিশ্চিয়ান বিভাজন করেননি। ওই গানটা শুনবেন "ছোটদের বড়দের সকলের "---------- আমারি দেশ সব মানুষের---!! মুখে কেউই বলেননি এটি সেকুলার রাষ্ট্র কিন্তু কাজে কামে সবাই সেটাই বোঝাতে চেয়েছিলেন । আমাদের স্বপ্নে বড় আঘাত এলো ৭৪ সালে-------!! সবচে আশ্চর্য হচ্ছে জিয়া একমাত্র মুক্তিযোদ্ধা যিনি ক্যু করে ক্ষমতায় এসেছিলেন এবং বিভেদের কারণটিকে পোক্ত করেছিলেন, এরপর থেকে কোন মুক্তিযোদ্ধা এইদেশের রাষ্ট্রনায়ক হতে পারেননি , কেন? আমিও জানিনে । সিপি গ্যাং বিশ্বাসঘাতক , ওই রাজাকারদের মতই !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.