নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি, লেখক, চিত্রকর

ব্রাত্য রাইসু

কবি, লেখক, চিত্রকর

ব্রাত্য রাইসু › বিস্তারিত পোস্টঃ

এদেশে মেইনস্ট্রিম আর্ট এর দিশাহীনতার কারণ

০৯ ই জুন, ২০২০ সকাল ১১:১৮



ইউরোপ-আমেরিকার আর্ট তো আমিও করি। কারণ আর্ট সভ্যতার জিনিস, সমাজের না। ফলে যা দিয়া প্রভাবিত হই, যা আমার ভালো লাগে, আমার আর্টও তাই হবে।

কিন্তু এখানে যারা আপনারা আর্ট ইনস্টিটিউট ও নামকরা ও আধা নামকরা স্কুলগুলি থেকে আর্ট টিচারদের বরাতে আর্ট শিখছেন আপনারা বেশিরভাগই (বিনয় কইরা বললাম বেশিরভাগ, আসলে প্রায় সবাই) আর্টিস্ট হিসাবে মাইনর আর্টিস্ট।

মানে তেমন আর্টিস্ট হন নাই আপনারা। ছবি যে আঁকেন তা অস্বীকার করতেছি না।

কেবলই পারমুটেশন কম্বিনেশন চালাইতেছেন।

সত্যিকার অর্থে ইউরোপ-আমেরিকার পুরানো আর্টের নকল আপনারা।

অর্থাৎ ইউরোপ-আমেরিকাও হইয়া উঠতে পারেন নাই।

দুঃখ এইটাই। ইউরোপ-আমেরিকা তাদের আর্টরে একটা পর্যায়ে নিয়া গেছে। কেবলই নকল না কইরা তাদেরই গ্রামারে তাদেরকে টেক্কাও দিতে পারতেন আপনারা।

অন্তত আপনাদের কিছু বড় আর্টিস্ট, যারা বাধ্য ছাত্রের মতো ইউরোপ-আমেরিকার নির্ভেজাল নকলই করতে আছেন, তারা তো এই রকমটি করতে পারতেন। এই টেক্কা দেওয়াটি।

তা কেমনে পারবেন, তাদের উপ্রে আর্টের লগে ঐতিহ্যের দায়ও চাপাইছে আপনাদের আর্ট স্কুল, আর্ট সোসাইটি ও টিচাররা।

কিন্তু কীভাবে ঐতিহ্যের সাপোর্ট আর পরের আর্টের সম্ভাররে নিজের মধ্যে আত্মস্থ করতে হয় তা তো আপনাদের টিচাররা নিজেরাই জানে না, কেমনে শিখাবে?

যদি জানে ও আপনাদের শিখাইছে তাইলে বলেন কী হইতে পারে পরের আর্ট ও নিজের ঐতিহ্যের মিলমিশের সূত্রটি?

আমারে গাইল দেওয়া সহজ, সূত্রটি বলা কঠিন আছে।

এরা স্টাইল লয় ইউরোপ-আমেরিকার, আর সাবজেক্ট দেশী ও ভারতীয়। সহজ মিশ্রণ পদ্ধতি।

ফলে যা হওয়ার তাই হয়। রিপিটেশনের গারবেজ উৎপাদিত হয়।

উপলব্ধি আসার আগেই হাতের ডগায় আর্ট আইসা যায় আপনাদের। কারণ অন্যের আর্ট যেগুলি দেখছেন, ইন্টারনেটে, ফিন্টারনেটে, গ্যালারিতে, ট্যালারিতে ওগুলিই আপনাদের সাবজেক্ট।

যেই আর্ট আর্ট হইয়া বইসা আছে তা থিকা তার চাইতে বেটার আর্ট কেমনে বাইরাবে?

তাই ফটোকপিই হয়, আরো ফটোকপি হবে।

তবে, আপনারা বিভিন্ন আর্ট স্কুল ও ইনস্টিটিউটে যারা আছেন, তারা যেহেতু সংখ্যায় অনেক, তাই একের আর্ট অন্যে ভালো বলবেন অবশ্যই, ১০ দিন ধইরা বলবেন, ১০০ দিন ধইরা বলবেন, এবং এই কালচার খারাপ না অবশ্যই।

৯/৬/২০২০

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০২০ সকাল ১১:৪৮

বিবেকহীন জ্ঞানি বলেছেন: আমরা কখনই শিল্পীদের যথা-সম্মান করতে জানিনা।

২| ০৯ ই জুন, ২০২০ সকাল ১১:৪৯

বিবেকহীন জ্ঞানি বলেছেন: আমরা কখনই শিল্পীদের যথা-সম্মান করতে জানিনা কারন আমরা শৈল্পিক মানুষ ই নই।

৩| ০৯ ই জুন, ২০২০ সকাল ১১:৫৫

খায়রুল আহসান বলেছেন: আার্ট বুঝি কম, তাই মন্তব্য করলাম না। তবে সোজা সাপ্টা এ কথাগুলো তো ভালই লাগলো।

৪| ০৯ ই জুন, ২০২০ দুপুর ১২:১২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: নিজের দেহের থেকে আত্মা কে বিছ্ন্নি করে দূর থেকে দেহ-কে মডেল করে যে আঁকিয়ে; খোলা চোখে দেখতে পারে পৃথিবীর ভূত-ভবিষ্যৎ -সেই প্রকৃত আর্টিস/শিল্পী - আমার ক্ষুদ্র গোবর মস্তিকে তাই বলে।

৫| ০৯ ই জুন, ২০২০ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশে মেইনস্ট্রিম আর্ট টাইপ বিষয় নিয়ে বিলাসিতার মানে হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.