নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি, লেখক, চিত্রকর

ব্রাত্য রাইসু

কবি, লেখক, চিত্রকর

ব্রাত্য রাইসু › বিস্তারিত পোস্টঃ

কাইয়ুম চৌধুরীর মৃত্যুতে বেঙ্গলের তরফে অনুষ্ঠান বন্ধ না করা ঠিক আছে

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৫

৩০ ডিসেম্বর রাতে ঢাকার আর্মি স্টেডিয়ামে বেঙ্গল ফাউন্ডেশনের উচ্চাঙ্গসংগীতের অনুষ্ঠানে বিশেষ অতিথি কাইয়ুম চৌধুরী মারা গেলেন।

কিছু দরদী লোকের হাহাকার শুনতেছি: কাইয়ুম চৌধুরী মারা গেছেন অনুষ্ঠানে সুতরাং অনুষ্ঠান বন্ধ কইরা দেওয়া উচিত ছিল। অনুষ্ঠান বন্ধ না করা খুব খারাপ হইছে...



কবিতা পরিষদের অনুষ্ঠানে কামরুল হাসান মারা যাওয়ায় কি অনুষ্ঠান বন্ধ করা হইছিল। মনে তো হয়, না।

আমার মতে অনুষ্ঠান বন্ধ না করা ঠিক হইছে।....



লিংক http://bit.ly/1tEsefa

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৬

খাটাস বলেছেন: বাঙালির আবেগ বেশি ঘটনা সইত্য।
আপনি আবেগ রে জয় করছে বইলা সব আবেগ রে কাকের ঠেং বগের ঠেং বানাইলেন- পারেন ও।

কাইয়ুম চৌধুরী মরার পর পার্টি করলে মনে হয় ভাল হইত, যে যার ঘরে দুই পেগ খাইয়া ব্যক্তিগত আনন্দ লাভ করত। এইটা ভাল হইত না???

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ২:৪৩

ব্রাত্য রাইসু বলেছেন: ওইটা রুচিবিকারের ব্যাপার। আমার আলোচনার বিষয় না। এই ধরনের ভাবনাও যেহেতু রুচিবিকার তেমন বিকৃতিঅলার সঙ্গে নো টক।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২২

খাটাস বলেছেন: স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার। - দেখতেই পাচ্ছি।
নার্সিসাস টাইপের মানুষ আজ কাল বেড়েই যাচ্ছে।
যাই হোক, আপনি একাই অনেক মোটা মোটা গ্রন্থ গলধঃকরন করে, যে উন্নত রুচি বিকার সৃষ্টি করেছেন, এখন ও তার ধারে পৌঁছাতে পারি নি।
সুখি হোন।
সকল চিন্তায় গোষ্ঠীতান্ত্রিক ভাবা একটু বেশি জ্ঞানীর লক্ষন।
আপনি আহমদ ছফার সহচারযে যাওয়ার সুযোগ পেয়েছিল, এজন্য আপনার জ্ঞানে শ্রদ্ধা এবং হিংসা দুটোই আছে। থাকবে।
তবে ওম নমঃ আত্তম মনে ভাল না।


আপনার কিছু বিষয় বেশ ভাল লাগে বলেই এত কথা। অন্য কেও হলে আমি ও বলতাম, এই ধরনের ভাবনাও যেহেতু রুচিবিকার তেমন বিকৃতিঅলার সঙ্গে নো টক।

ভাল থাকুন।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৩

অপূর্ণ রায়হান বলেছেন: @খাটাস , ভ্রাতার সাথে একমত ।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৩

জাহিদ ২০১০ বলেছেন: ডিজে পার্টি আর কলগার্ল পার্টি করতে পারলে আরও সুন্দর হইত।


বাহ আমাদের রুচি তো দিন দিন খুব ঊণ্ণথি হইতাছে

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮

খাটাস বলেছেন: সংশোধনী* যে উন্নত রুচি বিকার সৃষ্টি করেছেন
যে উন্নত রুচি সৃষ্টি করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.